এই মুহূর্তে




বঙ্গে দুর্যোগ কেটেছে , শীত অনুভব হবে ভোরের দিকে

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপ অনেকটা সরে গেছে বাংলাদেশের দিকে। দুর্বল হয়ে এই মুহূর্তে সেটি একটি ঘূর্ণাবর্ততে পরিণত হয়েছে। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য এই খবর জানান। তিনি বলেন, এর ফলে দক্ষিণবঙ্গে(South Bengal) এমনকি উপকূলের জেলাতেও আর উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই এই সপ্তাহে। উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে শুক্রবার খুব সামান্য বৃষ্টি হতে পারে। রাজ্যে চলতি সপ্তাহে আর বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আলিপুর আবহাওয়া দফতরের কাছে। ফলে আগামী ৫ দিন দুই বঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে পারদের খুব উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

চলতি সপ্তাহের শেষে দার্জিলিংয়ের রাতের তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রির মধ্যে নামতে পারে। সমুদ্র উত্তাল থাকায় বৃহস্পতিবার ভোর পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি রয়েছে। ফলে আপাতত কোন বড় দুর্যোগের সম্ভাবনা নেই বঙ্গে। তাই ধীরে ধীরে শীত অনুভব হতে শুরু করবে গোটা রাজ্যে। ভোরের দিকে সামান্য কুয়াশা এবং রাতে ও ভরে কিছুটা ঠান্ডা অনুভব হবে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে। অসহ্য গরম আর পড়বে না। বাতাসে আপেক্ষিক আদ্রতা বাড়ার সম্ভাবনা নেই। ধীরে ধীরে চলতি মাসের শেষে বঙ্গে শীত আসবে।

এদিকে বুধবার সকালে সিকিমে তুষারপাত হয়েছে।বুধবার কলকাতার(Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৬৭ থেকে ৭৮ শতাংশ। বৃহস্পতিবার শহরের তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তবে জাঁকিয়ে শীত এখনই পড়ছে না। সোমবার পর্যন্ত সমস্ত জেলাতেই একই রকম শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে(North Bengal) আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা সামান্য কমতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাকিমপুর সীমান্তে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে

এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ