এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

২৩ নয়, বাংলায় হবে ৪৬ জেলা, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) যে রাজ্যে জেলার সংখ্যা বাড়াতে চান সেটা অনেক আগেই সামনে এসেছিল। জানা গিয়েছিল, কিছু ক্ষেত্রে স্থানীয় আবেগের কথা মাথায় রেখে বা মানুষের দাবির কথা মাথায় রেখে এবং কিছু কিছু ক্ষেত্রে বড় জেলাগুলি ভেঙে আরও নতুন নতুন ছোট ছোট জেলা করা হবে। এমনিতেই ২০১১ সালে পরিবর্তনের পরে মমতার হাত ধরেই জলপাইগুড়ি জেলা ভেঙে পৃথক জেলা হয়েছে আলিপুরদুয়ার। আবার বর্ধমান ভেঙে হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা। আবার দার্জিলিং ভেঙে কালিম্পং এবং পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রামও পৃথক জেলা হয়েছে। আরপরেও দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ জেলা ভাঙার কথাবার্তা চলছে। কিন্তু বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নিজে জেলার সংখ্যা নিয়ে যে ইঙ্গিত দিলেন তা কার্যত চমকে দিয়েছে সবাইকে। কেননা মুখ্যমন্ত্রী জানিয়েছেন অদূর ভবিষ্যতে বাংলায় জেলার সংখ্যা হতে পারে ৪৬, অর্থাৎ বর্তমানের দ্বিগুণ। মানে আরও নতুন ২৩টি জেলা হতে চলেছে বাংলায়।

বৃহস্পতিবার কলকাতার টাউন হলে বসেছিল ডব্লিউবিসিএস(WBCS) আধিকারিকদের বার্ষিক সাধারণ সভা। সেই সভার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই নিজ বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যে আরও নতুন নতুন ছোট ছোট জেলা তৈরি করার ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘জেলা ছোট হলে সেখানে প্রশাসনিক কাজের অনেক সুবিধা হয়। উন্নয়ন দ্রুত হয়। কেন্দ্রের বরাদ্দও বেশি মেলে নানা প্রকল্পের জন্য। আইনশৃঙ্খলাও কড়া ভাবে নজর রাখা যায়। উন্নয়নের প্রয়োজনে জেলার সংখ্যা বাড়ানোর প্রয়োজন। আগামী দিনে ২৩টা থেকে ৪৬টা পর্যন্ত জেলা করার ইচ্ছা রয়েছে সরকারের। কিন্তু সম্ভব হচ্ছে না পর্যাপ্ত আধিকারিক না পাওয়ায়।’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়েই রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তীব্র জল্পনা ছড়িয়েছে। কেননা নতুন নতুন আরও জেলা তৈরির অর্থ, আরও বেশি সংখ্যক জেলা শাসক, পুলিশ সুপারের পদ তৈরির পাশাপাশি আরও কর্মসংস্থানের সৃষ্টি এবং আরও নতুন জেলা পরিষদের জন্ম। আর এই জেলা পরিষদের হাত ধরেই রাজনৈতিক স্তরে আরও বেশি করে পদপ্রাপ্তির সম্ভাবনা। তা সে সভাধিপতির পদ হোক বা কর্মাধ্যক্ষের পদ।  

কিন্তু প্রশ্ন হচ্ছে কোন কোন জেলা ভেঙে নতুন আরও ২৩টি জেলা গড়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার? নবান্ন সূত্রে জানা গিয়েছে, দুই ২৪ পরগনা(24 Pargana) জেলা ভেঙে নতুন ১০টি জেলা গড়া হবে। এই ১০টি জেলা হল সুন্দরবন, কাকদ্বীপ, ডায়মন্ডহারবার, বারুইপুর, বজবজ, হাড়োয়া, বসিরহাট, বনগাঁ, বারাসত ও ব্যারাকপুর। আবার পূর্ব বর্ধমান(Purba Burdhwan) জেলা ভেঙে ৪টি জেলা গড়া হবে। সেগুলি হল বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, কালনা ও কাটোয়া। মুর্শিদাবাদ(Murshidabad) জেলা ভেঙে পৃথক জঙ্গিপুর, লালবাগ, কান্দি, ডোমকল ও বহরমপুর জেলা গড়া হবে। বীরভূম জেলা থেকে আলাদা করে রামপুরহাটকে পৃথক জেলা হিসাবে গড়া তোলা হবে। হুগলি জেলা থেকে আলাদা করে আরামবাগকে পৃথক জেলা হিসাবে গড়ে তোলা হবে। একই ভাবে হাওড়া ভেঙে উলুবেড়িয়া, পূর্ব বেদিনীপুর ভেঙে তমলুক, পশ্চিম মেদিনীপুর ভেঙে ঘাটাল, বাঁকুড়া ভেঙে খাতড়া জেলা গড়া হবে। পুরুলিয়া জেলা ভেঙে পৃথক রঘুনাথপুর, মানবাজার ও ঝালদা জেলা অড়া হতে পারে। তবে এর সব কিছুই এখনও চূড়ান্ত নয়। সবতাই ভাবনাচিন্তার আদলেই রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘৪৮ ঘণ্টার মধ্যে বিজেপি নেতাদের জবাব দিতে হবে’, সন্দেশখালি কাণ্ড নিয়ে বিস্ফোরক  অভিষেক

দাদাগিরি! মেজাজ হারিয়ে মহকুমা শাসককে ধাক্কা রাহুল সিনহার

‘সন্দেশখালির ঘটনা পুরোটাই বানান’, বিজেপিকে তোপ অভিষেকের

বঙ্গে তৃতীয় দফার লোকসভা ভোটে ঘনিয়ে আসছে প্রাকৃতিক দুর্যোগ, সর্তকতা জারি

শান্তনুকে হারাতে মতুয়াদের ওপরেই আস্থা সুমিতার

দাবদাহের মধ্যে ফসল বাঁচানোর অক্লান্ত প্রচেষ্টা মাঠ ঘাটের চাষীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর