এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

শিলিগুড়ি পুরভোটে তৃণমূলকে সমর্থন গুরুং’দের

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বিজেপির সঙ্গ ছেড়ে গত কয়েক মাস ধরেই রাজ্যের শাসকদলের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিমল গুরুং-রোশন গিরিদের গোর্খা জনমুক্তি মোর্চা। এবার আসন্ন শিলিগুড়ি পুর নিগমের ভোটে শাসকদলের প্রার্থীদের সরাসরি সমর্থনের কথা ঘোষণা করলেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি। বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, ‘শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দেবেন মোর্চা সমর্থক ও কর্মীরা। পাশাপাশি সাধারণ মানুষও যাতে শাসকদলের প্রার্থীদের ভোট দেন, দলের পক্ষ থেকে সেই অনুরোধও জানানো হচ্ছে।’

পাহাড়ে বরাবরই বিজেপিকে সমর্থন জানিয়ে এসেছে বিমল গুরুংয়ের নেতৃত্বাধীন গোর্খা জনমুক্তি মোর্চা। লোকসভা ভোটে মোর্চার সমর্থন পেয়ে বাজিমাত করেছিলেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু সিং বিস্ত। কিন্তু বিধানসভা ভোটের আগে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে গেরুয়া শিবিরের দিক থেকে মুখ ফিরিয়ে নেন মোর্চা নেতৃত্ব। বিধানসভা ভোটে পাহাড়ের তিনটি আসনে তৃণমূলের সমর্থনে লড়েছিলেন গুরুং শিবিরের প্রার্থীরা। যদিও মুখ থুবড়ে পড়তে হয়েছিল। দার্জিলিং ও কার্শিয়াংয়ে জিতেছিলেন বিজেপি প্রার্থীরা। আর কার্শিয়াংঙে জিতেছিলেন বিনয় তামাংদের প্রার্থী রুদেন সদা লেপচা।

বিধানসভা ভোটের পরে শিলিগুড়ি পুর ভোটে মোর্চা শীর্ষ নেতৃত্ব কী ভূমিকা নেন, তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা তুঙ্গে উঠেছিল। এদিন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি সাংবাদিকদেরকাছে পুর নিগমের ভোটে তৃণমূলকে সমর্থনের কথা জানান।  এদিন তৃণমূলকে সমর্থন জানানোর পাশাপাশি বিজেপিকেও আক্রমণ করেছেন বিমল গুরুংয়ের বিশ্বস্ত সেনাপতি। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘মিথ্যাচারই বিজেপির একমাত্র অস্ত্র। গত ১০-১২ বছর ধরে পাহাড়ে মিথ্যার রাজনীতি করে আসছে বিজেপি। শুধু মিথ্যা আশ্বাস দিয়ে পাহাড়ের সরল-সহজ মানুষকে ঠকিয়েছে।’ পাহাড়ের পুর ভোটে মোর্চা লড়বে বলেও এদিন ঘোষণা করেছেন গিরি। যদিও পাহাড়ে তৃণমূলের সঙ্গে জোট বেঁধে লড়া হবে কিনা, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লক্ষ্মীর ভান্ডার বন্ধ হলে হাতা- খুন্তির লড়াই, হুঁশিয়ারি মমতার

মালদায় পুলিশি অভিযানে উদ্ধার ২৮ কোটির মাদক, ৩২ লাখ টাকা, গ্রেফতার ১

মহিলাদের অপমান করেছে বিজেপি, সন্দেশখালি নিয়ে সুর চড়ালেন অভিষেক

কনে যাত্রী নিয়ে যাওয়ার পথে শিলিগুড়িতে গাড়ি উল্টে মৃত্যু দু’জনের,আহত অন্তত ২৮

বহরমপুরের কিছু বুথে পুনরায় ভোটের দাবি কংগ্রেসের

বাইরে থেকে ইন্ডিয়া জোটকে সমর্থন, জানালেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর