এই মুহূর্তে




বড়মার মন্দিরে কালীপুজোর প্রস্তুতি তুঙ্গে, যেতে পারেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ জীবনে আশ্বিন-কার্তিক হল উৎসবের মাস। দুর্গাপুজো দিয়ে সূচনা, জগদ্ধাত্রী পুজোয় শেষ। তার মধ্যেই আসে লক্ষ্মীপুজো, কালীপুজো। হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতেই মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালীপুজো। কালীপুজো পরিচিত শ্যামা পুজো নামেও। দক্ষিণেশ্বর, কালীঘাট, আদ্যাপীঠ, কামাক্ষ্যা, ঠনঠনিয়া কালীবাড়ি, তারাপীঠ, কঙ্কালীতলা, ফিরিঙ্গি কালীবাড়ির মতো সারা ভারত জুড়ে রয়েছে অজস্র কালী মন্দির। সেই সমস্ত মন্দিরে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের দীপান্বিতা অমাবস্যা তিথিতে শ্যামা রূপে পূজিত হন দেবী কালিকা।

বিগত কয়েক বছরে নৈহাটির কালীমন্দির অত্যন্ত প্রসিদ্ধ হয়ে উঠেছে। প্রতিদিন এই মন্দিরে অজস্র মানুষের ভিড় হয়। মায়ের কাছে নিজের নিজের প্রার্থনা নিয়ে যান সকলে। হিন্দু ধর্মে বিশ্বাস, মন থেকে ডাকলে মা নাকি কাউকে ফেরান না। এতক্ষণে সকলেই বুঝে গিয়েছেন নিশ্চয় যে কথা হচ্ছে বড়মার মন্দির নিয়ে। চলতি বছর কালীপুজো অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর। ইতিমধ্যে বড়মার মন্দিরের শুরু হয়ে গিয়েছে জোরকদমে পুজোর প্রস্তুতি।

বড়মার মন্দিরের ট্যাগলাইন হল ধর্ম হোক যার যার, বড়মা সবার। দেশ-বিদেশ সর্বত্র ছড়িয়ে রয়েছে বড়মার মন্দিরের খ্যাতি। প্রতি বছর কালীপুজোর সময় হাজার হাজার ভক্ত এখানে মানত করেন, পুজো দেন। অনেকে মনোবাসনা পূরণের জন্য গঙ্গা স্নান করে মণ্ডপ পর্যন্ত দণ্ডি কেটে যান । নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালা বড়কালীকেই আসলে স্থানীয়রা ডাকেন বড়মা। বড়কালী সমিতি ট্রাস্ট এর কালী পুজো বড়মার পুজো নামে পরিচিত।

চলতি বছর বড়মার পুজো ১০২ বছরে পা দিতে চলেছে। নিয়ম মেনে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মায়ের কাঠামো পুজো হয়েছে। ২০ অক্টোবর হবে কালীপুজো। রাত ১২টায় পুজো শুরু হবে, ২:৩০ মিনিটে অঞ্জলি হয়ে ভোগ প্রসাদ বিতরণ করা হবে। ভক্তরা সারাদিনই এখানে আসতে পারবেন। ২১ অক্টোবর দুপুরবেলা ও রাত্রিবেলা পুজো হবে। ২২ অক্টোবরও একই নিয়ম মেনে পুজো করা হবে। ২৪ অক্টোবর হবে বড়মার প্রতিমা নিরঞ্জন।

সারা বছরই বড়মার মন্দিরে ভিড় হয়। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে বড় কালী মন্দির এতটাই বিখ্যাত যে সারা বিশ্ব থেকে লোক আসে। এই বছরও তাই রেকর্ড সংখ্যক ভিড়ের আশা করছে কমিটি। যাতে কোনওরকম সমস্যা তৈরি না হয় তার জন্য থাকছে নির্দিষ্ট ব্যবস্থা। ভিড় সামাল দেওয়ার জন্য থাকছে এনসিসি ক্যাডার। বিপর্যয় মোকাবিলা টিম থাকারও সম্ভাবনা রয়েছে। ভোগ বিতরণের সময় যাতে হুড়োহুড়ি না পড়ে সেই ভাবেই প্রসাদ বিতরণ করা হবে। পুলিশের বাড়তি নজরদারির ব্যবস্থা করা হচ্ছে।চলতি বছর কালীপুজোয় যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । ২১ অক্টোবর বড়মার মন্দিরে যাওয়ার কথা তাঁর। সেই জন্য চলছে প্রবল প্রস্তুতি।

আগামী ১৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখা হবে বড়মার মন্দির। এই সময় বার্ষিক পুজো হবে। প্রতিবছর মূল মন্দিরের পুজো কালী পুজোর সময় বন্ধ থাকে। সেই সময় মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজ করা হয়। এছাড়া মায়ের অঙ্গরাগও হয়। ২৯ অক্টোবর বড়মার মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, তাই এই দিনই হয় মায়ের প্রতিষ্ঠা পুজো। ২৬ অক্টোবর থেকে আবার আগের মতোই বড়মার মন্দিরে পুজো দেওয়া যাবে। এছাড়া বার্ষিক পুজো হওয়ার কারণে ১০ থেকে ৩১ অক্টোবর মন্দিরে বসে প্রসাদ গ্রহণ করা যাবে না। ৩ নভেম্বর থেকে আবার মন্দিরে বসে প্রসাদ গ্রহণ শুরু হবে।

বড়মা নামকরণের কারণ হল এই কালীমূর্তির আকার ও উচ্চতা।  তাই ২২ ফুট উচ্চতাবিশিষ্ট এখানে মা কালী। এই কারণেই সকলের কাছে দেবী কালিকা হয়েছেন বড়মা। এই পুজো সর্বজনীন, কিন্তু কারও কাছ থেকে চাঁদা নিয়ে হয় না। দেবীর গয়না থেকে ভোগ, পুজোর সামগ্রী সবকিছুই নিজেরা খরচ করেন ভক্তরা। সোনা এবং রুপোর ধাতব অলংকারে সেজে অঠেন মা। আজ থেকে অন্তত ১০০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল বড়মার মন্দির। তখন অবশ্য মন্দির ছিল না। এই এলাকার বাসিন্দা ভবেশ চক্রবর্তী এবং তার চার বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা রাস দেখতে গিয়েছিলেন। সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে তাঁরা অবাক হয়ে যান। এরপর যুবকেরা স্থির করেন নৈহাটিতে একটি রক্ষাকালী মূর্তিকে বিশাল আকার দেওয়া হবে, তারপর তাঁর পুজো করা হবে। এই পুজো ভবেশ চক্রবর্তীর হাত ধরে স্থাপিত হয়েছিল বলে শোনা যায়। তাই বড়মা ভবেশ কালী নামেও পরিচিত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দামোদর নদী থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

দীপাবলিতে বাম্পার সুযোগ, মাত্র কয়েক হাজার দিয়েই শুরু করুন এই ব্যবসা

মালদায় সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি, টোটো চালকের অভিযোগ থানায়

অনন্তনাগে ২ বাঙালি জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

মেট্রোয় গোলযোগ, দক্ষিণেশ্বর থেকে গিরিশপার্ক পর্যন্ত ব্যহত পরিষেবা

বিদ্যাসাগর সেতু একটানা ৯ ঘন্টা বন্ধ শনি ও রবিবার, মেরামতির জন্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ