32ºc, Haze
Sunday, 2nd April, 2023 5:54 pm
নিজস্ব প্রতিনিধি: সাতসকালে ডোমকলে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাসের চালকের। আহত হয়েছেন আরও ১০ জন৷ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকলে৷ এই দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ডোমকল থেকে একটি বেসরকারি যাত্রীবাহী বাস বহরমপুরের দিকে যাচ্ছিল৷ উল্টোদিক থেকে আসছিল একটি ছোট ট্রাক৷ আচমকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা মারে। ঘটনার জেরে মৃত্যু হয় বাসের চালকের। বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের দৃশ্য দেখে ছুটে আসেন স্থানীয়রা। তড়িঘড়ি তাঁরা উদ্ধার কাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ গিয়ে মৃত বাসচালকের দেহ উদ্ধার করে ময়নায়দন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বাস চালকের নাম আনারুল হক। তিনি মালদহ জেলার বাসিন্দা। এই দুর্ঘটনার জেরে কম বেশি আহত হন বাসের সব যাত্রী। গুরুতর আহতদের উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাদের। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী বাসটিকে ক্রেনের সাহায্যে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে এই দুর্ঘটনা নিয়ে সরব হয়েছেন স্থানীয়রা। দুর্ঘটনার জন্য রাজ্য সড়কের বেহাল দশাকেই দায়ী করছেন তারা৷ স্থানীয়রা জানান, বহরমপুরের ওই রাজ্য সড়কের অবস্থা ভালো নয়৷ মাঝেমধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি৷