এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে নজরদারি কলকাতা হাইকোর্টের

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: সাম্প্রতিক কালে তো বটেই, অতীতেই কখনও এমনটা ঘটতে দেখা গিয়েছে বলে কেউ জোর গলায় দাবি করতে পারছেন না। তাই সম্ভবত এই প্রথম বারের জন্য রাজ্যের কোনও সমবায় ব্যাঙ্কের নির্বাচনে নজরদারি করতে চলেছে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। আর সেই সমবায় ব্যাঙ্কের নির্বাচনের সঙ্গে জড়িয়ে গিয়েছে রাজ্য রাজনীতিও। কেননা একসময় এই সমবায় ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) নেতৃত্বাধীন পরিচালন কমিটির দখলে। সেই শুভেন্দু এখন বিজেপিতে(BJP)। এবার নির্বাচন হলে তাঁর অনুগামীরা সমবায়টি নিজেদের দখলে আনতে পারে কিনা, নাকি তা তৃণমূলের(TMC) দখলে যাবে সেটা দেখার জন্যই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিশেষত লোকসভা নির্বাচনের(General Election 2024) আগে এই সমবায় নির্বাচনের ফলাফলে অন্তত কিছুটা হলেও বোঝা যাবে খোদ নিজ জেলা, নিজ শহরে, নিজেদের গড়ে অধিকারীদের দাপট এখন ঠিক কতটা রয়েছে। যে সমবায়কে ঘিরে এই আগ্রহ সেটি হল পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার কাঁথি সমবায় ব্যাঙ্ক(Contai Co-Operative Bank)।

জানা গিয়েছে, কাঁথি সমবায় ব্যাঙ্কে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না হওয়াকে কেন্দ্র করে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় নির্বাচন কমিশনকে ১ মাসের মধ্যে ভোটার তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি গোটা প্রক্রিয়ায় তাঁরা নজরদারি করবেন বলে জানিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। জিতেন্দ্রনাথ মল্লিক সহ কয়েকজন মামলাকারী ওই সমবায় ব্যাঙ্কের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের হয়ে সওয়াল করেন আইনজীবী সৌমেন দত্ত। তিনি দাবি করেন, প্রায় ২ বছর হতে চললেও এই সমবায় ব্যাঙ্কের নির্বাচন প্রক্রিয়া ঝুলে রয়েছে। অবিলম্বে তা সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিক হাইকোর্ট।

সব পক্ষের সওয়াল-জবাব শোনার পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে, ওই ব্যাঙ্কের বিশেষ সচিবকে আগামী ১৫ দিনের মধ্যে সমবায়ের সমস্ত যোগ্য ভোটারদের তালিকা নির্বাচন কমিশনের(West Bengal State Election Commission) কাছে পাঠাতে হবে। এরপর ওই তালিকা যাচাই করে তারপরের ১৫ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে হবে। ওই খসড়া তালিকা আদালতে পেশ করতে হবে। তারপরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। তাৎপর্যপূর্ণ হল, গোটা প্রক্রিয়াই হবে আদালতের নজরদারিতে। অর্থাৎ কোনও ভাবেই কোনও পক্ষ এই নির্বাচনে কোনও গাজোয়ারি দেখাতে পারবে না। চলবে না কোনও বুথ দখল, রিগিং বা প্রক্সি ভোট। যে বা যারাই এই নির্বাচনে জিতুক না কেন তা স্বচ্ছতার সঙ্গেই জিততে হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সন্দেশখালি কাণ্ডের কিনারায় এখন শেখ শাহজাহানের ভাই আলমগীরই মূল ভরসা সিবিআইয়ের?

মালদায় নির্বাচনী প্রচারে খগেন মুর্মুকে গরু – ভেড়ার সঙ্গে তুলনা করলেন ফিরহাদ হাকিম

নাম বিভ্রাটের জেরে নিরাপরাধ গৃহবধূকে গ্রেপ্তার করে আদালতে এনে বাড়ি পৌঁছে দিল পুলিশ

তীব্র তাপপ্রবাহের মধ্যে কোথাও পুলিশ লাগালো গাছ, কোথাও আবার ডিউটির ফাঁকে করলেন রক্তদান

তীব্র দাবদাহ থেকে বাঁচতে শান্তিপুরে ব্যাঙের বিয়ে দিলেন গ্রামবাসীরা

কৃষ্ণনগরের দর্জি তাক লাগিয়ে দিলেন ১৪৪ বর্গফুটের লুডো তৈরি করে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর