এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

শুক্র বিকালেই প্রচার শেষ হচ্ছে শিলিগুড়িতে, আত্মবিশ্বাসী তৃণমূল

নিজস্ব প্রতিনিধি: কোভিড ঝড় কাটিয়ে আবারও নির্বাচন(Election) হচ্ছে শিলিগুড়ি মহকুমা পরিষদে(Siliguri Mahakuma Parishad)। আগামী রবিবার অর্থাৎ ২৬জুন সেখানে ভোটগ্রহণ করা হবে। তার আগে এদিন অর্থাৎ শুক্রবার বিকালেই সেখানে শেষ হচ্ছে প্রচারের(Campaign) সময়সীমা। শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া, ফাঁসিদেওয়া, নকশালবাড়ি ও খড়িবাড়ি এই ৪টি ব্লকের মহকুমা পরিষদের ৯টি আসনে, ৪টি পঞ্চায়েত সমিতির ৬৬টি আসনে এবং ২২টি গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসনে ভোট নেওয়া হবে আগামী রবিবার। ১৯৮৯ সালে তৈরি হওয়া শিলিগুড়ি মহকুমা পরিষদ প্রথম থেকেই রয়েছে বামেদের দখলে। এমনকি ২০১১ সালে বাংলার বুকে পরিবর্তন ঘটে গেলেও শিলিগুড়ি মহকুমা পরিষদের ক্ষমতা ধরে রাখে বামেরা। কিন্তু এবারের নির্বাচনে প্রচারের সময়ে উঠে আসা ছবি বলে দিচ্ছে হাওয়া ঘুরছে। আর সেই বদলের আভাস পেতেই এবার কোমর বেঁধে নেমে পড়েছিল তৃণমূল(TMC)। তাঁদের আশা এবার শিলিগুড়ি মহকুমা পরিষদ তাঁদের দখলে আসতে চলেছে।

বস্তুত এবারের নির্বাচনে তৃণমূল প্রচারের সময় থেকেই আগ্রাসী মনভাব নিয়েই মাঠে ঝাঁপিয়েছে। কেননা কয়েক মাস আগেই শিলিগুড়ি পুরনিগমে একক গরিষ্ঠতায় বোর্ড গড়েছে জোড়াফুল। আর সেটাও বাম ও বিজেপিকে(BJP) হারিয়ে। পরাস্ত হয়েছে কংগ্রেসও। একটা সময় মনে হচ্ছিল, শিলিগুড়ি মহকুমা পরিষদ এবার হয়তো বিজেপির দখলে যেতে পারে। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের পরে বাংলায় যেভাবে বিজেপি তার পায়ের নীচের মাটি হারিয়ে চলেছে তার আঁচ পড়েছে শিলিগুড়ির বুকেও। একে তো পুরনিগমের নির্বাচনে বিজেপি হেরেছে, আর সেই হারের জেরে বিজেপি শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে সেভাবে জোর দিতেও পারেনি। এবারেও এখানে তৃণমূলের সঙ্গে বামেদেরই মূলত লড়াই হতে চলেছে। বিজেপি ও কংগ্রেসের প্রার্থীরা আছে ঠিকই, কিন্তু তাঁরা কত শতাংশ ভোট পাবেন আর কটা আসন জিতবেন তা গবেষণার বিষয় হয়ে উঠেছে। কেননা কেউই জোর গলায় এদের সাফল্যের সম্ভাবনা নিয়ে কিছু বলতে পারছেন না। বিজেপি বা কংগ্রেসের কোনও বড় নেতাকেও এই এলাকায় প্রচারে আসতে দেখা যায়নি।

তবে তৃণমূল প্রথম থেকেই রাজ্যের নেতামন্ত্রী, বিধায়ক, সাংসদ থেকে তারকাদের প্রচারের কাজে নামিয়ে অনেকটাই জমি দখল করে বসে আছে। তাই এবারের তৃণমূলের প্রচারে দেখা গিয়েছে, কোথাও পুষ্পবৃষ্টি হচ্ছে তো কোথাও প্রবল বৃষ্টি মাথায় নিয়েও নির্বাচনী সভায় ভিড় করছেন আমজনতা। পদযাত্রা হোক কী হুড খোলা জিপে রোড শো, তৃণমূলের সমর্থনে প্রতিটি মিছিলে পা মিলিয়েছেন আমজনতা। ভোটযুদ্ধের ময়দানে প্রচারের এমন ছবি দেখে উজ্জীবিত ঘাসফুল শিবির। তাঁদের আশা শুধু মহকুমা পরিষদই নয়, ৪টি ব্লকের ৪টি পঞ্চায়েত সমিতিও এবার তাঁদের দখলে আসবে। সেই সঙ্গে জয় হবে ২২টি গ্রাম পঞ্চায়েতও। কার্যত তৃণমূল জ্বরে আক্রান্ত শিলিগুড়ি মহকুমা পরিষদের ২২টি গ্রাম পঞ্চায়েত এলাকা। তৃণমূল নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীভাণ্ডার, খাদ্যসাথী, দুয়ারে রেশন, স্বাস্থ্যসাথী, রূপশ্রী, কন্যাশ্রী, চা সুন্দরী প্রভৃতি প্রকল্পের সুবিধা পেয়েছেন গ্রামবাসীরা। তাই ভোট প্রচারে স্বতঃস্ফূর্তভাবে তাঁরা তৃণমূলের মিছিল, পদযাত্রা, সভায় শামিল হচ্ছেন। বিরোধীদের দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। কেননা আমজনতা তাঁদের পাশে নেই। বিরোধীদের যে কিছু দেওয়ার মতো ক্ষমতা নেই সেটা আমজনতা বেশ ভালই বুঝে গিয়েছেন। তাই তৃণমূল এবার চোখে বুঝে জয়ের মুখ দেখতে চলেছে।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোট মিটলেই দুয়ারে সরকার, ঘোষণা মমতার, নজরে রেশন কার্ড

নির্বাচন কমিশনের নির্দেশে নাকা চেকিং ইংলিশ বাজারে, ধরা পড়লো প্রচুর পরিমাণ মদ

বোলপুরে যুবকের সঙ্গে প্রণয়ের জের, গৃহবধূর মাথার চুল কেটে ঘরছাড়া করলেন গ্রামবাসীরা

‘২০০টা আসনও পাবে না বিজেপি, সব সমীক্ষা ভুয়ো’, দাবি মমতার

‘বুথের বাইরে কেন অশান্তি?’, মুখ্য নির্বাচনী আধিকারিককে ফোন ডেপুটি নির্বাচন কমিশনারের

‘মানুষ আছে দিদির পাশে’, ভোট দিয়ে বেরিয়েই জানালেন নির্মল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর