এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

গ্রাম পঞ্চায়েতে লাগু করতেই হবে ডিজিটাল লেনদেন, নির্দেশ কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি: গ্রাম বাংলা(Rural Bengal) কার দখলে থাকবে তা নিয়ে বাংলার মাটিতে যখন ভোট যুদ্ধ চলছে ঠিক তখনই কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার জারি করে দিল এক নয়া ফরমান। সেই ফরমানে বলা হয়েছে, দেশের প্রতিটি রাজ্যের প্রতিটি জেলায়, প্রতিটি ব্লকে, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে চালু করতে হবে ডিজিটাল লেনদেন(Digital Payment Service)। কেন্দ্রের যুক্তি, এই নয়া পদ্ধতি আর্থিক স্বচ্ছতা আনবে। আর্থিক অনিয়ম নিয়ে গ্রামবাসীদেরও কোনও অভিযোগ থাকবে না। কিন্তু কেন্দ্রের এই উদ্যোগে প্রশ্নও উঠছে বাংলার মাটিতে। প্রশ্ন রাজ্যের প্রান্তিক এলাকাগুলিতে এই ডিজিটাল লেনদেন বাস্তবায়িত করা যাবে তো? তার কারণ প্রত্যন্ত এলাকাগুলি Internet Service এখনও অনেক সময় মেলেই না। যেখানে পরিষেবাই মেলে না সেখানে ডিজিটাল লেনদেন কীভাবে বাস্তবায়িত হবে? টাকা পেমেন্টের সময় নেট পরিষেবা ব্যাহত হলে তখন কী হবে?

আরও পড়ুন আবারও নজর কাড়ল মমতার বাংলা, এবার শহুরে আবাস প্রকল্পে 

কেন্দ্রের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ১৫ অগস্টের মধ্যে দেশের প্রতিটি রাজ্যের প্রত্যেক পঞ্চায়েতে ডিজিটাল লেনদেন ব্যবস্থা কার্যকর করে তুলতে হবে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে রাখতে হবে QR Code ও UPI Payment’র সুবিধা। তবে বাংলায় এই ব্যবস্থা লাগু করতে খুব একতা হ্যাপা পোয়াতে হবে না। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এই রাজ্যের প্রায় সব সরকারি ক্ষেত্রেই Online Service চালু করে দিয়েছেন। বাংলার বুকে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ডিজিটাল লেনদেনের পরিকাঠামো গড়ে তুলতে সহযোগিতা করবে World Bank। একটি UPI Payment সংস্থার সঙ্গেও এই নিয়ে রাজ্যের আলোচনা চলছে। বাংলায় এখন Building Plan ও Trade License’র আবেদন Online-এ নেওয়া হয়। গ্রাম পঞ্চায়েতগুলির অন্য সকল পরিষেবার ফি-ও এবার Online-এ জমা দেওয়া যাবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল Tax। শহর-ঘেঁষা পঞ্চায়েতগুলির বাসিন্দারা এই পরিষেবা চালু হলে উপকৃত হবে এনিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু সমস্যা হবে রাজ্যের প্রান্তিক এলাকার গ্রামগুলিতে যেখানে এখনও Internet Service সব সময় মেলে না।

আরও পড়ুন Aadhar নিয়ে গুচ্ছের বদল আনল কেন্দ্র, উঠছে প্রশ্নও

কেন্দ্রের দাবি, এই পরিষেবা লাগু করে তাঁরা আদতে গ্রামীণ এলাকাতেও নগদ লেনদেনের ওপর নির্ভরতা কমাতে চাইছে। যদিও বিরোধীদের দাবি, মোদির স্বপ্নের Digital India প্রকল্পকে পরিপূর্ণতা দিতে মরিয়া হয়ে উঠেছে কেন্দ্র সরকার। তাই রীতিমত ফরমান জারি করে চলতি বছরের ১৫ অগস্টের মধ্যে দেশের সব গ্রাম পঞ্চায়েতে ডিজিটাল লেনদেন ব্যবস্থা কার্যকর করতে বলা হয়েছে। যদি সেটা সম্ভব হয় তাহলে সেই সাফল্যকে ২৪’র ভোট যুদ্ধে কাজে লাগাবে গেরুয়া শিবির। কিন্তু প্রশ্ন যেখানে Internet Service সব সময় মেলে না সেখানে কীভাবে বাস্তবায়িত হবে Digital India প্রকল্প? বাংলার বুকে সুন্দরবন, জঙ্গলমহলসহ এমন কিছু জায়গা রয়েছে, যেখানে এখনও সবার হাতে স্মার্টফোন পৌঁছায়নি। ফলে পঞ্চায়েতের পরিষেবা নিতে তাঁরা টাকা জমা দেবেন কীভাবে? যখন ঠিকমতো Internet Service মেলে না, তখন তা পঞ্চায়েতে কীভাবে পাওয়া যাবে? সব থেকে বড় কথা খোদ কেন্দ্রের হিসেবেই বলছে, দেশে স্মার্ট ফোন ব্যবহারকারীর সংখ্যা ৬০ কোটির মতো। অর্থাৎ এই কাজে প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা লোকজন অসংখ্য। তাহলে কোন প্রেক্ষিতে এই পদক্ষেপ করতে মরিয়া কেন্দ্র? স্পষ্ট নয়। আবার এই পরিষেবা চালু করতে ঘুরিয়ে চাপও দেওয়া হয়েছে পঞ্চায়েতগুলির অপর। যেমন ২০২৪ সাল থেকে ‘সেরা পঞ্চায়েত’ পুরস্কারের জন্য Digital Payment  কার্যকারিতা হতে চলেছে অন্যতম শর্ত।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘উনি কেন এখনও ফর্ম ফিলাপ করেননি?’, নাম না করে শান্তনুকে CAA খোঁচা মমতার

সন্দেশখালির শেখ শাহজাহানের ডান হাত মিজানুর রহমান বিরুদ্ধে জমি হাতানোর অভিযো

‘এখন থেকে আমি আর মোদিবাবুর নাম নেব না, বড্ড মিথ্যে কথা বলেন’

বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করেই মৃত্যু মাধ্যমিক উত্তীর্ণ  ছাত্রীর

তেহট্টে বিজেপিকে কাঠগড়ায় তুলে মহুয়ার হয়ে ব্যাটন ধরলেন মমতা

IAS, IPS অফিসারদের ফোন করে চাপ বিজেপি হয়ে কাজ করার জন্য, বিস্ফোরক অভিযোগ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর