এই মুহূর্তে




‘‌দেশে জরুরি অবস্থার মতো পরিস্থিতি, মানুষ ক্ষমা করবেন না’‌, স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলার ভোটারদের অধিকার রক্ষার্থে বুধবার মালদার সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর সপ্তমে তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভা থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়েও সরব হন তিনি। মালদা এবং মুর্শিদাবাদে যে নদী ভাঙনের ঘটনা ঘটত তাতে কেন্দ্রীয় সরকার কোনও সাহায্য করেনি। বরং বাংলা ২০০ কোটি টাকা দিয়ে সমস্যার সমাধান করেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। বহুবার বলার পরও কেন্দ্রের পক্ষ থেকে ফরাক্কায় ড্রেজিং করা হয় না। সেই অভিযোগও তুলেছেন মুখ্যমন্ত্রী।

এদিন চড়া সুরে দেশে জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বংলাকে বঞ্চনা নিয়েও কেন্দ্রকে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে বলেন, ‘জোর করে যদি আপনারা জরুরি অবস্থা জারি করতে চান, তবে মানুষ ক্ষমা করবে না। আজ দিল্লিতে ক্ষমতায় আছো, কাল থাকবে না। সব দখল করতে চাইছো। মনে রাখা দরকার, বিহার আর বাংলা এক নয়। বাংলা দখল করা তো দূর অস্ত।’‌

এদিকে এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি জানান, তাড়াহুড়ো করে এসআইআর চালু করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘এসআইআর করেছেন অমিত শাহ। চালাকির দ্বারা মহৎ কাজ হয় না। কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। কারও নাম বাদ যাবে না। আপনারা ভয় পাবেন না। সবই তো দখল করছ। সারা ভারতবর্ষ দখল করে লজ্জা হয় না। দখল করো কিন্তু গণতান্ত্রিক পথে। তবে জোর করে কিছু দখল করতে গেলে জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয়।’‌

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত রইল, মন্তব্য শিক্ষামন্ত্রীর

প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল, অভিজিতের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চের

লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক কি বাড়ছে? মালদা থেকে বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

সিঁথিতে গাড়ি রাখা নিয়ে বচসা, রিভলবার থেকে গুলি ছুঁড়লেন অটোচালক

‘আমি ভোট চাইতে আসিনি, দুশ্চিন্তায় পাশে দাঁড়াতে এসেছি’, বার্তা মমতার

হুমায়ুনে হাড়হিম, বাবরি মসজিদের শিলান্যাসের আগে আগাম গ্রেফতারির নির্দেশ রাজ্যপালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ