32ºc, Haze
Sunday, 2nd April, 2023 5:32 pm
নিজস্ব প্রতিনিধি: জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে মালদা থেকে হেলিকপ্টারে বীরভূম জেলার বোলপুরের ডাকবাংলো মাঠে যাবেন তিনি। ওই সভা সরকারি। সেখান থেকে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে সুবিধাপ্রাপ্তির নথি। বিতরণ করা হতে পারে সাইকেল। দেউচা পচামি প্রকল্পের জমিদাতাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হতে পারে সরকারি কাজের নিয়োগপত্র। মুখ্যমন্ত্রীর এই জেলা সফরে ছবি থাকবে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোনও ছবি থাকবে না কেষ্টর (ANUBRATA MONDAL)। কারণ তিনি বিচারাধীন।
শনিবার হয়েছিল তৃণমূল জেলা কমিটির বৈঠক। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী। কড়া নির্দেশ, অনুব্রত বিচারাধীন। তাই তাঁর ছবি থাকবে না কোথাও। তাঁকে নিয়ে কোনও কথাও বলা হবে না। কোর কমিটির অন্যতম সদস্য অভিজিৎ সিংহ বলেন, ওঁ বিচারাধীন। তাই এই সিদ্ধান্ত। দলের জেলামুখপাত্র মলয় মুখোপাধ্যায় বলেন, দাদার ছবি হৃদয়ে আছে। তবে আইনি জটিলতা থাকাতেই এই সিদ্ধান্ত।
উল্লেখ্য, তৃণমূলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে ব্যক্তি নয়, সবার ওপরে দল। বলা হয়েছে, কেউ দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে দল। অপরাধীর পাশে থাকবে না তৃণমূল। সেই সঙ্গে এও অভিযোগ, বিজেপি পরিচালিত কেন্দ্র রাজনৈতিক প্রতিহিংসার জন্য নিজেদের ইচ্ছেমত কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে বিজেপি বিরোধী দলকে হেনস্থা করছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মেঘালয় সফরের আগে বলেছেন, আদালতে বিচারাধীন বিষয়ে কোনও মন্তব্য করা যাবে না। রাজনৈতিক মহল মনে করছে, তাই থাকছে না অনুব্রত মণ্ডলের ছবি।