এই মুহূর্তে




বেঁচে থেকেও ভোটার তালিকায় মৃত, ডেথ‌ সার্টিফিকেট নিতে পুরসভায় হাজির কোচবিহারের পূর্ণ সাহা

নিজস্ব প্রতিনিধি, কালনা : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাংলায় হয়েছে SIR-র কাজ। ভোটার তালিকার খসড়াও প্রকাশিত হয়েছে। খসড়া তালিকা প্রকাশের আগে প্রকাশিত হয়েছে বাতিল যাওয়া নামের তালিকা। সেই তালিকায় রয়েছে মৃত, ডুপ্লিকেড ও স্থানান্তরিত ভোটাররা। কিন্তু জীবিত ভোটারদের অনেকের নাম মৃত ভোটারের তালিকায় ঢুকে গিয়েছে বলে অভিযোগ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এমন ছবি আসছে খসড়া তালিকা প্রকাশের পরেই। হাওড়া, হুগলি, আসানসোল, কালনা, কোচবিহারে খসড়া তালিকার সৌজন্যে জীবিত ভোটার হয়ে গিয়েছেন মৃত।

খসড়া তালিকায় কালনার ১২ নম্বর ওয়ার্ডের কালীনগরপাড়ার বাসিন্দা পূর্ণ সাহার নামও রয়েছে সেই মৃতের তালিকায়। জীবিত থাকার পরেও নিজেকে মৃত অবস্থায় দেখে মৃত্যুর শংসাপত্র নিতে সোজা পৌঁছে গিয়েছেন কালনা পুরসভায়। কালনার মহকুমাশাসক বলেছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। তারপরেই এই ঘটনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, পশ্চিম বর্ধমানের বারাবনির সালানপুর গ্রামেও একই ছবি। মাঝিপাড়ার বাসিন্দা ৭০ বছরের ভীমচন্দ্র মণ্ডলের নামও রয়েছে মৃতের তালিকায়। পাশাপাশি তাঁর বোনের নামও রয়েছে মৃতের তালিকায়। কিন্তু কী করে এই ভুল হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

হুগলির ডানকুনির তৃণমূল কাউন্সিলার সূর্য দে-র নামও রয়েছে মৃতের তালিকায়। প্রতিবাদে শ্মশানে গিয়ে বসেছিলেন তিনি। চুঁচুড়া বিধানসভার নলডাঙার বৃদ্ধ দম্পতি স্নেহময় ও শিখা ভট্টাচার্যের বড় ছেলে দেবময় ভট্টাচার্যকেও মৃত বলে দেখানো হয়েছে। কী করে এই ধরনের ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। জীবিত থাকার পরেও কী করে মৃতের তালিকায় তাঁদের নাম উঠল, তার তদন্ত শুরুর কথা বলা হয়েছে। দুর্গাপুরের ২২ জন ভোটারকে ‘খুঁজে পাওয়া যাচ্ছে না’ বলে উল্লেখ করা হয়েছে। অথচ তাঁরা রয়েছেন নিজের জায়গাতে। মহকুমাশাসক ২২ জনকেই ৬ নম্বর ফর্ম ফিল আপ করার পরামর্শ দিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দু’টি এনুমারেশন ফর্ম জমা দেওয়ার অভিযোগে এবার ভোটারকে শোকজ ল্যাজেগোবরে হওয়া কমিশনের

‘আমার সুনাম নষ্ট করা হচ্ছে’, মেসির দলের ফ্যান ক্লাবের কর্তার বিরুদ্ধে লালবাজারে অভিযোগ সৌরভের

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের পরই বাংলায় আসছেন অমিত শাহ, কবে আসবেন?‌ তৎপর পদ্ম নেতারা

৫ লক্ষ টাকা পণ দিতে না পারায় ২২ বছরের তরুণীকে পিটিয়ে হত্যা, বারাসতে গ্রেফতার স্বামী

দুর্গা অঙ্গনের শিলান্যাস কবে? বাণিজ্য সম্মেলনের মঞ্চে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

‘সব ধর্মের অনুষ্ঠান পালন করি’, কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ