এই মুহূর্তে

সৌদিতে কাজে গিয়ে মৃত্যু বাংলার যুবকের, অথৈ জলে পরিবার

নিজস্ব প্রতিনিধি: সংসার সামলাতে রুটিরুজির টানে কাজে গিয়েছিলেন ভিনদেশে। আর সেখানে গিয়ে ঘটল বিপত্তি। সৌদি আরবে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন বাংলার যুবক। মুর্শিদাবাদ জেলার কান্দির বড়ঞা থানার বদুয়া গ্রামের বাসিন্দা ওই যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ছেলের মৃত্যুতে অথৈ জলে পড়েছে পরিবার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার কান্দির বড়ঞা থানার বদুয়া গ্রামের বাসিন্দা আলি হোসেন শেখ। ৩৪ বছর বয়স তাঁর। সৌদি আরবে শ্রমিকের কাজে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে এমন ঘটনা ঘটবে তা স্বপ্নেও ভাবেননি কেউ। মৃত যুবকের পরিবার সূত্রে খবর, বুধবার অন্যান্য দিনের মতো আলি হোসেন বাড়িতে ফোন করেছিলেন। ফোনে কথা বলার সময় বাড়ির লোককে মাথায় যন্ত্রণা হচ্ছে বলে জানান। এর পর কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দেন। এর পর ওইদিনই বাড়িতে আলি হোসেনের মৃত্যু সংবাদ আসে। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে পাড়ার বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন প্রতিবেশীরা। গ্রামের ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় খোরজুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজীবউদ্দিন আহমেদ জানান, অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান আলি হোসেন। অভাবের সংসারে হাল ফেরানোর জন্য তিনি বছরখানেক আগে সৌদি আরবে কাজে গিয়েছিলেন। এই বছর রমজানের ঈদে বাড়ি ফেরার কথাও ছিল তাঁর। তবে শেষ পর্যন্ত আর বাড়ি ফেরা হল না। আলি হোসেন যে গ্রামের বাসিন্দা, সেই গ্রামের বাসিন্দারা প্রশাসনকে অনুরোধ জানিয়েছে আলি হোসেনের দেহ বাড়িতে ফিরিয়ে আনার জন্য। অন্যদিকে প্রশাসনিক কর্তারা মৃত আলি হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে দেহ ফেরানোর জন্য তৎপরতা শুরু করেছে প্রশাসনের আধিকারিকরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রির ঘরে

ঘাটাল লোকসভা জিততে গেলে মানুষের ভালোবাসা আদায় করতে হবে: দেব

কৃষ্ণনগরে আবার ইডি এলে সরপুরিয়া খেয়ে যাবে, খোঁচা মহুয়ার

শেখ শাহজাহানের জামিনের আর্জি খারিজ, জেল হেফাজতের নির্দেশ

রাজ্যে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অলোক সিনহা

চাই পুরসভা, চাই পূর্ণাঙ্গ থানা, গলা তুলছে আমোদপুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর