তৃণমূল কর্মী খুনের ঘটনায় প্রাক্তন বাম বিধায়কের যাবজ্জীবন কারাদণ্ড

Published by:
https://www.eimuhurte.com/wp-content/uploads/2021/09/em-logo-globe.png

Koushik Dey Sarkar

22nd December 2022 5:53 pm

নিজস্ব প্রতিনিধি: অবশেষে রায় এল। জয় হল সত্যের। ৩৪ বছরের বাম জমানায় ঠিক কীরকম লাল সন্ত্রাস তথা হার্মাদ শাসন চলেছিল তা বৃহস্পতিবার নতুন করে সামনে চলে এল আদালতের রায়ে। ২০১০ সালের ২৯ জুন বাঁকুড়া(Bankura) জেলার তালডাংরার(Taldangra) রাজপুর গ্রামে তৃণমূল কর্মী(TMC Worker) মদন খানকে(Madan Khan) গুলি করে হত্যা করা হয়েছিল। সেই ঘটনায় এদিন বিধাননগরের এমপি-এমলএ কোর্ট প্রাক্তন সিপিএম বিধায়ক(CPIM MLA) মনোরঞ্জন পাত্র(Monoranjan Patra) সহ তিনজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে তাদের ৩জনকেই ৫০ হাজার টাকা করে জরিমানা ধার্য করেছে আদালত। জরিমানা না দেওয়া হলে আরও ৬ মাস করে সাজা ভোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার জেরে আদালতকে ধন্যবাদ জানিয়েছেন নিহত তৃণমূল কর্মীর পরিবার।

আরও পড়ুন বন্দে ভারতে ব্রাত্য মমতার রামপুরহাট, ক্ষুব্ধ তৃণমূল

২০১০ সালের ২৯ জুন সন্ধ্যায় বাঁকুড়ার তালডাংরার রাজপুর গ্রামে নৃশংসভাবে খুন হন তৃণমূল কংগ্রেস কর্মী মদন খান। তাঁকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই ঘটনায় মদন খানের ছেলে ইসমাইল খান তৎকালীন তালডাংরার সিপিএম বিধায়ক মনোরঞ্জন পাত্র সহ ২১ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। খুনের পরদিন ৩০ জুন তালডাংরা থানায় অভিযোগ দায়ের হয়েছিল। খুনের কারণ হিসাবে উঠে এসেছিল যে তৃণমূল কর্মী মদন খানকে অভিযুক্তরা তৃণমূল ছাড়ার জন্য চাপ দিচ্ছিল। অথবা, তাঁকে সিপিএমে যোগ দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু, তিনি তৃণমূল কংগ্রেস ছাড়তে চাননি। সেই কারণেই তাঁকে হত্যা করা হয়েছিল। ঘটনার অন্যতম অভিযুক্ত আজবাহার খান গুলিটি চালিয়েছিল। খুনের পর মৃতদেহ লোপাটের চেষ্টাও করা হয়েছিল। সেই খুনের ঘটনা ঘটানোই হয়েছিল বাম বিধায়কের নির্দেশে। এমনই দাবি ছিল মদনবাবুর পরিবারের। রাজ্যে পরিবর্তনের পরে একে একে ওই ২১জন গ্রেফতার হন পুলিশের হাতে।

আরও পড়ুন হাইকোর্টে খারিজ ঝালদা পুরসভা নিয়ে কংগ্রেসের মামলা

দীর্ঘ ১২ বছর ধরে সেই খুনের ঘটনার মামলা চলে আদালতে। প্রথমে বিষ্ণুপুর মহকুমা আদালতে, তারপরে বাঁকুড়া জেলা আদালতে। সেখান থেকে মামলা আসে কলকাতা হাইকোর্টে, শেষে সেই মামলা স্থানান্তরিত হয় বিধাননগরের এমপি-এমএলএ কোর্টে। সেখানেই গতকাল অর্থাৎ বুধবার মনোরঞ্জন পাত্র, জিতেন পাত্র এবং আজবাহার খানকে দোষী সাব্যস্ত করে। বাকি ১৮জনকে খুনের মামলা থেকে অব্যাহতি দেয় আদালত। গতকালই জানিয়ে দেওয়া হয় এদিন রায় দেওয়া হবে। সেই মতন এদিন মনোরঞ্জন পাত্র, জিতেন পাত্র এবং আজবাহার খানকে দোষী সাব্যস্ত করে এমপি-এমএলএ কোর্টের বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য ৩জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।

More News:

Leave a Comment

Don’t worry ! Your email & Phone No. will not be published. Required fields are marked (*).

এক ঝলকে

জেলা ভিত্তিক সংবাদ

Alipurduar Bankura PurbaBardhaman PaschimBardhaman Birbhum Dakshin Dinajpur Darjiling Howrah Hooghly Jalpaiguri Kalimpong Cooch Behar Kolkata Maldah Murshidabad Nadia North 24 PGS Jhargram PaschimMednipur Purba Mednipur Purulia South 24 PGS Uttar Dinajpur

Subscribe to our Newsletter

396
মিশন দিল্লি, পিকের চাণক্যনীতি কতটা কাজ দিল মমতার?

You Might Also Like