এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

২৪’র ভোটে বাংলায় ১২ আসনে প্রার্থী দিতে চায় কংগ্রেস, নারাজ তৃণমূল

কৌশিক দে সরকার: গ্রাম বাংলার রায়ে দেখা যাচ্ছে কংগ্রেস সারা রাজ্যে গ্রাম পঞ্চায়েত স্তরে ২৬০৬টি আসন দখল করেছে। আর সেই জয়ের সুবাদে এখন বাংলার(West Bengal) প্রদেশ কংগ্রেস(INC) নেতৃত্ব চাইছে তৃণমূলের(TMC) সঙ্গে জোটের দরজা খুলে রেখে ২৪’র ভোটে(General Election 2024) ১২টি আসনে প্রার্থী দিতে। এই ১২টি আসন হল – আলিপুরদুয়ার, দার্জিলিং, রায়গঞ্জ, উত্তর মালদা, দক্ষিণ মালদা, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, কৃষ্ণনগর, বসিরহাট, পুরুলিয়া ও বীরভূম। কিন্তু কংগ্রেসের এই আসন রফা মেনে নেওয়ার ইঙ্গিত মেলেনি রাজ্যের শাসক দল তৃণমূলের তরফে। যেহেতি দেশে এখন মোদি ও বিজেপি(BJP) বিরোধী একটি সার্বিক জোট গড়ার প্রক্রিয়া চলছে এবং তাতে কংগ্রেস ও তৃণমূল উভয়ই জড়িয়ে আছে তাই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও দলের নেতানেত্রীরাই মুখ খুলতে চাইছে না। তবে তৃণমূল নিজেদের জমি ছাড়তে নারাজ, বিশেষ করে পঞ্চায়েতে নজর কাড়া সাফল্যের পরে। তাই তৃণমূল শুধু রাজ্যের ৪২টি আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়ে রাখছে তাই নয়, এই ৪২টি কেন্দ্রেই জয় ছনিয়ে আনতে কোমর বেঁধে নামছে তাঁরা।  

পঞ্চায়েতের রায়ে দেখা যাচ্ছে, গ্রাম পঞ্চায়েত স্তরে বিরোধীরা যে সাফল্য পেয়েছে তার ধারেকাছে সাফল্য তাঁরা পায়নি পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ স্তরে। সেখানে শুধুই তৃণমূলের জয়জয়কার। এর কারণ হিসাবে উঠে আসছে জোট তত্ত্ব। গ্রাম পঞ্চায়েত স্তরে অঘোষিত ভাবেই স্থানীয় এলাকা ভিত্তিক বোঝাপড়ার ভিত্তিতে তৃণমূলের বিরুদ্ধে সার্বিক জোট গড়ে তুলেছিল বিরোধীরা। সেই জোটে বাম, কংগ্রেস, বিজেপি, কুড়মি, আইএসএফ, নকশাল সকলেই ছিল। কিন্তু এই জোটটাই পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ স্তরে গড়ে ওঠেনি। আর তার জেরে বিরোধীদের সাফল্য আটকে দিয়েছে গ্রাম পঞ্চায়েত স্তরেই। লোকসভা নির্বাচনে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে এই সার্বিক জোট হওয়া বাংলার মাটিতে অনেকটাই কঠিন। কেননা বিজেপি যেমন রাজ্যের ৪২টি আসনেই প্রার্থী দেবে তেমনি প্রার্থী দেবে বাম-কংগ্রেসও। সেই নির্বাচনে তাঁরা কখনই তৃণমূলের বিরুদ্ধে একের বিরুদ্ধে একজন করে প্রার্থী কিন্তু দিতে পারবে না। ৪-৫টি আসনহে হয়তো সেই সার্বিক জোট হতে পারে, কিন্তু কখনই ৪২টি কেন্দ্রে তা হবে না।

তবে তৃণমূলের বিরুদ্ধে বিরোধীরা লোকসভা নির্বাচনে সার্বিক জোট গড়ে তুলতে না পারলেও উত্তর দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদের বুকে বেশ বেগ দেবে কংগ্রেস। কেননা পঞ্চায়েতের পরিসংখ্যান বলছে কংগ্রেস গ্রাম পঞ্চায়েত স্তরে যে সাফল্য অর্জন করেছে তা এই ৩ জেলা থেকেই। এমনকি জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতে হাতে গোনা যে সব কংগ্রেস প্রার্থী এই রাজ্যে জয়ী হয়েছে তাও এই ৩ জেলা থেকেই। একই সঙ্গে এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে কংগ্রেসের এই জয়ের নেপথ্যে কাজ করেছে সংখ্যালঘু ভোটের প্রত্যাবর্তন। রাজ্যের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কের ৮০ শতাংশই এখনও তৃণমূলের সঙ্গেই আছে। কিন্তু বাকি ২০ শতাংশের মধ্যে অর্ধেক সংখ্যালঘু ভোট এবারে কংগ্রেসের ঘরে ফিরেছে। বাংলার বুকে কংগ্রেসের যাবতীয় নির্বাচনী সাফল্যের পিছনে কাজ করেছে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক। কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি হওয়ার দীর্ঘকাল পর্যন্তও মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরের সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক কংগ্রেসের সঙ্গেই ছিল। আর তার জেরেই এই ৩ জেলায় তৃণমূলে কোনও নির্বাচনেই সেভাবে সাফল্যের মুখ দেখতে পারত না। কিন্তু বাংলার বুকে বিজেপির উত্থান সেই হিসাব বদলে দেয়। বিজেপিকে ঠেকাতে বাংলার সংখ্যালঘুরা তৃণমূলের ছত্রছায়ায় চলে আসে ও একুশের ভোটে বিজেপির জয়যাত্রা রুখে দেয়।

কিন্তু সেই সংখ্যালঘু ভোটব্যাঙ্ক হাতছাড়া হওয়ার জন্যই বাংলার বিধানসভা থেকে তো বটেই মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরের মাটি থেকে বিলুপ্ত হয় কংগ্রেস। এবারের পঞ্চায়েত নির্বাচনে সেই সংখ্যালঘু ভোট আবারও কংগ্রেসের ঘরে ফেরার ইঙ্গিত মিলেছে ওই ৩ জেলাতে। আর সেই সাফল্যে ভর দিয়েই এখন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এই রাজ্যের তৃণমূলের সঙ্গে জোটের দরজা খুলে রেখে ১২টি আসনে প্রার্থী দিতে চাইছে। যদিও এই ধরনের জোটে যেতে নারাজ তৃণমূল। তাঁদের দাবি, দেশে যে মোদি ও বিজেপি বিরোধী জোটের তোড়জোড় চলছে তাতে আগেই পরিষ্কার করে দেওয়া হয়েছে যে রাজ্যে যে শক্তিশালী তাঁরা সেই রাজ্যে প্রার্থী দেবে বিজেপির বিরুদ্ধে। সেই হিসাবে বাংলার মাটিতে তৃণমূল শক্তিশালী, তাই তৃণমূলই এখানে বিজেপির বিরুদ্ধে ৪২টি আসনেই প্রার্থী দেবে। কংগ্রেস আলাদা করে প্রার্থী দিলে তা জোট ভাঙার সামিল হবে। বড্ড জোর জোট সৌজন্যের খাতিরে বাংলার বুকে উনিশের ভোটে কংগ্রেসের জেতা ২টি আসনে হয়তো তৃণমূল ছেড়ে দিতে পারে। কিন্তু তার বেশি কিছু নয়। আর কংগ্রেস যে সাফল্যের কথা বলছে সেই সূত্রে তাঁদের মনে রাখা উচিত কংগ্রেস যত আসনে পঞ্চায়েতে জয়ী হয়েছে তার ১৫গুণ বেশি আসনে তৃণমূল জয়ী হয়েছে। মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরেই দল ৬ হাজারের বেশি আসনে জয়ী হয়েছে। তাহলে শক্তিশালী কে!

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দুর্গাপুরে ফের চোট পেলেন মুখ্যমন্ত্রী, হেলিকপ্টারে বসতে গিয়ে বিপত্তি

প্রচারে বেরিয়ে হিট স্ট্রোক, প্রাণ হারালেন মুর্শিদাবাদের তৃণমূল নেতা

ভোটগ্রহণের মাঝে কেন সন্দেশখালিতে সিবিআই অভিযান, কমিশনকে নালিশ তৃণমূলের

হাওড়ার ডুমুরজলায় হচ্ছে না মোদির সভা, বড় ধাক্কা রথীনের

দ্বিতীয় দফার জনমতও অনুকূলে থাকবে, দাবি তৃণমূলের, চাপে বিজেপি

নদিয়ায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনাই মৃত্যু হল এক যুবকের, শোকের ছায়া পরিবারে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর