এই মুহূর্তে




ইসলামপুরে স্বামীর রহস্যজনক মৃত্যু, স্ত্রীর বিরুদ্ধে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ইসলামপুর:উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রামকৃষ্ণপল্লী(Ramkrishnapally) এলাকায়। শুক্রবার সকালে নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় টিংকু নন্দী (Tinku Nandy)ওরফে তাপসের দেহ। স্বামীর পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী সুতপা বলের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে টিংকুর মা সন্ধ্যা নন্দী ঘরে গিয়ে দেখতে পান তার ছেলে জানালার সঙ্গে শাড়ি দিয়ে ঝুলছে। ঘটনার পরেই তিনি চিৎকার করতে থাকলেও কেউ না আসায় নিজেই একটি বটি দিয়ে শাড়ি কেটে দেন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ, চার বছর আগে ইসলামপুর ব্লকের অজিতবাস কলোনির(Ajitbas Colony) বাসিন্দা সুতপা বলের সঙ্গে বিয়ে হয় টিংকুর। তবে কিছুদিন ধরেই সুতপার অন্য এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি পরিবারের। পাশাপাশি টাকা-পয়সা নিয়েও দু’জনের মধ্যে অশান্তি লেগেই থাকত।টিংকুর পরিবারের অভিযোগ, তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার (Ishlampur P.S.)পুলিশ।

ইতিমধ্যেই সন্দেহের ভিত্তিতে সুতপা বলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। দেহ ময়না তদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ওই পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ প্রতিবেশীদের বয়ান রেকর্ড করেছে।আটক স্ত্রীর মোবাইল ফোনের তথ্য ঘেঁটে দেখছে পুলিশ। কি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়শই গোলমাল হত তা জানার চেষ্টা করছে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিনা হেলমেটে কৈখালিতে স্কুটির চাকা পিছলে গেলে কোলের বাচ্চাকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল মায়ের

বিহারের ফলাফল দেখে যারা পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াচ্ছেন , এত বাড়াবাড়ির প্রয়োজন নেই, মন্তব্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের

‘মমতা ছিলেন, আছেন এবং থাকবেন’, বিহারের ফলকে গুরুত্ব দিতে নারাজ ফিরহাদ

দিল্লির সুলতানপুরী গ্যাং- এর মাস্টারমাইন্ড সহ তিন দুষ্কৃতী সাঁতরাগাছিতে গ্রেফতার

নিউটাউনে পেট্রোল পাম্পের কাছে ভয়াবহ আগুন, মাঝরাস্তায় জ্বলছে ট্যাঙ্কার

নিকট আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয় পত্র তৈরির অভিযোগ বাংলাদেশি যুবকের বিরুদ্ধে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ