এই মুহূর্তে

জলপাইগুড়ি পুরসভায় লকডাউন! সিদ্ধান্ত ঘিরে বিতর্ক

নিজস্ব প্রতিনিধি: শহরে কোভিড ঠেকাতে উত্তরবঙ্গের জলপাইগুড়ি পুরসভা কর্তৃপক্ষ আগামী ১৯, ২২, ৩০ ও ৩১ জানুয়ারি সম্পূর্ণ লকডাউন লাগু করার কথা ঘোষণা করল। এই ৪দিন জলপাইগুড়ি পুরসভা এলাকায় কেবলমাত্র ওষুধের দোকান ছাড়া বাকি সমস্ত রকমের দোকানবাজার, হাট এমনকি গণপরিবহণও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিকেলে জলপাইগুড়ি পুরসভায় জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের উপস্থিতিতে জলপাইগুড়ি পুরসভার কনফারেন্স হলে পুলিশ, ব্যাবসায়ী সংগঠন ও অন্যান্য সংগঠনগুলির উপস্থিতিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু এই সিদ্ধান্তকে ঘিরেই এখন বিতর্ক দেখা দিয়েছে নানা মহলে। কেননা রাজ্যের বেশ কিছু পুরসভা ও গ্রামীণ এলাকায় কোভিড ঠেকাতে পর পর বেশ কয়েকদিন বা সপ্তাহে একদিন করে দোকানবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কোথাও গণপরিবহণ বন্ধ রাখার কথা বলা হয়নি। জলপাইগুড়িতে কিন্তু সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

১৬ জানুয়ারি রাতে রাজ্য স্বাস্থ্য দফতর যে কোভিড রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই এই লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জলপাইগুড়ি পুরসভা কর্তৃপক্ষ। সেই রিপোর্ট বলছে জলপাইগুড়ি জেলায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা দেড় হাজারের কিছুটা বেশি। শেষ ২৪ ঘন্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৩জন। মারা গিয়েছেন ২জন। এর থেকেও খারাপ অবস্থা হয়েছে রাজ্যের একাধিক জেলা। অথচ সেখানে কোভিড ঠেকাতে দোকানবাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও গণপরিবহণের ওপর কোনও নির্দেশ জারি হয়নি। জলপাইগুড়ি পুরসভায় কী এমন হল যে গণপরিবহণও বন্ধ করে দেওয়া হল, সেই প্রশ্নটাই উঠে গিয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বিষয়টি সম্ভবত পুনর্বিবেচনার জন্য নির্দেশ যেতে পারে জলপাইগুড়ি মহকুমা শাসকের কাছে। কেননা রাজ্য সরকার কোনও ভাবেই চায় না এই ধরনের লকডাউন করা হোক কোথাও। সাম্প্রতিক কালে বেশ কিছু জেলায় মেলাও বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে রাজ্য সরকার মেলা নিয়ে নতুন করে নির্দেশিকা জারি করে তা আয়োজনের রাস্তা খুলে দিয়েছে। এই অবস্থায় জলপাইগুড়ি পুরসভা কর্তৃপক্ষ কীভাবে গণপরিবহণের সিদ্ধান্ত নিল তা নিয়ে প্রশাসনিক মহলেও প্রশ্ন উঠে গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রির ঘরে

ঘাটাল লোকসভা জিততে গেলে মানুষের ভালোবাসা আদায় করতে হবে: দেব

কৃষ্ণনগরে আবার ইডি এলে সরপুরিয়া খেয়ে যাবে, খোঁচা মহুয়ার

শেখ শাহজাহানের জামিনের আর্জি খারিজ, জেল হেফাজতের নির্দেশ

রাজ্যে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অলোক সিনহা

চাই পুরসভা, চাই পূর্ণাঙ্গ থানা, গলা তুলছে আমোদপুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর