এই মুহূর্তে




ঝাড়গ্রাম জেলায় ১৫৫টি নতুন ও পুরনো রাস্তার উন্নয়নমূলক কাজ শুরু, ব্যয় হবে ১২৮ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ‘পথশ্রী’–’রাস্তাশ্রী’–৪ প্রকল্পের শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের গ্রামীণ ও শহরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ২০,০৩০ কিলোমিটার রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে এই বৃহৎ প্রকল্পগুলির শিলান্যাস করেন তিনি। পথশ্রী প্রকল্পের হাত ধরে ঝাড়গ্রাম জেলায় মোট ১৫৫টি নতুন ও পুরনো রাস্তার উন্নয়নমূলক কাজের সূচনা হল। ঝাড়গ্রাম জেলার এই ১৫৫টি রাস্তা মিলিয়ে মোট ২৬৪ কিলোমিটার পথের উন্নয়নে ব্যয় হচ্ছে প্রায় ১২৮ কোটি টাকা।

জেলার বিভিন্ন ব্লকে রাস্তা নির্মাণ ও সংস্কারের এই উদ্যোগের মধ্যে বিনপুর-১ ব্লকে ৬টি, বিনপুর-২ ব্লকে ২৪টি, গোপীবল্লভপুর-১ ব্লকে ৫টি, গোপীবল্লভপুর(Gopibalalvpur)-২ ব্লকে ১৩টি, জামবনি ব্লকে ৯টি, ঝাড়গ্রাম ব্লকে ২৩টি, নয়াগ্রাম ব্লকে ৮টি এবং সাঁকরাইল ব্লকে ৬৫টি রাস্তার শিলান্যাস ও উদ্বোধন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও বিরবাহা হাঁসদা, জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর, নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুর বিধানসভার ডঃ খগেন্দ্রনাথ মাহাত, দেবনাথ হাঁসদা সহ অন্যান্য প্রশাসনিক ও পুলিশ আধিকারিকেরা। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বাংলা আজ উন্নয়নের পথে দৃঢ়ভাবে এগোচ্ছে।

মুখ্যমন্ত্রীর উদ্যোগে ‘পথশ্রী’ প্রকল্প রাজ্যের উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এজন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(CM Mamata Banerjee) ধন্যবাদ জানান। অন্যদিকে, ঝাড়গ্রামের জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর বলেন, ঝাড়গ্রামের সবুজ অরণ্য, লালমাটি ও সংস্কৃতির টানে পর্যটকরা আগেই আকৃষ্ট হন। এখন রাস্তা উন্নয়নের ফলে পর্যটকের টান আরও বাড়বে, যা জেলার জন্য এক বড় উপহার। তিনি আশ্বস্ত করে জানান যে, সমস্ত রাস্তার কাজ দ্রুতগতিতে এবং যথাযথ মান বজায় রেখে সম্পন্ন করা হবে। পথশ্রী প্রকল্পের মাধ্যমে ঝাড়গ্রামের যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হবে, তেমনি বাড়বে পর্যটন, বাণিজ্য ও সাধারণ মানুষের সুবিধাও।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শিলিগুড়িতে স্বামীর অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীর আত্মহত্যা, প্রেমিকার বাড়িতে হামলা এলাকাবাসীর

বনগাঁয় ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় পুলিশকে আক্রমণ করে বিজেপি নেতা সহ গ্রেফতার ৮

রবিবার ফের ৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি?

চিংড়িঘাটার মেট্রোর জট কাটাতে ফের বৈঠক করার নির্দেশ হাইকোর্টের

কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রীর জনসভা শুনতে এসে ভিড়ের মধ্যে গলার হার খোয়ালেন একাধিক মহিলা

‌প্যাটিস বিক্রেতাদের মারধর করেও মিলল জামিন, উল্টে আক্রান্তের বিরুদ্ধে থানায় অভিযোগ হিন্দুত্বের পোস্টার বয়দের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ