এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কালবৈশাখীতে বিপর্যস্ত কোচবিহার, মৃত্যুর পাশাপাশি আর্থিক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গের বুকে কালবৈশাখীর(Kalbaishakhi) দেখা না মিললেও নিয়মিত ভাবে তার দেখা মিলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুধু যে দেখা মেলা তাই নয়, কার্যত বিধংসী মেজাজে হাজির হচ্ছে সেই ঝড়। তার দাপটে শুধু যে গাছপালা ভেঙে পড়ছে তাই নয়, উড়ছে বাড়ির চাল, উপড়ে পড়ছে বিদ্যুতের খুঁটি। সঙ্গে প্রাণহানির(Death) ঘটনা তো রয়েইছে। রবি সন্ধ্যায় সেই রকমই এক ঝড়ে বিধ্বস্ত চেহারা নিয়েছে কোচবিহার(Coachbehar) জেলার সদর মহকুমার কোচবিহার-১ ব্লকের বিস্তীর্ণ এলাকা। সেই ঝড়ের ধাক্কা কাটিয়ে সোম সকালেও সেখানে স্বাভাবিক হয়নি জনজীবন। এদিন সকালে কোচবিহারের সদর মহকুমা শাসক শেখ রাকিবুর রহমান জানিয়েছেন, ‘ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জাহাঙ্গির আলম নামে এক যুবকের ঝড়ে উড়ে আসা টিন চাপা পড়ে মারা গিয়েছেন। দেবদাস পাল নামের আরেকজন বাজ পড়ে মারা গিয়েছেন।’

রবিবার বিকেল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় শুরু হয় ঝোড়ো হাওয়া। কিছুক্ষণ পর থেকেই শুরু হয় বৃষ্টি। কোথাও ভারী, কোথাও মাঝারি। কোচবিহার, ফালাকাটা, ইটাহার-সহ বেশ কিছু জায়গায় শুরু হয় শিলাবৃষ্টি। ঝড়ের দাপটে এলোমেলো হয়ে যায় বিস্তীর্ণ এলাকা। উপড়ে যায় বহু গাছ। বহু বাড়ির টিনের ছাউনি উড়ে যায়। সেই সময়ই কোচবিহার-১ ব্লকের বাসিন্দা জাহাঙ্গির আলমের ওপর উড়ে একটি টিনের ছাউনি পড়ে। সেই ঘটনার জেরে মৃত্যু হয় তাঁর। এদিকে বাজ পড়ে মৃত্যু হয় ঘুঘুমারি এলাকার বাসিন্দা দেবদাস পালের। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতেই এলাকার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে। বহু বাড়ি ভেঙেছে। সেখানকার বাসিন্দাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে। খুলে দেওয়া হয়েছে বহু স্কুল। ঝড়ের দাপটে ঘর-বাড়ি ভেঙে বা গাছ উপড়ে পড়ে আহত হয়েছেন শতাধিক মানুষ। লন্ডভন্ড অবস্থা কোচবিহার শহর সহ কোচবিহারের ১ ও ২ ব্লকের।

এদিন কোচবিহার শহরের ঝড়-বিধ্বস্ত এলাকায় যান কোচবিহার পুর চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ(Rabindranath Ghosh)। এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘মাত্র ২০ মিনিটের ঝড়ে বাড়ি-ঘর, স্কুল ভেঙে পড়েছে। বড়-বড় গাছ, বিদ্যুতের খুঁটি উড়িয়ে নিয়ে গিয়েছে। ঘুঘুমারি, শুঁটকাবাড়ি, বড় সোলমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় সবথেকে বেশি ক্ষতি হয়েছে। আর নদীর ধারের ঘরগুলি একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। নিঃস্ব হয়ে গিয়েছে ওই এলাকার বহু মানুষ। ঘর ভেঙে পড়ে বা গাছ ভেঙে পড়ে মহিলা, পুরুষ, শিশু সহ শতাধিক মানুষ আহত হয়েছেন। প্রায় ৫০টি অ্যাম্বুল্যান্সে তাঁদের কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলাশাসক গোটা বিষয়টি মনিটরিং করছেন। বিডিও-রা ঘটনাস্থলে এসেছেন। গৃহহারাদের মাথা গোঁজার ব্যবস্থা করতে কিছু ত্রিপল কাল রাতেই দেওয়া হয়েছে। আরও ত্রিপল আর খাদ্যসামগ্রী আজ দেওয়া হবে।’ এদিন দুপুরে আরও ১জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাত্র পাঁচ মিনিটের ঝড়, তছনছ হয়ে গেল মথুরাপুরের একাধিক বাড়ি

ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, রাতে হানা আয়কর বিভাগের

আগ্নেয়াস্ত্র দেখিয়ে চাষের জমি লুটের অভিযোগ শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

‘উনি কেন এখনও ফর্ম ফিলাপ করেননি?’, নাম না করে শান্তনুকে CAA খোঁচা মমতার

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ মিজানুর রহমানের বিরুদ্ধে জমি হাতানোর অভিযোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর