এই মুহূর্তে




বারাসতে কালী পুজো নিষিদ্ধ, গ্রামের মানুষকে পুজো দেখতে যেতে হয় কয়েক কিলোমিটার দূরে

নিজস্ব প্রতিনিধি, বাগনান: বারাসতে নিষিদ্ধ কালী পুজো। এই কথা যদি বলা হয় আপনারা অবাক হয়ে যাবেন। কিন্তু এই বারাসতে বছরের পর বছর কোন কালীপুজো হয় না। বারাসতে(Barasat) কালীপুজো নিষিদ্ধ এই কথা বললে বোধহয় ভুল কিছু হবে না। কারণ এ বারাসাতে সত্যিই কালীপুজো নিষিদ্ধ। সামনে দীপান্বিতা অমাবস্যা। আর এই অমাবস্য্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে কয়েক হাজার কালী পুজা (Kali Puja)অনুষ্ঠিত হলেও উত্তর ২৪ পরগনার বারাসতের কালীপুজো ভারত জুড়ে সুনাম অর্জন করেছে। লক্ষ লক্ষ মানুষ কালী পূজো এবং তার পরের দিনগুলিতে রাতে সমবেত হন বারাসত এলাকায়। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তৈরি হয় থিমের মন্ডপ এবং প্রতিমা। আলোকসজ্জায় থাকে নানা ভেলকি। বলা ভালো উত্তর চব্বিশ পরগনার বারাসাত কালী পুজোয় থাকে জমজমাট।

কিন্তু আর এক বারাসতে কোন কালীপুজো হয় না। ওই গ্রামের মানুষজনকে কালী প্রতিমা দেখতে যেতে হয় কয়েক কিলোমিটার দূরে। আসলে যে বারাসতে কথা বলা হচ্ছে সেটি হাওড়ার একদম প্রান্তিক এলাকা শ্যামপুরের কমলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ওই এলাকার নামও বারাসত। তবে জেলা উত্তর ২৪ পরগনা নয় হাওড়া।জানা গিয়েছে, দেউলির অধিষ্ঠাত্রি দেবী বানেশ্বরীকে এলাকার মানুষ শক্তির আঁধার রূপে পুজা করে আসছেন যুগ যুগ ধরে। দেউলী সন্নিহিত বারাসত গ্রামটির সঙ্গে উত্তর ২৪ পরগনার বারাসাত যাতে গুলিয়ে না যায় তার জন্য স্থানীয়ভাবে অনেকে এই জায়গাটিকে দেউলী বারাসাত বলেন।

রূপনারায়ণের তীরবর্তী এই এলাকার অধিকাংশ মানুষ কৃষিজীবী এবং নদী থেকে মাছ ধরার উপর নির্ভরশীল হলেও অনেকে চাকরি করেন। সহজ সরল এই মানুষগুলির আবেগের কোন অভাব নেই। তাই উত্তর ২৪ পরগনার বারাসাত যখন কালীপুজোর দিনগুলিতে মাতোয়ারা থাকে তখন সাময়িক মন খারাপ কাটিয়ে ওরা পুজো দেন দেবী বানেশ্বরীর(Baneswari) কাছে। কারণ শক্তির অন্য আধার বানেশ্বরী দেবীকে এরা কালী রূপেই এ পুজো করেন। শ্যামা মায়ের রূপ দেখতে গ্রামের মানুষদের যেতে হয় কয়েক কিলোমিটার দূরে পুজো মন্ডপে। বছরের পর বছর বংশ পরাক্রমে এভাবেই ওই গ্রামে শ্যামা মায়ের কালীপুজো নিষিদ্ধ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে, তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের

দলের নেতাদের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে তৃণমূল নেতা পেলেন খুনের হুমকি !

রাজ্যে ধর্ষণের ঘটনায় উত্তরপ্রদেশের ধাঁচে ‘এনকাউন্টার’ চান শুভেন্দু অধিকারী

‘দো ফুল এক মালি’, দুই স্ত্রীকে নিয়ে করবা চৌথ পালন করে চমকে দিলেন আগ্রার বাসিন্দা

সোনামুখীর ‘মা-ই-তো কালী’ পুজোর সঙ্গে জড়িয়ে বর্গী দস্যু ভাস্কর পণ্ডিতের নাম, জানুন ইতিহাস

কালীপুজোর আগে বাগনানে জবাব ফুলের গাছে দোয়া প্রকার আক্রমণ, চিন্তায় ফুল চাষিরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ