এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

Single Engine-র বিমান পরিষেবা কোচবিহারে, জানিয়ে দিলেন মমতা

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক সংঘাতের মধ্যেই মঙ্গলবার উদ্বোধন হয়ে গিয়েছে কলকাতা(Kolkata) ও কোচবিহারের(Coachbehar) মধ্যেকার বেসরকারি যাত্রীবাহী বিমান পরিষেবার। আর সেই শুরুর দিনেই এই পরিষেবা ঘিরে বড় বিপদের কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন তিনি শিলিগুড়ির(Silliguri) সভা থেকে সেই পরিষেবা নিয়ে বড় আশঙ্কার কথা জানালেন। কার্যত এত বড় বিপদের কথা এতদিন ঘুণাক্ষরেও সামনে আনেনি মোদি সরকার। এমনকি তা সামনে আনেনি AAI বা Airports Authority of India কর্তৃপক্ষও। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে গোটা দেশ থেকে যখন Single Engine-র যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে সেই Single Engine-র বিমান পরিষেবা চালু করা হয়েছে কলকাতা ও কোচবিহারের মধ্যে। যা কার্যত যাত্রীদের জীবন নিয়ে ছেলেখেলা করার সামিল। মুখ্যমন্ত্রী এদিন শিলিগুড়ির সভা থেকেই সেই বিপদ ও বাংলার মানুষের বিরুদ্ধে এতবড় যড়যন্ত্রের ঘটনা সামনে নিয়ে এলেন। তিনি এদিন এই বিপদের কথা না বললেও মিডিয়াও জানতে পারেনি যে কতবড় বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে এই নতুন বিমান রুটের যাত্রীদের।

আরও পড়ুন BSF’র মহিলা কনস্টেবল ধর্ষণে সাসপেন্ড আধিকারিক, অস্বস্তিতে বিজেপি

Single Engine-র যাত্রীবাহী বিমান পরিষেবা একসময় দেশে চালু থাকলেও পরে তা কার্যত গোটা দেশের বিমান পরিষেবার মানচিত্র থেকে সরিয়ে দেওয়া হয়। কেননা মাত্র ১টি ইঞ্জিন দিয়ে চলাচল করা বিমান যাত্রী পরিবহণ করার ক্ষেত্রে খুবই বিপজ্জনক। কোনও ভাবে ইঞ্জিন খারাপ হয়ে গেলে সেই বিমান দুর্ঘটনার মুখে পড়তে বাধ্য। আর সে ক্ষেত্রে যাত্রীদের মৃত্যু পর্যন্ত হতে পারে। অথচ সেই Single Engine-র যাত্রীবাহী বিমানকেই কিনা কলকাতা ও কোচবিহারের মধ্যে যাত্রীবাহী পরিষেবার জন্য চালু করে দিল মোদি সরকার(Modi Government)। একবারও তাঁরা যাত্রীদের জীবনের কথা ভেবে দেখলে না। আসলে বাংলার মানুষদের কথা ভাবতেই চায় না মোদি সরকার। তাঁদের শুধু ভোট চাই বাংলা থেকে। তাই কথায় কথায় বাংলাকে অপমান আর বঞ্চনা। এবার তাঁর সঙ্গে যোগ হয়ে গেল এতবড় ষড়যন্ত্রের তত্ত্ব। মানুষকে জেনে শুনে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে মোদি সরকার। কলকাতা থেকে কোচবিহারের এই বিমানযাত্রায় সময় লাগছে প্রায় ২ ঘন্টা। যাত্রী হতে পারবেন মাত্র ৯জন। কিন্তু মাঝপথে বিমানের ইঞ্জিন খারাপ হয়ে গেলে তখন এই ৯জন যাত্রীও প্রাণে বাঁচবেন তো?

আরও পড়ুন কেউ নেই পাশে, একাকী অনশনে, ডাক দিলেন বনধের

কলকাতা ও কোচবিহারের মধ্যে এদিন থেকে চালু হওয়া বিমান পরিষেবায় প্রথম ৮ দিন মাত্র ৯৯৯ টাকায় টিকিট দেওয়া হচ্ছে যা ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু ৮ দিন পরে সেই টিকিটের দাম দাঁড়াবে মাথাপিচ্ছু প্রায় ৪ হাজার টাকা। সেই ভাড়ায় মোদি সরকারের GST-ও ধরা থাকবে। কিন্তু যাত্রীদের নিরাপত্তা? কার্যত কাঁচকলা। চড়া দরে টিকিট কেটেও নিরাপত্তা পাবেন না এই রুটের যাত্রীদের। মুখ্যমন্ত্রী যে বড় বিপদের কথা এদিন জানিয়ে দিলেন তার জেরে এখন এই রুটের বিক্রি হয়ে যাওয়া টিকিট কতজন যাত্রী বাতিল করেন তা যেমন দেখার তেমনি আগামী দিনে জেনেশুনে কয়জন যাত্রী এই বিমানে সাওয়ার হন সেটাই দেখার। বিমান পরিষেবার বিশেষজ্ঞদের দাবি, মুখ্যমন্ত্রীর এই দাবি কার্যত এই পরিষেবার ক্ষেত্রে টিকিট বিক্রির পথে কার্যত কফিনে ঠোকা শেষ পেরেক হয়ে গেল। কেননা জেনেশুনে কেউই চট করে এগিয়ে এসে ৪ হাজার টাকায় টিকিট কেটে মৃত্যুর মুখে ঝাঁপ দিতে চাইবে না। আর সেরকম হলে এই পরিষেবা অচিরেই বন্ধ হ্যে যেতে বাধ্য।  

আরও পড়ুন পরীক্ষার সময় বনধ করলে ব্যবস্থা নেবে প্রশাসন: মুখ্যমন্ত্রী

এদিন শিলিগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘কোচবিহার বিমানবন্দর তৈরির জন্য প্রয়োজনীয় সব কাজ করে দিলাম। ৩০০ কোটি টাকা খরচ করে যাবতীয় ব্যবস্থা করে দিলাম। আর এখন বিজেপি বিধায়করা সেই বিমানে উঠে ঘুরে বেড়ালেন। মাত্র ৯ জন করে যাতায়াত করা যাবে এই বিমান। কী লাভ আছে? বাগডোগরা বিমানবন্দরকে ঢেলে সাজানো হয়েছে। বালুরঘাট, পুরুলিয়া থেকে মালদহে বিমানবন্দর তৈরি হয়েছে। রাজ্যে ২৭টি হেলিপ্যাড তৈরি হয়েছে। কিন্তু এসব সত্ত্বেও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে বিজেপি(BJP)। করব আমরা আর ঝাণ্ডা নাড়বে ওরা। Single Engine এর বিমান কেন চালাচ্ছো তোমরা? বড় বিমান কেন চালাচ্ছো না? মানুষ বিপদে পড়লে আমি কিন্তু ছেড়ে কথা বলব না।’ বস্তুত মুখ্যমন্ত্রীর এই দাবি সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমের মারফত ছড়িয়ে পড়তেই কার্যত রাজ্য রাজনীতিতে বড়সড় বিতর্ক তৈরি হয়ে গিয়েছে। বিজেপি ও মোদি সরকার মানুষের জীবন নিয়ে কীভাবে রাজনীতি করছে, কীভাবে ছেলেখালা করছে, কীভাবে তাঁদের জেনেশুনে মৃত্যুর মুখে ছেড়ে দিচ্ছে তা ঘিরে এখন শুরু হয়ে গিয়েছে বিতর্ক। কার্যত গোটা ঘটনা নিয়ে চরম অস্বস্তিতে পড়ে গিয়েছে বিজেপি। সূত্রে জানা গিয়েছে, যাত্রী নিরাপত্তার কথা ভেবে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আগ্নেয়াস্ত্র দেখিয়ে চাষের জমি লুটের অভিযোগ শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

‘উনি কেন এখনও ফর্ম ফিলাপ করেননি?’, নাম না করে শান্তনুকে CAA খোঁচা মমতার

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ মিজানুর রহমানের বিরুদ্ধে জমি হাতানোর অভিযোগ

‘এখন থেকে আমি আর মোদিবাবুর নাম নেব না, বড্ড মিথ্যে কথা বলেন’

বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করেই মৃত্যু মাধ্যমিক উত্তীর্ণ  ছাত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর