এই মুহূর্তে




বর্ষবরণের রাতে ঘরে ফেরার চিন্তা দূর করতে অতিরিক্ত মেট্রো চলবে শহরে

নিজস্ব প্রতিনিধি: বর্ষ শেষের রাতে অতিরিক্ত ট্রেন চালাবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ৩১ ডিসেম্বর বুধবার রাতে অতিরিক্ত আটটি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছরের শেষ দিনে মেট্রো অতিরিক্ত ছুটবে ব্লু – লাইনে। চারটি আপএবং চারটি ডাউন অতিরিক্ত মেট্রো(Extra Metro) চলবে। এই স্পেশাল মেট্রো সার্ভিসের মধ্যে একটি বাদে বাকিগুলি দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের মধ্যে চলবে। যেটি একটি স্পেশাল ট্রেন বাকি থাকবে সেটি দমদম থেকে শহীদ ক্ষুদিরাম এর মধ্যে চলবে।

কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, ৩১ ডিসেম্বর রাতে যে ট্রেনগুলি অতিরিক্ত চলবে, দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের মধ্যে তার সময়সীমা হল–রাত ৯টা ৪০, রাত ৯টা ৫২, রাত ১০ টা ৫ ও রাত ১০:১৮। এর পাশাপাশি শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের দিকে যে মেট্রো চলবে তার সময়সীমা হল বুধবার রাত ৯টা ৫৪, রাত ১০টা ৪,রাত১০টা বেজে ১৭ মিনিট। শহীদ ক্ষুদিরাম থেকে দমদমের দিকে যে মেট্রোটি চলবে তা পাওয়া যাবে রাত দশটা ৩০ মিনিটে। এছাড়া ৩১শে ডিসেম্বর প্রথম মেট্রো এবং বাকি সময়সূচী একই থাকবে গ্রীন লাইন, ইয়েলো লাইন, পাপেল লাইন ও অরেঞ্জ লাইনে সময়সূচির কোন বদল হচ্ছে না।

এর পাশাপাশি বর্ষ শেষের রাতে মেট্রো স্টেশন গুলিতে নিরাপত্তার দরুন অতিরিক্ত আরপিএফ জওয়ান মোতায়েন করা হচ্ছে। সিসিটিভি’র মাধ্যমে নজরদারি জোরদার থাকছে। মেট্রো চলাচল যাতে বিঘ্নিত না হয় এবং আত্মহত্যার ঘটনা না ঘটে, তার জন্য প্রতিটি স্টেশনে অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। বিশেষভাবে নজর দেওয়া হবে ব্লু লাইন পরিষেবার ক্ষেত্রে। বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিট, ময়দান, ধর্মতলা এবং দক্ষিণ কলকাতা ঘুরতে আসা মানুষজন যাতে নির্বিঘ্নে অতি দ্রুত বাড়ি ফিরতে পারে তার জন্যই এই অতিরিক্ত মেট্রো পরিষেবা দেবে কর্তৃপক্ষ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শহরে ৩ দিনের সফরে পা রেখেই সল্টলেকে কোর কমিটির সঙ্গে বৈঠকে অমিত শাহ

অন্তঃস্বত্তা মহিলা ও ৮৫ ঊর্ধ্ব সহ অসুস্থদের ডাকা যাবে না শুনানিতে , নির্দেশ কমিশনের

ময়দান স্টেশনে আপ লাইনে মেট্রোর সামনে ঝাঁপ, ব্যাহত পরিষেবা

গায়ে জ্বর নিয়েই ‘দুর্গা অঙ্গন’ শিলান্যাস অনুষ্ঠানে গেয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসা কুড়োলেন ইমন

‘অসুরদের বিনাশ করো..’, এসআইআর নিয়ে মা দুর্গার কাছে আর্জি মমতার

পরকীয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসা নিয়ে বিবাদ, প্রেমিকের পুরুষাঙ্গে লাথি মেরে খুন প্রেমিকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ