এই মুহূর্তে




অন্তঃস্বত্তা মহিলা ও ৮৫ ঊর্ধ্ব সহ অসুস্থদের ডাকা যাবে না শুনানিতে , নির্দেশ কমিশনের

নিজস্ব প্রতিনিধি: সমালোচনার পর হুঁশ ফিরল নির্বাচন কমিশনের। অন্তঃস্বত্তা মহিলা সহ ৮৫ ঊর্ধ্বে যাদের বয়স এবং বিশেষভাবে সক্ষম কিংবা অসুস্থ যারা তাদের শুনানিতে ডাকা যাবে না। সোমবার এই মর্মে নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল(Manoj Agarwal) জানান, ৮৫ +, বিশেষ ভাবে সক্ষম, অসুস্থ ( যে কোনো বয়সের ), অন্তঃস্বত্তা মহিলাদের জন্য বাড়িতে গিয়ে হিয়ারিং – এর নোটিশ জারি করা হয়েছে। শিরাকলে এসআইআরের শুনানির পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। তার গাড়ির লক ভেঙে বিক্ষোভকারীরা চালককে বাইরে বের করার চেষ্টা করেছিল। এই ঘটনায় ডিজি ও সিপিকে সিইও আবার জানান সিকিউরিটির ব্যবস্থা নিশ্চিত করতে। ডিএম সকলের সিকিউরিটির ব্যবস্থা করছে রাজ্যে পুলিশের মাধ্যমে। BLA ২ সংক্রান্ত নির্দেশ ECI এর থেকে আবেদন করেছেন সিইও।

যে ঘটনা ঘটেছে সোমবার সি মুরুগান(C Murugan) এর সাথে সেই প্রসঙ্গে সিইও তার রিপোর্ট চেয়েছেন ডিএমও, ডিজি, নোডাল পুলিশ অফিসার এর থেকে। যে অভিযোগ উঠছে পুলিশ পাইলট কার দেওয়া হয়নি। সেই সব কিছু রিপোর্ট আসলে তারপর দেখবে সিইও। যদি প্রয়োজন হয় এক্সট্রা সিকিউরিটির ব্যবস্থা করা হবে। তাঁর জন্য সেন্ট্রাল ফোর্স এর আবেদন করতে পারে রাজ্য এবং এরপর সিইও ECI কে জানাবেন গোটা বিষয়টি। মনোজ আগারওয়াল আরও জানান,এরপর থেকে BLA – ২ নিয়ে সমস্যা হয়েছে। সে বিষয়ে ERO, DEO সিদ্ধান্ত নেবেন। আইনত ব্যবস্থা ও সিদ্ধান্ত নিতে পারেন তাঁরা।তৃণমূল যা অভিযোগ করছে অনেকে বাইরে থাকে পড়ুয়া, চাকুরীর জন্য আসেন। সেই প্রসঙ্গে নির্বাচনী আধিকারিক বলেন, তাদের হিয়ারিং – এ ডাকলে যদি আসতে না পারেন তাহলে তারা ফর্ম – ৬তে আবেদন করতে পারেন। মঙ্গলবার বৈঠকে ৬-৭ জন DEO দের ডেকেছেন গ্যাণেশ ভারতী। সকলেই আসবেন সিইও দফতরে।হিয়ারিং- এর জন্য যদি BLO এর কোনো নথি প্রয়োজন হয় ,সেক্ষেত্রে BLO নিজে ভোটারের বাড়ি গিয়ে নিয়ে আসতে পারেন। কাউকে হিয়ারিং এ ডাকতে পারে না BLO।

BLO মৃত্যুর যে রিপোর্ট চাওয়া হয়েছে DEO দের কাছে ময়না তদন্তের রিপোর্ট চাওয়া হয়েছে। সেগুলি আসেনি এখনো সিইও এর কাছে থেকে বলে জানান মনোজ আগরওয়াল।কাটোয়ার এক BLO বাড়ি থেকে উধাও হয়ে গেছিলেন। অভিযোগ ছিল BLO কাজের চাপে বাড়ি থেকে চলে গেছেন তিনি। কিন্তু পুলিশ তদন্ত করে দেখে ব্যাংক থেকে ৫০ লক্ষ টাকা নিয়ে উধাও হন তিনি। পুলিশ তাকে উড়িষ্যা থেকে গ্রেফতার করেছে। অন্যদিকে,সুব্রত গুপ্ত জানান, মগরাহাটের ঘটনার রিপোর্ট দিল্লিতে ECI তে পাঠানো হয়েছে সিইও দফতর থেকে। এছাড়া কমিশনের পক্ষ থেকে সকল ঘটনা ECI কে জানানো হবে।আজ পর্যন্ত ৩২ লক্ষের মধ্যে ৩০ লক্ষ নোটিশ জেনারেট হয়েছে। ১৪ লক্ষ নোটিশ পেয়ে গেছেন আবেদনকারীরা।BLA – 2 যদি মঙ্গলবার থেকে ফের হিয়ারিং এ যাওয়ার চেষ্টা করে তাতে ব্যবস্থা নেওয়া হবে। সুব্রত গুপ্ত আরও স্পষ্ট করেছেন, BLO, ERO, AERO, BLO OBSERVER থাকবেন শুধুমাত্র হিয়ারিং – এ।মঙ্গলবার ৩ টে থেকে মিটিং হবে সিইও অফিসে জ্ঞানেস ভারতীর সাথে। ১২ টায় এয়ারপোর্টে আসবেন তিনি। তারপর আসবেন কমিশনের সিইও অফিসে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শহরে ৩ দিনের সফরে পা রেখেই সল্টলেকে কোর কমিটির সঙ্গে বৈঠকে অমিত শাহ

বর্ষবরণের রাতে ঘরে ফেরার চিন্তা দূর করতে অতিরিক্ত মেট্রো চলবে শহরে

ময়দান স্টেশনে আপ লাইনে মেট্রোর সামনে ঝাঁপ, ব্যাহত পরিষেবা

গায়ে জ্বর নিয়েই ‘দুর্গা অঙ্গন’ শিলান্যাস অনুষ্ঠানে গেয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসা কুড়োলেন ইমন

‘অসুরদের বিনাশ করো..’, এসআইআর নিয়ে মা দুর্গার কাছে আর্জি মমতার

পরকীয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসা নিয়ে বিবাদ, প্রেমিকের পুরুষাঙ্গে লাথি মেরে খুন প্রেমিকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ