এই মুহূর্তে




ব্রিগেডে পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠের পর এবার কংগ্রেসের ডাকে সংবিধান পাঠ

নিজস্ব প্রতিনিধি: ৫ লক্ষ কন্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের পর এবার হবে সহস্র কন্ঠে সংবিধান পাঠ।সংবিধান পাঠের ডাক দিল প্রদেশ কংগ্রেস।আগামী২০ ডিসেম্বর রানি রাসমনি রোডে সংবিধান পাঠ(Constitution Reading) করবে কংগ্রেস।দুপুর ১ টা নাগাদ হবে সংবিধান পাঠ।সংবিধান পাঠ অনুষ্ঠানের ডাক দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার(Suvankar Sarkar)।কিছু দিন আগেই শিক্ষামন্ত্রী কে চিঠি দেন শুভঙ্কর সরকার।চিঠি দিয়ে স্কুলগুলিতে সংবিধানের প্রস্তাবনা পাঠ করার দাবি তোলেন তিনি। প্রদেশ কংগ্রেসের দাবি রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে পঞ্চম শ্রেণী থেকে স্কুলে স্কুলে সংবিধান পড়ানো বাধ্যতামূলক করা হোক।

যখন থেকে ছাত্র বা ছাত্রীরা বুঝতে শিখবে, তখন থেকে তাদের মধ্যে যদি সংবিধান সম্বন্ধে পড়ার মাধ্যমে জ্ঞান প্রবেশ করানো যায়, তাহলে কোন সন্তান তার বৃদ্ধ বাবা মাকে ছেড়ে যাবেন না। কেউ নিজের স্ত্রীকে ছেড়ে থাকবেন না। সংবিধানে ধারা অনুযায়ী যে কেউ তার ধর্ম স্থানে নিজের ধর্মের উপাসনা করতে পারেন। যে কেউ যেকোন ভাষায় কথা বলতে পারেন। ভারতবর্ষের এক রাজ্য থেকে আরেক রাজ্যে যেতে গেলে পাসপোর্ট লাগে না। কিন্তু বর্তমানে যেভাবে রাজ্যের ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা চলছে তার জন্যই প্রদেশ কংগ্রেস সংবিধান পাঠের ডাক দিয়েছে।

২৫শে ডিসেম্বর অত্যন্ত পবিত্র একটি দিন ।তার আগে এই ডিসেম্বর মাসে যেহেতু কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। তাই ২০ডিসেম্বর সংবিধান পাঠের ডাক দেওয়া হয়েছে। কংগ্রেস কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষটাও এই সংবিধান পাঠ অনুষ্ঠানে যোগ দিতে পারবেন স্বতঃস্ফূর্তভাবে। উপদেশ কংগ্রেস সভাপতির শুভঙ্কর সরকারের দাবি, সংবিধান যদি ঠিকমতো পড়ানো হয় তাহলে অনেক বিধায়ক এবং নেতারা সংবিধান বিরোধী কথা বলবেন না। অনেক ক্ষেত্রে রাজনৈতিক নেতারা সংবিধান বিরোধী কথা বলে থাকেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রবিবার ফের ৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি?

চিংড়িঘাটার মেট্রোর জট কাটাতে ফের বৈঠক করার নির্দেশ হাইকোর্টের

‌প্যাটিস বিক্রেতাদের মারধর করেও মিলল জামিন, উল্টে আক্রান্তের বিরুদ্ধে থানায় অভিযোগ হিন্দুত্বের পোস্টার বয়দের

শেষ দিনেও এসআইআর ফর্ম ফিলআপ করেননি মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন নিজের অনড় অবস্থান

দু’জায়গায় ভোটার কার্ড , ২বার SIR ফর্ম জমা করতে গিয়ে ধরা পড়ায় BLO ‘কে গালমন্দ, থানায় অভিযোগ দায়ের

শনিতে যুবভারতীতে মেসির সঙ্গে থাকবেন সৌরভ, থাকছেন আরও ১ তারকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ