এই মুহূর্তে




লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপি লাহিড়ীকে নিয়ে এবারের পুজোয় থিম

নিজস্ব প্রতিনিধি: পুজো থিমে একসঙ্গে ৩ শিল্পীকে শ্রদ্ধা জানাতে চলেছে দক্ষিণ কলকাতার পুজো(Durga Puja) কমিটি। লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপি লাহিড়ীকে নিয়ে এবারের পুজোয় থিম বানাতে চলেছে ভবানীপুর দুর্গোৎসব সমিতি। এমনটাই জানালেন এই পুজো কমিটির সম্পাদক শুভঙ্কর রায়চৌধুরী।

লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপি লাহিড়ী–৩ শিল্পী ইহজগতে নেই। কিন্তু মানুষের প্রতিদিনের যাপনের সঙ্গে রয়ে গিয়েছে তাঁদের কাজ। তাঁদের সৃষ্টি। আর ৩ জনপ্রিয় শিল্পীকেই  শ্রদ্ধা জানাতে এবার বেছে নেওয়া হল দুর্গাপুজো মণ্ডপের থিম। ভবানীপুর দুর্গোৎসব সমিতি তিন শিল্পীর গান ও তাঁদের জীবন যাপনের বিভিন্ন সময়ের টুকরো টুকরো ছবি তুলে ধরা হবে মণ্ডপের থিমে। মণ্ডপে বাজানো হবে তাঁদের গান। পাশাপাশি ৩ শিল্পীর আবক্ষ মূর্তি বসানো হবে মণ্ডপে। ভবানীপুর দুর্গোৎসব সমিতির পুজো ৫৭তম বর্ষে পড়েছে এ বছর। এবারের পুজোর পুরো থিমটাই হবে সঙ্গীত জগতের এই ৩ কিংবদন্তিকে নিয়ে। থিমের বিষয়ে পুজো কমিটির সম্পাদক শুভঙ্কর রায়চৌধুরী বলেন, ‘তাঁরা আমাদের গানের এক স্বর্ণযুগ উপহার দিয়েছিলেন। সেই কথা মাথায় রেখেই এবার আমরা আমাদের পুজোর থিমের নাম দিয়েছি, দ্য গোল্ডেন মিউজিক্যাল এরা।’

এই থিমের পিছনে কারা কাজ করছেন? সেই প্রশ্নে পুজো কমিটির তরফে জানানো হয়, টালিগঞ্জের আর্ট ডিরেক্টরদের একটি টিম এই পরিকল্পনাকে থিমে ফুটিয়ে তোলার জন্য কাজ চালিয়ে যাবেন। ভবানীপুর দুর্গোৎসব সমিতির পুজো মণ্ডপে গোটা বিষয়টি নিয়ে একটি থিম সংও তৈরির পরিকল্পনা করেছেন পুজো কমিটির কর্তারা। লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপি লাহিড়ী–৩ শিল্পীর গানের সমন্বয়ে হবে থিম সং।  ক্লাবকর্তাদের সেই গানের রেকর্ড করানোর পরিকল্পনা রয়েছে  কুমার শানু কিংবা আশা ভোঁসলের মতো কোনও কিংবদন্তিকে দিয়ে। তবে পুজোর উদ্বোধন কে করবেন সে বিষয়ে এখনই জানাতে চাইছেন না পুজোর উদ্যোক্তারা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যে ধর্ষণের ঘটনায় উত্তরপ্রদেশের ধাঁচে ‘এনকাউন্টার’ চান শুভেন্দু অধিকারী

‘কর্মরত শিক্ষকদেরও টেট পাশ হতে হবে’, নির্দেশ পুনর্বিবেচনার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য

অনন্তনাগে ২ বাঙালি জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

মেট্রোয় গোলযোগ, দক্ষিণেশ্বর থেকে গিরিশপার্ক পর্যন্ত ব্যহত পরিষেবা

বিদ্যাসাগর সেতু একটানা ৯ ঘন্টা বন্ধ শনি ও রবিবার, মেরামতির জন্য

কালীপুজোর আগে বসতে চলেছে বাজির বাজার, এবার কবে কোথা থেকে কিনবেন গ্রিন বাজি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ