এই মুহূর্তে




নিজের হাতেই বিএলওর কাছ থেকে এসআইআরের ফর্ম নিলেন মমতা

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন কমিশনের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষায় বৈধ ভোটারদের নাম যাতে বাদ না যায়, তার জন্য সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) রাজপথে নেমে মিছিলও করেছিলেন। তার ২৪ ঘন্টার মধ্যেই বুধবার (৫ নভেম্বর) কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে নিজের হাতে বুথ লেভেল অফিসারের কাছ থেকে এসআইআর ফর্ম নিলেন। অর্থা‍ৎ এসআইআরে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না বলে হুঙ্কার ছাড়লেও সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি যে তাঁর অটুট শ্রদ্ধা রয়েছে তা বুঝিয়ে দিয়েছেন।

গতকাল মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ শুরু ১২ রাজ্যে শুরু হয়েছে নির্বাচন কমিশনের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআরের কাজ।  রাজ্যের ৮০ হাজারের বেশি বুথে বাড়ি-বাড়ি গিয়ে ভোটারদের হাতে ‘এনুমারেশন ফর্ম’ তুলে দিচ্ছেন বুথ লেভেল অফিসাররা (বিএলও) প্রথমদিন বিকেল পাঁচটা পর্যন্ত ১৮ লক্ষের বেশি ভোটারের কাছে বুথ লেভেল অফিসাররা ‘এনুমারেশন ফর্ম’ পৌঁছে দিয়েছেন বলে দাবি করেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। যদিও বেশ কয়েকটি জায়গায় ‘এনুমারেশন ফর্ম’ বিলি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।

বুধবার এসআইআরের দ্বিতীয় দিনে সকাল সাড়ে দশটার খানিক বাদে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের হরিশ মুখার্জি রোডের মিত্র ইনস্টিটিউশন স্কুলের ৭৭ নম্বর বুথ লেভেল অফিসার অমিত কুমার রায় মুখ্যমন্ত্রীর বাসভবনে যান। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকতেই অবশ্য তার পথ আটকেছিলেন মুখ্যমন্ত্রীর বাসভবনে নিরাপত্তার দেখভালের দায়িত্বে থাকা কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। তাঁরা জানতে চান, কোথায় যাচ্ছেন? জবাবে পশ্চিমবঙ্গ সরকারে অসামরিক প্রতিরক্ষা দফতরের কর্মী অমিত জানান, ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ভোটারদের ‘এনুমারেশন ফর্ম’ দিতে যাচ্ছেন। নিজের পরিচয়পত্রও দেখান। এর পরে নিরাপদেই মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে যান তিনি। যদিও সেখানে পুলিশ আধিকারিকরা জানান, নিরাপত্তাজনিত কারণে ভিতরে যেতে পারবেন না তিনি। তাই ‘এনুমারেশন ফর্ম’ তাদের কাছেই দিয়ে দেওয়া হোক। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি বিএলও অমিত। পাল্টা জানিয়ে দেন, নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী, ২০০২ সালের ভোটার তালিকা নাম থাকা ব্যক্তিকেই এনুমারেশন ফর্ম দেওয়ার নিয়ম রয়েছে। তাই মুখ্যমন্ত্রী ছাড়া আর কারও হাতে ফর্ম দেবেন না।

এর পরেই পদস্থ পুলিশ কর্তাদের নির্দেশমতো নিজের ব্যাগ ও মোবাইলটি মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের কাছে জমা রেখে যান বাড়ির উঠোনে পৌঁছন অমিত। সূত্রের খবর, সেই সময় ঘর থেকে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিএলও অমিত তাঁর হাতে ফর্ম দিয়ে জানান, মুখ্যমন্ত্রী ফর্ম পূরণ করে রাখলে, তাঁর অফিস থেকে যেন তাঁকে যেন জানানো হয়, তাহলেই তিনি পূরণ করা ‘এনুমারেশন ফর্ম’টি এসে নিয়ে যাবেন। তখন মমতা জানিয়ে দেন, ফর্ম পূরণ করা হলে তাঁর দফতরের তরফে তা ফোন করে জানিয়ে দেওয়া হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

কলকাতা থেকে গ্রেফতার জাল নথি সহ আফগান নাগরিক

SIR আবহে ৬ ডিসেম্বর তৃণমূলের সংহতি দিবস, দায়িত্বে তৃণমূলের ছাত্র-যুবরা

আরও একধাপ এগোল নিয়োগ প্রক্রিয়া, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে শুরু নথি যাচাই

টেলি-মেডিসিন পরিষেবায় সাফল্য, উপকৃত ৭ কোটি, ঘোষণা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ