এই মুহূর্তে




ময়দান স্টেশনে আপ লাইনে মেট্রোর সামনে ঝাঁপ, ব্যাহত পরিষেবা

নিজস্ব প্রতিনিধি: ফের চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ। বন্ধ ট্রেন চলাচল। সোমবার সপ্তাহের প্রথম দিন অফিস ফেরত যাত্রীদের চরম দুর্ভোগ। জানা গেছে, সোমবার বিকেল পাঁচটা বেজে ৫৮ মিনিটে ময়দান মেট্রো স্টেশনে(Maidan Metro Station) আপ ট্রেনের সামনে ঝাঁপ দেন এক যাত্রী। মেট্রো কর্তৃপক্ষ তৎক্ষণাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রেল ট্রাকের মধ্যে পড়ে থাকা ওই যাত্রীকে উদ্ধারের কাজ শুরু করে। এর জেরে ব্লু লাইনে(Blue Line) ট্রেন চলাচল ব্যাহত হয়। সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে আপ এবং ডাউন লাইনে মেট্রো চলাচল চালু রাখা হয়েছে। নিরবিচ্ছিন্ন মেট্রো পরিষেবা না মেলায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

যানজট এড়িয়ে মেট্রো এ সরাসরি দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পৌঁছানো সম্ভব হচ্ছে না। সোমবার সপ্তাহের প্রথম দিনে অফিস ফেরত এবং কলেজ ফেরত পড়ুয়াদের চাপে নাস্তানাবুদ পরিস্থিতি মেট্রো স্টেশন গুলিতে। ঘন ঘন ময়দান মেট্রো স্টেশন সহ ব্লু লাইনে সব স্টেশনে মেট্রো কর্তৃপক্ষ শীঘ্রই মেট্রো পরিষেবার স্বাভাবিক হবে বলে ঘোষণা করছে মাইকে। সব স্টেশন গুলিতে মেট্রো যাত্রীদের ভিড় জমে গিয়েছে। চলন্ত মেট্রোর সামনে ব্লু লাইনে ঝাঁপ দেওয়ার ঘটনা সম্প্রতি এর আগেও ঘটে নেতাজি ভবন স্টেশনে। এই ধরনের ঘটনায় মেট্রোযাত্রীদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়। প্রতিটি স্টেশনে আরপিএফ জওয়ান মোতায়ন রয়েছে।

হলুদ লাইনের বাইরে না দাঁড়ানোর জন্য সচেতনতা প্রচার , জরিমানা সবকিছুই রয়েছে। কিন্তু তবুও এই ধরনের আত্মহত্যার ঘটনা রোখা সম্ভব হচ্ছে না। আর এই ধরনের ঘটনা ঘটলে সেই যাত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া উক্তি মেট্রো পরিষেবা বন্ধ থাকায় সুযোগ বুঝে মোটরসাইকেল ক্যাব থেকে ট্যাক্সিচালক হাকাচ্ছে মোটা দর। এদিন ময়দান স্টেশনে যে যাত্রী ঝাঁপ দিয়েছে তার পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে গিয়েছে ময়দান থানা ও দমকল কর্মীরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শহরে ৩ দিনের সফরে পা রেখেই সল্টলেকে কোর কমিটির সঙ্গে বৈঠকে অমিত শাহ

বর্ষবরণের রাতে ঘরে ফেরার চিন্তা দূর করতে অতিরিক্ত মেট্রো চলবে শহরে

অন্তঃস্বত্তা মহিলা ও ৮৫ ঊর্ধ্ব সহ অসুস্থদের ডাকা যাবে না শুনানিতে , নির্দেশ কমিশনের

গায়ে জ্বর নিয়েই ‘দুর্গা অঙ্গন’ শিলান্যাস অনুষ্ঠানে গেয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসা কুড়োলেন ইমন

‘অসুরদের বিনাশ করো..’, এসআইআর নিয়ে মা দুর্গার কাছে আর্জি মমতার

পরকীয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসা নিয়ে বিবাদ, প্রেমিকের পুরুষাঙ্গে লাথি মেরে খুন প্রেমিকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ