এই মুহূর্তে




হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রোর সংখ্যা কমছে, প্রথম ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন

নিজস্ব প্রতিনিধি: হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবায় শনিবার কমবে ট্রেনের সংখ্যা। এতদিন পর্যন্ত শনিবার সংশ্লিষ্ট লাইনে ২২৬ টা পরিষেবা পাওয়া যেত। কিন্তু তা কমে পহেলা নভেম্বর থেকে ওই লাইনে আপ এবং ডাউন মিলিয়ে ১৮৬টি মেট্রো যাত্রীরা পাবে। এক নভেম্বর থেকে পরবর্তী সমস্ত শনিবার সল্টলেক সেক্টর ফাইভ(Saltlake Sector Five) থেকে হাওড়া ময়দান যাওয়ার প্রথম মেট্রোর সকালের সময়সূচীও পরিবর্তন হচ্ছে। সকাল ৬:৩৯ মিনিটের পরিবর্তে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা বেজে ৩২ মিনিটে। শনিবার হাওড়া ময়দান(Howrah Maidan) থেকে সল্টলেক সেক্টর ফাইভে যাওয়া প্রথম মেট্রো এবং হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান যাওয়ার শেষ মেট্রোর সময়ও পরিবর্তন আনা হয়েছে।

চাকরিজীবী মেট্রোযাত্রীদের একাংশের দাবি ছিল শনিবারও সেক্টর ফাইভে বহু অফিস খোলা থাকে। ফলে ঐদিন মেট্রো সংখ্যা বাড়ালে তাদের যাতায়াতে বিশেষ সুবিধে হয়। কিন্তু তার পরিবর্তে মেট্রো সংখ্যা কমা নয় সপ্তাহের ঐ নির্দিষ্ট দিনে তাদের গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে সমস্যা হওয়ার আশঙ্কা আরও বাড়ছে বলে তারা মনে করছেন। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা চালু হওয়ার পর বহু মানুষ উপকৃত হচ্ছেন। সিগন্যালের(Signal) যানজট থেকে মুক্তি পেয়ে মানুষজন সঠিক সময় অফিস যেতে পারছেন অতি দ্রুত। কিন্তু শনিবার গ্রিন লাইনে মেট্রো সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে সপ্তাহে একদিন মেট্রো সংখ্যা কমানোর পাশাপাশি প্রথম ট্রেনের যাতায়াতের কর্মসূচিতেও রদবদল ঘটালো মেট্রো কর্তৃপক্ষ।

এমনিতেই প্রতিদিনই প্রায় মেট্রো চলাচলে বিভ্রাটের ঘটনা ঘটে থাকে। শুক্রবারও ব্লু লাইনে(Blue Line) দমদম থেকে শোভাবাজার পর্যন্ত আপ ও ডাউন দুই লাইনে মেট্রো পরিষেবা বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। গিরিশ পার্ক থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশন এর মধ্যে ব্লু লাইনে শুক্রবার সকালে দীর্ঘক্ষণ পরিষেবা চালু রাখা হয়। অফিস টাইমে এই পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েন যাত্রীরা ।দ্রুততার সঙ্গে কাজ করে পরিষেবা স্বাভাবিক করা হয় পরে। শনিবার ব্লু লাইনে বেলগাছিয়ার কাছে অটো সিগনালিং ব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ায় মেট্রো পরিষেবায় বিভ্রাট দেখা দেয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মেয়াদোত্তীর্ণ ভিসা সহ পাক-আফগান-বাংলাদেশী নাগরিকদের খোঁজে পুলিশ

পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহেই জাঁকিয়ে শীত? জানাল আবহাওয়া দফতর

ডেঙ্গুর বলি ভাঙড়ের লাঙলপোতার মাজেদা বিবি, আইডি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যু

পার্থের মুক্তি নিয়ে মুখ খুললেন ‘বান্ধবী’ অর্পিতা, কী বললেন?

‘কারও দুটো বউ থাকতে পারে, আমার একটা বান্ধবী থাকতে পারে না?’- জেলমুক্তির পর অর্পিতাকে নিয়ে মুখ খুললেন পার্থ

ম্যাচের দিনগুলিতে ইডেন গার্ডেন্সের আশেপাশে সমস্ত রকমের গাড়ি পার্কিং নিষিদ্ধ, যান চলাচল হবে নিয়ন্ত্রণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ