এই মুহূর্তে




মোদির হাত ধরে মেট্রোর নতুন রুটের উদ্বোধন, জানুন ভাড়ার তালিকা

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা মেট্রো লাইনের ব্লুপ্রিন্ট, বাস্তবে পরিষেবা দিতে শুরু করেছে। যানজটের নাগপাশ মুক্ত নির্ঝঞ্ঝাট মেট্রো পরিষেবা এবার সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান অব্দি চলবে। শুক্রবার মোট তিনটি লাইনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গ্রীন লাইনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান, অরেঞ্জ লাইনে টুবি থেকে বেলেঘাটা, ইয়েলো লাইনে, নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত চালু হল মেট্রো পরিষেবা। এই পরিষেবা চালু হওয়ার পেছনে কৃতিত্ব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রয়েছে। তিনি প্রথম কলকাতাকে মেট্রো দিয়ে ঘিরে দেওয়ার পরিকল্পনা করেছিলেন।

শুক্রবার এই তিন লাইনের উদ্বোধন হওয়ার পরে গোটা কলকাতার পরিবহনের মানচিত্র অনেকটাই বদলে গিয়েছে। হাওড়া ময়দান থেকে যে কেউ মেট্রো রুটেই সহজে পৌঁছে যেতে পারবেন বিমানবন্দর সটলেক সেক্টর ফাইভ থেকে শুরু করে কবি সুভাষ বা বেলেঘাটায়। তার জন্য যানজটে পড়তে হবে না। তবে কেমন হবে মেট্রোর ভাড়া?

জানা গিয়েছে, হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে গ্রীনলাইনে শিয়ালদার খরচ ২০ টাকা, ফুলবাগানের খরচ হয়েছে ২০ টাকা, সল্টলেক স্টেডিয়ামের খরচ ২০ টাকা, বেঙ্গল কেমিক্যালের খরচ ৩০ টাকা, সিটি সেন্টারের ৩০ টাকা, করুণাময়ীর খরচ ৩০ টাকা, সল্টলেক সেক্টর ৫- খরচ ৩০ টাকা। অরেঞ্জ লাইনে হাওড়া ময়দান থেকে ভিআইপি বাজারের খরচ ৫০ টাকা, ঋত্বিক ঘটকের খরচ ৫০ টাকা, বরুণ সেনগুপ্তের খরচ ৫০ টাকা, বেলেঘাটার খরচ ৫০ টাকা, ইয়েলো লাইনে দমদম ক্যান্টনমেন্ট যেতে খরচ ৪০ টাকা, যশোহর রোডের খরচ ৫০ টাকা, বিমানবন্দরের খরচ ৫০ টাকা, এছাড়া শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড যেতে লাগবে ১০ টাকা,  বিমানবন্দর থেকে দমদমের খরচ ৩০ টাকা, কবি সুভাষের খরচ ৪৫ টাকা, ধর্মতলায় ৪০ টাকা, সল্টলেক সেক্টর ৫: ৭০ টাকা। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটে ৮ মিনিট পরপর মেট্রো। সকাল সাড়ে ৬ টা থেকে রাত ১০টা ১৯ মিনিট পর্যন্ত মেট্রো চলবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যে ধর্ষণের ঘটনায় উত্তরপ্রদেশের ধাঁচে ‘এনকাউন্টার’ চান শুভেন্দু অধিকারী

‘কর্মরত শিক্ষকদেরও টেট পাশ হতে হবে’, নির্দেশ পুনর্বিবেচনার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য

অনন্তনাগে ২ বাঙালি জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

মেট্রোয় গোলযোগ, দক্ষিণেশ্বর থেকে গিরিশপার্ক পর্যন্ত ব্যহত পরিষেবা

বিদ্যাসাগর সেতু একটানা ৯ ঘন্টা বন্ধ শনি ও রবিবার, মেরামতির জন্য

কালীপুজোর আগে বসতে চলেছে বাজির বাজার, এবার কবে কোথা থেকে কিনবেন গ্রিন বাজি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ