এই মুহূর্তে




রাজ্যে ধর্ষণের ঘটনায় উত্তরপ্রদেশের ধাঁচে ‘এনকাউন্টার’ চান শুভেন্দু অধিকারী

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে একের পর এক ধর্ষণকাণ্ডের ঘটনা ঘটছে। সেই বিষয়ে এবার সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর মন্তব্য, পশ্চিমবঙ্গ উত্তর প্রদেশকে অনুসরণ করুক। যোগী আদিত্যনাথ এর শাস্তির ধরন অনুসরণ করুক পশ্চিমবঙ্গ সরকার ও তার প্রশাসন। শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) স্পষ্ট মন্তব্য, অভিযুক্তকে জমা নিয়েই খরচ করা উচিত। অর্থাৎ ধর্ষণের ঘটনায় যে ধরা পড়বে তাকে গ্রেফতার করার পর এনকাউন্টার করার দরকার বলে মনে করেন বিরোধী দল নেতা। কসবার আইন কলেজে(Kasba Law College) ধর্ষণ এবং দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ এই ঘটনাগুলিতে যারা অভিযুক্ত তারা যেন কোন ভাবে ছাড়া না পান তারা রাজ্য সরকারকে খেয়াল রাখতে হবে এমনটাই মন্তব্য শুভেন্দু অধিকারীর। জলপাইগুড়ির রাজগঞ্জের বানিয়াপুকুর এলাকায় বছর দুই আগে একটি মেয়ে ধর্ষণ হয়। সেই ঘটনায় অভিযুক্তের ফাঁসির সাজা দেওয়া হয়। কিন্তু তা এখনো কার্যকর হয়নি।

সেই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বলেন যোগী আদিত্যনাথের মডেল আনা হোক। এর আগে আরজি কর কাণ্ডের সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Bandopadhay) এনকাউন্টারের কথা বলেছিলেন। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একের পর এক ধর্ষণকাণ্ড নিয়ে রাজ্যের শাসক দলকে নিশানা করেন তিনি। তার মন্তব্য বারবার এইসব ধরনের ঘটনা ঘটছে। কেন বার বার এমন ঘটনা ঘটছে? রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বারবার ডিভিসিকে(DVC) কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন সব জায়গায় জল জমলে উনি ডিভিসি’র জল ছাড়া কে দেখতে পান কিন্তু কসবার ঘটনা থেকে এখনো নারী নির্যাতনের বিরুদ্ধে কোন কথা বলেননি মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতার প্রশ্ন দুই ছাত্রীর উপর নির্যাতনের ঘটনায় এখনো তিনি চুপ। অথচ যে কোন ঘটনায় মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন। এই ঘটনাগুলিতে উনি চুপ কেন? ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় শনিবার সকাল থেকে দুর্গাপুর উত্তাল। কয়েকজন যুবক ওই পড়ুয়াকে টেনে হিঁচড়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। ওই চিকিৎসক পড়ুয়াকে পরে তার সহপাঠীরাই হাসপাতালে ভর্তি করে এফ আই আর দায়ের হয়েছে তবে সেই ঘটনায় এখনো গ্রেফতার হয়নি।

এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, রাজ্যে ঘটা নারী নির্যাতনের প্রতিবাদে বিজেপি বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় সমস্যা নারী নির্যাতন । এই ধরনের একাধিক ঘটনার পর রাজ্যের ১৪ টি কন্যা সুরক্ষা যাত্রা করা হয়েছে। এবারও নানা ধরনের প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে বলে শুভেন্দু অধিকারী জানান। তার মতে ধর্ষণ বা নারী নির্যাতনের ঘটনায় গ্রেফতার করলে শুধু হবে না। যোগী আদিত্যনাথ কিংবা হেমন্ত বিশ্বাস শর্মা বা চন্দ্রবাবু নাইডু’র মত সক্রিয় পদক্ষেপ নিতে হবে। রাজ্যে পুলিশের মা ও স্ত্রীরাও সুরক্ষিত নন। নাম না করে অনুব্রত মণ্ডলের(Anubrata Mandal) কথা প্রসঙ্গ টেনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বিরোধী দলনেতা। বোলপুরে ওই ঘটনার পর মুখ্যমন্ত্রী বীরভূমে গিয়ে অনুব্রত মণ্ডলের নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়িয়ে দেন। আগে চারজন নিরাপত্তা রক্ষী পেতেন এখন মোট ২২ জন নিরাপত্তা রক্ষী। তাকে জেলা আহ্বায়ক করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘কর্মরত শিক্ষকদেরও টেট পাশ হতে হবে’, নির্দেশ পুনর্বিবেচনার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য

অনন্তনাগে ২ বাঙালি জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

মেট্রোয় গোলযোগ, দক্ষিণেশ্বর থেকে গিরিশপার্ক পর্যন্ত ব্যহত পরিষেবা

বিদ্যাসাগর সেতু একটানা ৯ ঘন্টা বন্ধ শনি ও রবিবার, মেরামতির জন্য

কালীপুজোর আগে বসতে চলেছে বাজির বাজার, এবার কবে কোথা থেকে কিনবেন গ্রিন বাজি?

খাস কলকাতায় প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণ, নাদিয়ালে গ্রেফতার অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ