এই মুহূর্তে




রবিবার ফের ৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি?

নিজস্ব প্রতিনিধি: মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য আগামী রবিবার (১৪ ডিসেম্বর) ফের ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)-তে যান চলাচল। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে,  রবিবার ভোর ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিদ্যাসাগর সেতু দিয়ে সমস্ত রকম যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। ওই দিন বিকল্প পথেই যান চলাচল করবে।

গত অগস্ট থেকে প্রায় নিয়মিত বিদ্যাসাগর সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। দিনে অন্তত এক লক্ষ গাড়ি যাওয়া-আসা করে এই সেতু দিয়ে। ১৯৯২ সালে উদ্বোধনের পর থেকে সেতু রক্ষণাবেক্ষণের কাজ হলেও, সেতুর ঝুলন্ত কেব্‌ল বদলানোর কাজ কখনও হয়নি। এ বার সেই কাজে হাত দিয়েছে কর্তৃপক্ষ। মোট ১৫২টি কেব্‌লের মধ্যে প্রথম পর্যায়ে ১৯টি কেব্‌ল বদলানোর পরিকল্পনা হয়েছে। প্রতিটি কেব্‌ল বদলাতে প্রায় এক মাস সময় লেগে যায়। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ৩১ মে-র ম‌ধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ করা হবে। তবে এই সময়সীমা প্রয়োজনে বাড়ানোও হতে পারে।

সেতু বন্ধ থাকায় ওইদিন ভোর ছয়টা থেকে দুপুর দুটো পর্যন্ত যারা দ্বিতীয হগুলি সেতু দিয়ে যাতায়াতের কথা ভেবেছিলেন তাদের বিকল্প পথে গন্তব্যে পৌঁছতে হবে। হাওড়া সেতু, নিবেদিতা সেতু বা পুরনো বালি সেতু (বিবেকানন্দ সেতু) ধরতে হবে। যাত্রিবাহী গাড়িও এই পথেই ঘুরবে। তবে পণ্যবাহী গাড়ি ওই পথ ধরতে পারবে না। কোলাঘাট থেকে যে সব পণ্যবাহী গাড়ি কলকাতার দিকে আসবে, সেগুলিকে ধূলাগড় টোলপ্লাজা হয়ে নিবেদিতা সেতু বা বিবেকানন্দ সেতু ধরতে হবে। আর ডানকুনি থেকে যে সব পণ্যবাহী গাড়ি কলকাতায় আসবে, সেগুলিকে মাইতিপাড়া হয়ে নিবেদিতা সেতু ধরতে হবে। অন্যদিকে হাওড়া থেকে কলকাতায় যেতে হলে হাওড়া (রবীন্দ্র) সেতু ধরে কলকাতার দিকে যেতে হবে। সেক্ষেত্রে মন্দিরতলা, বেতাইতলা ক্রসিং, সরসীবালা স্কুল ক্রসিং থেকে ঘুরিয়ে (ডাইভারশন) দেওয়া হ্তে পারে। বর্তমানে দ্বিতীয় হুগলি সেতু মুলত হুগলি রিভার ব্রিজেস কমিশনার্স (HRBC)-এর অধীনে রক্ষণাবেক্ষণ হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চিংড়িঘাটার মেট্রোর জট কাটাতে ফের বৈঠক করার নির্দেশ হাইকোর্টের

‌প্যাটিস বিক্রেতাদের মারধর করেও মিলল জামিন, উল্টে আক্রান্তের বিরুদ্ধে থানায় অভিযোগ হিন্দুত্বের পোস্টার বয়দের

শেষ দিনেও এসআইআর ফর্ম ফিলআপ করেননি মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন নিজের অনড় অবস্থান

দু’জায়গায় ভোটার কার্ড , ২বার SIR ফর্ম জমা করতে গিয়ে ধরা পড়ায় BLO ‘কে গালমন্দ, থানায় অভিযোগ দায়ের

শনিতে যুবভারতীতে মেসির সঙ্গে থাকবেন সৌরভ, থাকছেন আরও ১ তারকা

ব্রিগেডে পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠের পর এবার কংগ্রেসের ডাকে সংবিধান পাঠ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ