এই মুহূর্তে




কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রীর জনসভা শুনতে এসে ভিড়ের মধ্যে গলার হার খোয়ালেন একাধিক মহিলা

নিজস্ব প্রতিনিধি , কৃষ্ণনগর: মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষ্ণনগরের সভা শুনতে এসে সোনার হার হারালেন একাধিক মহিলারা । বড় আশা করে বৃহস্পতিবার দুপুরে এসেছিলেন নদিয়ার কৃষ্ণনগরে(Krishnanagar) মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষন শুনবেন বলে তাঁরা। ভাষণ শুনতে আসার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা হাতসাফাইয়ের কাজ চালাল । এমনটাই মনে করছেন অনেকে। কারণ ভিড়ের মধ্যে মহিলাদের একের পর এক গলার সোনার হার(Gold Chain) খোয়া গেল । পরে টের পেয়ে একাধিক গৃহবধূ কান্নায় ভেঙে পড়েন । গৃহবধূরা বলেন, অনেক আশা করে এসেছিলাম মুখ্যমন্ত্রীর(CM) মুখে ভাষণ শুনব বলে। জীবনের প্রথম ভাষণ শুনতে এসেই তারা নিঃস্ব হলেন । কান্নায় ভেঙে পড়েন মহিলারা ।

কারণ একদিকে দুর্মূল্যের বাজারে সোনার দাম এখন আকাশছোঁয়া, অপরদিকে এই সোনার হারের সঙ্গে তাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে।পুলিশ অবশ্য ১৩ থেকে ১৪ জন মহিলাদের সোনার হার খোয়া যাওয়ার ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত করছে। সভাস্থলে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার(CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গত রবিবার আলিপুরদুয়ার জেলার পুলিশ ওই জেলার প্যারেড গ্রাউন্ডে অনুকূল ঠাকুরের ধর্মীয় উৎসবে হাজির হওয়া এক চিন্তাই চক্রকে হাতেনাতে ধরে ফেলে। জানা যায়, ওই চক্রটি দামি গাড়ি নিয়ে দামি হোটেল ভাড়া করে যেখানেই কোন জনসভা বা ধর্মীয় উৎসব হয় সেখানে হাজির হত এবং হাত সাফাইয়ের কাজ চালাত। মোট ১৪ জন মহিলা এবং ৪ জন পুরুষ গ্রেফতার হয়।

ধৃতদের বাড়ি হুগলি জেলার চন্দননগর কমিশনারেটের অন্তর্গত ব্যান্ডেল এলাকায়। এই চক্রের অন্যান্যদের এই ঘটনা নদীয়া জেলার কৃষ্ণনগরের মুখ্যমন্ত্রীর জনসভায় কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। যাদের গলার সোনার হার খোয়া গেছে তাদের নামের তালিকা সংগ্রহ করছে পুলিশ। পরবর্তী মুখ্যমন্ত্রীর জনসভাগুলিতে ভিড়ের মধ্যে আরও নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। আপাতত পুলিশের আশ্বাস পেয়ে চোখের জল মুছতে মুছতে মুখ্যমন্ত্রী জনসভা শেষে ফিরে গিয়েছেন কৃষ্ণনগরের কলেজ মাঠ থেকে ১৪ জন মহিলা। এত পুলিশকর্মী যেখানে মোতায়ন করা হয়েছে মুখ্যমন্ত্রীর জন্য নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, সেখানে এইরকম একের পর এক সোনার হার কি করে চুরি হল, তা বুঝে উঠতে পারছেন না পুলিশ আধিকারিকরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঝাড়গ্রাম জেলায় ১৫৫টি নতুন ও পুরনো রাস্তার উন্নয়নমূলক কাজ শুরু, ব্যয় হবে ১২৮ কোটি টাকা

শিলিগুড়িতে স্বামীর অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীর আত্মহত্যা, প্রেমিকার বাড়িতে হামলা এলাকাবাসীর

বনগাঁয় ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় পুলিশকে আক্রমণ করে বিজেপি নেতা সহ গ্রেফতার ৮

রবিবার ফের ৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি?

চিংড়িঘাটার মেট্রোর জট কাটাতে ফের বৈঠক করার নির্দেশ হাইকোর্টের

‌প্যাটিস বিক্রেতাদের মারধর করেও মিলল জামিন, উল্টে আক্রান্তের বিরুদ্ধে থানায় অভিযোগ হিন্দুত্বের পোস্টার বয়দের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ