17ºc, Mist
Thursday, 2nd February, 2023 3:41 am
নিজস্ব প্রতিনিধি: এখন রাজ্যরাজনীতি তোলপাড় ভাঙড় ইস্যুতে। বুধবার আইএসএফ নেতাকর্মীরা কলকাতায় মিছিল করেছেন। প্রতিবাদ জানানো হয়েছে বিধায়ক নওশাদ সিদ্দিকির গ্রেফতারের। সেই প্রতিবাদ মিছিলকে কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (KUNAL GHOSH)।
এদিন কুণাল বলেন, সরস্বতী পুজো এবং সাধারণতন্ত্র দিবসের প্রস্তুতি চলছে। তাই পুলিশি অনুমোদন দেওয়া হয়নি। তাঁর অভিযোগ, এই মিছিল ইন্ধন এবং প্ররোচনার। তৃণমূল মুখপাত্রের দাবি, প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। সরকার রাজধর্ম পালন করেছে বলেও দাবি করেন কুণাল। তিনি বলেন, তৃণমূলের পক্ষ থেকে আরাবুলরাও মিছিল করতে চেয়েছিলেন। তবে পুলিশের অনুমতি না মেলায় সেই মিছিল তাঁরা বাতিল করেছেন।
বুধবার কুণাল বলেন, ধর্মতলায় যা হয়েছিল তা অনভিপ্রেত। অভিযোগ, মিছিল থেকে আক্রমণ করাও হয়। ‘ভুয়ো রক্ষী’ কাণ্ডকেও কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তিনি আরও বলেন, ধর্মগুরুদের শ্রদ্ধা। তবে রাজনৈতিক নেতাদের মত আচরণ তাঁদের কাছ থেকে কাম্য নয়। বলেন, এঁরা প্রত্যক্ষ রাজনীতির ভাষায় কথা বলে, এটা দুর্ভাগ্যজনক। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রচার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। কুণাল বলেন, কোনও হিংসাত্মক ঘটনা ঘটলে সরকার জাতি, ধর্ম এবং বর্ণ নির্বিশেষে রাজধর্ম পালন করবে।
তিনি বলেন, ধর্মগুরুরা যদি রাজনীতিতে এসে রাস্তা অবরোধ করে পুলিশের সামনে পড়ে তাহলে তাঁরা আর ধর্মগুরু থাকেন না। তাঁর বক্তব্য, দাবি করা হচ্ছে তাঁরা ভোট দিয়েছেন বলেই না কি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মসনদে বসেছেন। তা ঠিক নয়। তাঁরা ভোট দিয়েছিলেন আইএসএফকে।