এই মুহূর্তে




১৫ বছর পর ফেসবুকে ভারসাম্যহীন ছেলের খোঁজ পেল পরিবার, বাংলাদেশে গেল কীভাবে? প্রশ্ন পরিবারের

নিজস্ব প্রতিনিধি, মালদহ : দুই সন্তানই মানসিক ভারসাম্যহীন। দীর্ঘ ১৫ বছর ধরে খোঁজ ছিল না তাঁদের। আচমকাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বাড়ির ছোটো ছেলের খোঁজ পেল হতদরিদ্র পরিবার। ছেলের ছবি দেখতে পেলেও কাছে পেতে প্রশাসনের দ্বারস্থ্য হয়েছে অসহায় পরিবার। ছেলেকে কাছে পাওয়া এত সহজ নয়, তা বুঝতে পেরেছে বৃদ্ধ দম্পতি। বাংলাদেশের  কুমিল্লার দাউদকান্দি এলাকায় ভবঘুরের মতো ঘুরে বেড়াতে দেখা গিয়েছে মানসিক ভারসাম্যহীন নাজিমুলকে।

ছেলেকে বাড়ি ফিরিয়ে আনতে রাজ্য সরকারের কাছে কাতর আর্জি জানিয়েছে বৃদ্ধ বাবা- মার।ভিডিও কলে পরিবারের সঙ্গে কথাও বলেছে নাজিমুল। সোমবার মর্মস্পর্শী হৃদয়বিদারক ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল থানার মতিহার পুর গ্রাম পঞ্চায়েতের ইসলাম পুর ছোকর দিঘিতে। ছেলেকে ফিরে পেতে চাঁচল থানার পুলিশের কাছে আবেদন জানিয়েছে বৃদ্ধ বাবা মারুফ আলি। তাঁর দুই সন্তানই মানসিক ভারসাম্যহীন। দুজনেই বহু বছর ধরে নিখোঁজ। ছোট ছেলের খোঁজ মেলার পরে ছেলেকে ফিরে পাওয়ার কাতর আর্জি প্রশাসনের কাছে।

জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীন যুবকের বাড়ি মালদহের চাঁচল থানার ইসলামপুর ঝক্করদিঘী গ্রামে। সম্প্রতি, একটি ভাইরাল ভিডিও দেখে তাঁকে নিজের ছেলে বলে দাবি করছেন মারুফ আলি ও মা নুরেজা বিবি। গ্রামবাসীও দাবিও করেছে, ভিডিওতে থাকা যুবক তাদেরই গ্রামের নাজিমুল।

স্থানীয়রা জানিয়েছেন, এলাকাতেই ঘুরে বেড়াতেন নাজিমূল। ১৫ বছর আগে হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে আর ফেরিনি। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার হদিস পাইনি পরিবার। গত দুদিন ধরে বাংলাদেশী এক যুবকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নাজমুলের ভিডিও পোষ্ট করা হয়। ভিডিওতে দেখা গিয়েছে, নাজিমুল একটি হোটেলে খাওয়ার জন্য বসে রয়েছে। তাকে খেতে দেওয়া হয়েছে। আবার কেউ তাকে তাড়া করছে। সেই ভিডিও দেখেই ছেলেকে শনাক্ত করে পরিবার। তবে কাঁটাতারের ওপার থেকে কিভাবে ছেলেকে ফিরাবে এনিয়ে দুশ্চিন্তায় কাটাচ্ছে বাবা মা। পরিবারের প্রশ্ন, গ্রাম ছেড়ে সে কীভাবে সীমান্ত পাড় হয়ে বাংলাদেশে পৌঁছে গেল?

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঝাড়গ্রাম জেলায় ১৫৫টি নতুন ও পুরনো রাস্তার উন্নয়নমূলক কাজ শুরু, ব্যয় হবে ১২৮ কোটি টাকা

শিলিগুড়িতে স্বামীর অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীর আত্মহত্যা, প্রেমিকার বাড়িতে হামলা এলাকাবাসীর

বনগাঁয় ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় পুলিশকে আক্রমণ করে বিজেপি নেতা সহ গ্রেফতার ৮

রবিবার ফের ৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি?

চিংড়িঘাটার মেট্রোর জট কাটাতে ফের বৈঠক করার নির্দেশ হাইকোর্টের

কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রীর জনসভা শুনতে এসে ভিড়ের মধ্যে গলার হার খোয়ালেন একাধিক মহিলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ