এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বিজেপিকে নিশানা বানিয়ে দলকেও বার্তা মমতার

Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়ার(Purulia) মাটিতে দাঁড়িয়ে শুধু দিল্লি বা গেরুয়া শিবিরকেই মঙ্গলবার নিশানা বানালেন না তৃণমূল সুপ্রিমো, দলের নেতাকর্মীদেরও কড়া বার্তা দিয়ে দিলেন।  জানিয়ে দিলেন, ‘আমি প্রত্যেককে বলব, একসঙ্গে মিলেমিশে কাজ করবে। মনে রাখবেন আমরা সবাই ছোট, মানুষ বড়। তাঁরাই এখানে নিয়ে এসেছেন। মানুষ যেদিন ছুড়ে ফেলে দেবে সেদিন কেউ তাকিয়েও দেখবে না। কেউ পুছেও দেখবে না আমি বড় না ও বড়। আমি চিরকাল এই কথা বিশ্বাস করি। এই কথা বিশ্বাস করলে আমার সঙ্গে থাকুন। নয়ত অন্য দল করুন। আমার আপত্তি নেই। তৃণমূল(TMC) করলে মানুষকে বঞ্চনা করা যাবে না। মনে রাখবেন আমরা সবাই ছোট। মানুষ কিন্তু বড়। এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান, বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন। আমার কোনও আপত্তি নেই। তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চিত করা যাবে না। আমার সঙ্গে যাঁরা দল করছেন, তাঁরা এই কথাটা মনে রাখবেন। মানুষ ছুড়ে ফেলে দিলে কেউ তাকিয়েই দেখবে না, আমি বড় না ও বড়।’

পুরুলিয়ায় এদিন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সভা। সেই সভা থেকেই তিনি নিশানা বানিয়েছেন গেরুয়া ব্রিগেডকে। পদ্ম শিবিরকে নিশানা বানিয়ে তিনি বলেন, ‘রোজ আগুন লাগায়। দাঙ্গা লাগায়। তারপর বলে কে করল। কোথাও গন্ডগোল হয় না। শুধু বিজেপির(BJP) পঞ্চায়েতে গন্ডগোল হয় কারণ কী? তার কারণ ওরা লুটে খায়। আর মানুষকে ধরে ঠেঙায়। কিছু লোক আছে কোনও কাজ না করে মিথ্যে কথা বলে। আমি মিথ্যা কথা ঘৃণা করি। ইলেকশনের আগে বলেছিলাম বিনামূল্যে রেশন পাবেন। তাই দিয়েছি। আগের বার এখান থেকে বিজেপি জিতে গেছিল। আবার ভোটের পর এসে টাকা দেবে, গন্ধা গন্ধা বাত করবে। শীত গ্ৰীষ্ম বর্ষা আমরাই ভরসা। ভোটের সময় এসে বলে উজালা গ্যাস দেব। ভোটের পর উজালা পাওয়া যায় না। সব ধর্মের, সব সম্প্রদায়ের মানুষ কে ভালবাসি। ভোটের সময় ভাগাভাগি করি না। বিজেপি বিজ্ঞাপন করে বলছে ঘরে ঘরে জল পৌঁছাচ্ছে, এটা ভুল। ঘরে ঘরে জল পৌঁছতে ৭৫ শতাংশ খরচ করতে হয় রাজ্য সরকারকে। ভোটের আগে মিথ্যে প্রতিশ্রুতি দেয় বিজেপি। ওরা এবারেও ভয় দেখাবে, টাকা দিতে চাইবে। সেই ফাঁদে পা দেবেন না।’

এদিন মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন জেলার আদিবাসী সমাজকেও। জানিয়েছেন, ‘আদিবাসী(Tribal) বন্ধুদের বলব নিশ্চিন্তে থাকুন। আপনাদের জমি কেউ কেড়ে নেবে না। আমরা আইন করে বলেছি আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না। জঙ্গল আপনাদের হাতে থাকবে। যারা কেন্দু পাতা তুলতে যায় তাঁদের টাকাও বাড়ানো হয়েছে। আমি আদিবাসী ও মাহাতোদের মধ্যে ঝগড়া লাগাতে চাই না। আপনাদের যা যা আছে সব করে দেব। মাহাতোরা চাইছেন তাঁদের ট্রাইবাল হিসাবে ঘোষণা করা হোক। এটা আমাদের হাতে নেই। আমায় দোষ দেবেন না। তবে আমরা শুরু করেছি কাজ। কারা-কারা মাহাতো সেটা সার্ভে করছি। আর কিছু অফিসার আছে দিয়েই দিচ্ছে। অভিযোগ থাকলে জানাবেন। আদিবাসী আর মাহাতো ভাইবোনরা আপনাদের যা প্রয়োজন দিয়ে দেব। কিন্তু দয়া করে ভোট এলে এদের মধ্যে ঝগড়া লাগাবেন না। অনেক মাহাতো আদিবাসী আছেন।  আদিবাসী-বাউড়ি-বাগদী-কুড়মালি বোর্ড থেকে টাকা দেওয়া হচ্ছে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ক্যানসার কেড়েছে ডান হাত, মাধ্যমিকে সাফল্য ছিনিয়ে নিল শুভজিৎ  

‘আমায় বলে মন্ত্র জানি না, উনি আমায় ধর্ম শেখাচ্ছেন’, মমতার নিশানায় মোদি

ঝাড়গ্রামে দুই দাঁতাল হাতির লড়াইয়ে একটি হাতি আটকে পড়ল ডোবাতে

মহিলাদের হাত থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়ে কেঁদে ফেললেন পাঠান

চাকদায় মমতার নিশানায় সন্দেশখালি, বাদ গেলেন না রাজ্যপাল এবং জগন্নাথও

বিজেপির মিছিল থেকে চাকরিহারা শিক্ষকদের দিকে ইট ছোড়ার অভিযোগ, রিপোর্ট তলব কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর