এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘আত্মপ্রচারে ব্যস্ত মোদি, ৫ কেজির চালেও নিজের ছবি’, কটাক্ষ মমতার

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: একই দিনে উত্তরবঙ্গের(North Bengal) বুকে দুই পৃথক পৃথক জেলায় দু-দুটি সভা। প্রথমে কোচবিহার, তার পর জলপাইগুড়িতে। কোচবিহারের সভা হয়েছিল মাথাভাঙার গুমানিরহাট হাইস্কুলের মাঠে। জলপাইগুড়ির(Jalpaiguri District) মাল শহরে সভা হল মাল(Mal) আদর্শ বিদ্যাভবনের মাঠে। প্রথম সভা ছিল ২৪’র ভোটে কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়ার সমর্থনে এবং দ্বিতীয় সভা ছিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নির্মল রায়ের সমর্থনে। আর এই দুই সভারই মুখ্য আকর্ষণ ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন মালের সভা থেকে তিনি কটাক্ষ হানেন দেশের প্রধানমন্ত্রীকে তাঁর আত্মসর্বস্ব প্রচার নিয়ে। ঘটনাচক্রে এদিন কোচবিহারেও সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

এদিন মালের সভা থেকে মমতা ঝড়বিধ্বস্ত এলাকার কথা তোলেন। তিনি বলেন, ‘এর আগেও ছুটে এসেছি। যখন ভুটানের নদীর জল এখানে ঢুকে পড়েছিল। তার বেশ কয়েক জন ভাই-বোন মারা গিয়েছিলেন। তখনও ছুটে এসেছিলাম। এ বার যখন শুনলাম, অপেক্ষা করিনি, ছুটে এসেছি। আগে গৌতমকে পাঠিয়েছিলাম। ওকে জিজ্ঞেস করলাম, কটা পর্যন্ত বাগডোগরায় বিমান নামে? ও বলল, আপনিই তো করে দিয়েছিলেন, সাড়ে ১০টা। আমি ১১টায় পৌঁছলাম। গৌতমদের বলেছিলাম, যত ক্ষণ না যাব, তোমরা এলাকা ছাড়বে না। ওরা কথা শুনেছেন। প্রশাসন দ্রুততার সঙ্গে কাজ করেছে। সমস্ত ব্যবস্থা করেছে। প্রশাসনের কেউ ঘুমায়নি, চিকিৎসকেরা ঘুমাননি। তাই এতগুলি জীবন বাঁচানো গিয়েছে। সকলের চোখে মুখে আতঙ্ক কাজ করছিল। সকলের সঙ্গে কথা বলে ভোর ৪টের সময় চালসায় যাই। অথচ প্রধানমন্ত্রী এসে বলেন, আমার নাম কেন নেই? অর্ধেক টাকা তোমার, অর্ধেক রাজ্যের, তোমার নাম কেন থাকবে? মানুষের নাম কেন থাকবে না? আসলে উনি নিজে আত্মপ্রচারে ব্যস্ত। আত্মপ্রচারে ব্যস্ত মোদি। ৫ কেজির চালেও নিজের ছবি।’

এদিন প্রধানমন্ত্রীকে কটাক্ষ হেনে মমতা মালের সভা থেকে বলেন, ‘তুমি দেশের প্রধানমন্ত্রী, সবাই তোমার নাম জানে। এত আত্মবিশ্বাসী হও, যে তোমরা জিতবে, তা হলে লোকের বাড়ি কেন তল্লাশি চালাচ্ছ? তোমার বিজেপি নেতারা এনআইএয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আমার কাছে নথি আছে। তোমার বিজেপি নেতারা আয়কর দফতর, সিআইএসএফকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজ একটা সংবাদ দেখলাম। লজ্জার বিষয় যে, আর্মি হাসপাতালও বিজেপি অর্গানাইজারদের হাতে দিয়ে দিয়েছে। লজ্জা করে না? দেশে আর্মি কখনও রাজনীতি করেনি। বিএসএফ, সিআইএসএফও করত না। আইটিও করত না। হেলিকপ্টারে আসার সময় সংবাদ মাধ্যমে দেখছিলাম। প্রধানমন্ত্রী বলেছেন, বাংলায় নির্বাচন কমিশন নজর রাখবে। আপনি বলার কে? কমিশনকেও কিনে নিয়েছেন? বলে দিয়েছেন, রোজ ওকে বদলি করো। ওর বাড়ি আয়কর দফতর পাঠাও।  কানে কানে বলে দাও, বিজেপি করলেই সাদা! তৃণমূল করলেই কালো! দারুণ নাটক। আমি বিজেপির মতো সন্ত্রাস করি না। কোথাও লেখা হচ্ছে ত্রাণ নিয়ে বিক্ষোভ। অনেক ক্ষেত্রে প্রশাসনের জানা থাকে না। ছোট জায়গা থাকে না। বড় জায়গার বিষয়ে থাকে। এটা নিয়ে বিজেপির কাছে আত্মসমর্পণ করবেন না। যাদের সব গেছে, ঘর, হাঁড়ি, কড়া, কাপড়, কম্বল, সব কিছু, সব করে দেবে সরকার। নির্বাচনী আচরণবিধি চালু না থাকলে সব করে দিতাম।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কেন্দ্রের সরকারই থাকবে কিনা সন্দেহ, আবার কেন্দ্রীয় নিরাপত্তা, হাসছে তামাম বাংলা

মালদায় মমতার পথ চেয়ে কিষান সম্প্রদায়, দাবি তপশিলী উপজাতি তকমার

ফের বঙ্গে তীব্র তাপপ্রবাহের ‘চরম সতর্কতা’ জারি করল আবহাওয়া দফতর

এবার দু ‘লক্ষেরও বেশি ভোটে জিতব নির্বাচনে : কাকলি ঘোষ দস্তিদার

‘সিপিএম কিনলে কংগ্রেস ফ্রি, কংগ্রেস কিনলে সিপিএম ফ্রি’, দাবি মমতার

‘মানুষ কাঁদছে, বিজেপি হারছে, বুক দুরুদুরু করছে’, দাবি মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর