এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মালদায় মমতার পথ চেয়ে কিষান সম্প্রদায়, দাবি তপশিলী উপজাতি তকমার

Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) আবহে দলের দুই প্রার্থীর হয়ে ভোট প্রচারে এদিন মালদায়(Malda District) পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন তিনি উত্তর মালদার তৃণমূল(TMC) প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটায় এবং পুরাতন মালদার তাঁতিপাড়ায় সভা করবেন। তারপরে দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে ইংরেজবাজার শহরে একটি পদযাত্রা করবেন। মুখ্যমন্ত্রীর এদিনের এই কর্মসূচী ঘিরে মালদার বুকে জোড়াফুল শিবির এখন রীতিমত টগবগ করে ফুটছে। তবে এদিন মুখ্যমন্ত্রীর ৩টি কর্মসূচীর মধ্যে সব থেকে বেশি নজর থাকবে ইংরেজবাজারের পদযাত্রার দিকেই। এদিন তিনি ইংরেজবাজার শহরের সুকান্ত মোড় থেকে পদযাত্রা শুরু করবেন এবং তা শহরের ফুলবাড়ি মোড়, দুর্গাবাড়ি মোড়, নেতাজি মোড়, পোস্ট অফিস মোড় হয়ে রথবাড়ি চত্বরের রবীন্দ্র মূর্তির কাছে গিয়ে শেষ হবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পথ চেয়ে রয়েছেন মালদা জেলায় বসবাস করা প্রায় দেড় লক্ষাধিক কিষান সম্প্রদায়ের(Kishan Community) মানুষ, যারা রাজ্য সরকারের কাছ থেকে তপশিলী উপজাতি তকমা(ST Certified) চান।

ইংরেজবাজার শহরে দীর্ঘদিন পর মুখ্যমন্ত্রী পদযাত্রা করবেন। ফলে তাঁকে একঝলক কাছ থেকে দেখতে শহরবাসী মুখিয়ে রয়েছেন। প্রায় তিন কিমি ওই পথের সর্বত্র বাড়ির ছাদ, দোকানে বাসিন্দারা মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করবেন বলেই এদিন সকাল থেকেই বেশ টের পাওয়া যাচ্ছে। পুলিশের তরফেও নিরাপত্তা আঁটোসাঁটো করা হচ্ছে। এদিন জেলায় মমতার আসার খবর চাউর হতেই গ্রামগঞ্জে মহিলাদের মধ্যে দেখা দিয়েছে চরম উৎসাহ। মহিলারাও সভাস্থলের পথে রওয়ানা দিয়েছেন রীতিমত দল বেঁধে। তবে এই ভিড়ের মধ্যে থাকবেন কিষান জনজাতির মানুষেরাও। জেলার বিস্তীর্ণ এলাকায় তাঁদের বসবাস। সংখ্যাটা প্রায় দেড় লক্ষ। দীর্ঘদিন ধরে তাঁরা তপশিলী উপজাতির শংসাপত্র প্রদানের দাবি জানিয়ে আসছেন। কিন্তু আজও সেই দাবি পূরণ হয়নি। তাঁদের দাবি, অন্য রাজ্যে তাঁদের তপশিলী উপজাতির আওতায় আনা হয়েছে। তবে এ রাজ্যে তাঁরা এখনও উপজাতির মর্যাদা পাননি। ভোট এলেই বিভিন্ন রাজনৈতিক দল তাঁদের এই শংসাপত্র দেওয়ার কথা বললেও তপশিলী উপজাতির মর্যাদা এখনও পাননি কিষান সম্প্রদায়ের মানুষ।    

এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচন চলাকালীন মালদার বুকে এদিন মমতার সভার দিকে তাকিয়ে আছেন তাঁরা। জোড়াফুল সূত্রে জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আবেদনও করেছেন কিষানরা। মালদহ জেলা কিষান জাতি সেবা সমিতি নামে একটি সংগঠন দীর্ঘ দিন ধরে আন্দোলন করছে জেলার কিষান সম্প্রদায়ের মানুষদের তপশিলী উপজাতির তকমা প্রদানের জন্য। তাঁরা নানান সময়ে রাজ্যের প্রশাসনের কাছে নিজেদের দাবিদাওয়া তুলে ধরছে। এদিন তাঁদেরই প্রতিনিধিদের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা আছে। মালদা জেলায় মোথাবাড়ি বিধানসভা এলাকায় কিষান জনজাতির মানুষের বসবাসের সংখ্যা সবচেয়ে বেশি। এছাড়াও বৈষ্ণবনগর, মানিকচক, রতুয়া, হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকাতেও তাঁদের বসবাস রয়েছে। ইংলিশবাজার, পুরাতন মালদার বুকেও কিষান জনজাতির মানুষ রয়েছেন। কিষান জাতি সেবা সমিতির আশা, কিষান জাতির বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে এলে তিনি সেটা গুরুত্ব সহকারে দেখবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অভিজিতের প্রার্থী পদ বাতিলের দাবি শশী পাঁজার

পঞ্চম দফার নির্বাচনে ৭ লোকসভা কেন্দ্রে থাকছে ৬১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

শেষ ইচ্ছেপূরণ, ভোট দিয়েই মৃত্যু হাওড়ার বৃদ্ধার

সিএএতে আবেদন করলে ভোটের পরে জেলে ভরে দেবে, দাবি মমতার

দুর্গাপুরের কারখানায় পাঁচিল ভেঙে মৃত ২ শ্রমিক, আহত আরও ২

নদিয়াতে বৃষ্টির আকাল থাকায়, হাঁস চাষে হতাশা ফার্ম মালিকদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর