এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মে মাসে পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিক থাকলে আগামী মে মাসে ৩ দিনের জন্য পূর্ব মেদিনীপুর(Puba Midnapur) জেলা সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। নবান্ন সূত্রে তেমনটাই জানা গিয়েছে। ওই সফরে তিনি প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি বেশ কিছু প্রকল্পেরও উদ্বোধন করবেন। এর মধ্যে অন্যতম হল সাগরের তীর ধরে দিঘা(Digha) থেকে মন্দারমণি পর্যন্ত যাওয়ার নবনির্মীত মেরিন ড্রাইভ(Marine Drive) সড়কের উদ্বোধনও। তবে মুখ্যমন্ত্রীর সফরের দিনক্ষণ ও সফরসূচী এখনও চূড়ান্ত হয়নি। তবে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মে মাসেই জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী। দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও জেলা প্রশাসনের অন্দরে সেই সফর নিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। একুশের বিধানসভা নির্বাচনের পরে এটাই মুখ্যমন্ত্রীর প্রথম পূর্ব মেদিনীপুর জেলা সফর হতে চলেছে। স্বাভাবিক ভাবেই জেলাবাসীও অধীর আগ্রহে তাকিয়ে থাকবেন এটা দেখতে যে মুখ্যমন্ত্রী জেলাবাসীকে নতুন কোনও উপহার দেন কিনা।

গত বছর সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘যশ’(Yash) বাংলার বুকে আছড়ে না পড়লেও তার প্রভাবে তীব্র জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ন এলাকা। জেলার উপকূলবর্তী রামগর-১, রামনগর-২, কাঁথি-১, কাঁথি-২ এবং খেজুরি-২ এই ৫টি ব্লকের প্রায় ৩০টি গ্রাম পঞ্চায়েত এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছিল সেই জলোচ্ছ্বাসের ঘটনায়। রাজ্য সরকারের তরফে ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করার পাশাপাশি তাঁদের ঘরবাড়িও সারাই করে দেওয়া হয়। সেই সঙ্গে সাগরের ধারে ক্ষতিগ্রস্থ বাঁধগুলি দ্রুত সারাইয়ের নির্দেশও দেওয়া হয়। সেই কাজ কতটা এগিয়েছে তা এবারের জেলা সফরে গিয়ে সরজমিনে খতিয়ে দেখতে পারেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে দিঘায় যশের জলোচ্ছ্বাসে যে সব ক্ষয়ক্ষতি হয়েছিল সেই সব কতটা সারাই হয়েছে সেটাও দেখবেন মুখ্যমন্ত্রী।

তবে জেলা প্রশাসন এখন সব থেকে বেশি ব্যস্ত আছে দিঘা থেকে মন্দারমণি পর্যন্ত মেরিন ড্রাইভ প্রকল্পের কাজ দ্রত শেষ করতে। ২০১৫ সালে দিঘা থেকে কাঁথি পর্যন্ত মেরিন ড্রাইভ তৈরির প্রকল্পের ঘোষণা করেছিলেন মমতা। নাম দিয়েছিলেন ‘সৈকত সরণি’। তা বানাতে ৭০ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। সমুদ্র বাঁধের উপর দিয়ে প্রায় ৩০ কিলোমিটার রাস্তা নির্মাণের পরিকল্পনাও করা হয়।অসেই প্রকল্পেই শঙ্করপুর থেকে তাজপুর এবং মন্দারমণি থেকে শৌলা পর্যন্ত সৈকত সরণির নির্মাণের কাজ কিছুটা বাকি। সে কাজ সম্পূর্ণ করতে জোর কদমে চেষ্টা চালিয়ে যাচ্ছে ‘দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ’। ঘূর্ণিঝড়ে একবার শঙ্করপুর থেকে জলধা পর্যন্ত ৩ কিলোমিটার বাঁধের রাস্তার ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেখানে সেচ দফতর বাঁধ দ্রুততার সঙ্গে মেরামতি করছে। অন্যদিকে, মন্দারমণির একাংশে বাকি রয়েছে রাস্তা তৈরির কাজ। তবে শঙ্করপুর মৎস্য বন্দর, তাজপুর সৈকত লাগোয়া জলধা এবং কাঁথির শৌলাতে তিনটি সেতু তৈরির কাজ প্রায় শেষ করে এনেছে পূর্ত দফতর। তিনটি সেতুর মধ্যে ন্যায়কালী সেতু এবং অ্যাপ্রোচ রোডের কাজ ইতিমধ্যে পুরোপুরি সম্পূর্ণ হয়ে গিয়েছে। জেলা পূর্ত দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার (হাইওয়ে) অনুপ মাইতি জানিয়েছেন, ‘ন্যায়কালী সেতুর কাজ শেষ। জলধা এবং শৌলার সেতুগুলির প্রায় ৮০ ভাগ কাজ হয়ে গেছে। বাকি কাজ জুনের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

বেনজির কাণ্ড, বীরভূমে বিজেপির হয়ে মনোনয়ন জমা দুই প্রার্থীর

ম্যাচ ফিক্সিংয়ের মতো বিজেপি ‘অর্ডার ফিক্সিং’ করছে, তোপ অভিষেকের

অভিজিৎকে নিশানা বানিয়ে দেবাংশুকে বড় দায়িত্ব দিলেন মমতা

তমলুকে মমতার নিশানায় অভিজিৎ, বাদ পড়লেন না বিকাশও

ফের দুয়ারে ভোট, শান্তিপুর-ফুলিয়ার তাঁত শিল্পীরা হতাশার অন্ধকারেই দিন কাটাচ্ছেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর