এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

শিলিগুড়ি জয়ের মধ্যে দিয়ে উত্তরবঙ্গে পা মমতার

নিজস্ব প্রতিনিধি: বাংলায় পরিবর্তন এসেছিল এক যুগ আগেই, ২০১১ সালে। শিলিগুড়িতে সেটাই এল ১২ বছর পরে, ২০২২ সালে। এক দশকের তৃণমূল জমানায় এই প্রথম শিলিগুড়ি পুরনিগমের ক্ষমতায় এল তৃণমূল। সেখানে মেয়র হচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। এই মাঝের ১২ বছরে বাম আর কংগ্রেস শহরের উন্নয়ন ভুলে শুধু হাতে হাত রেখে একটাই কাজ করে গিয়েছে, আর তা হল অন্ধ তৃণমূল বিরোধীতা। যেন তেন প্রকারণে হোক তৃণমূলকে ধাক্কা দেওয়াই হয়ে উঠেছিল তাঁদের ধ্যান জ্ঞান লক্ষ্য। স্বাভাবিক ভাবেই তা ধাক্কা দিয়েছে শিলিগুড়ির উন্নয়নে। তাই শিলিগুড়িও পাল্টা ধাক্কা দিল বাম কংগ্রেসকে। ধাক্ষা দিল পুরনিগম দখলের দিবাস্বপ্ন দেখা বিজেপিকেও। আর এই ঐতিহাসিক জয়ের দিনেই চার দিনের উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন কলকাতা থেকে বিমানযোগে বাগডোগরা রওনা হওয়ার আগেই শিলিগুড়িতে জয় নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাফ জানিয়েছেন, ‘উত্তরবঙ্গের জন্য কিছুই করেনি বিজেপি। পুরভোটে তারই রায় দিয়েছে মানুষ। শিলিগুড়িতে গত নির্বাচনে জিতেছিল বিজেপি। কিন্তু মানুষের জন্য কিছু করেনি। শুধু শিলিগুড়ি কেন, উত্তরবঙ্গের বহু জায়গায় বিজেপি জিতেছে। কিন্তু কোনও উন্নয়ন হয়নি। কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও কোনও কাজ করেনি বিজেপি। দক্ষিণবঙ্গের কথা তো ছেড়েই দিন। যা করেছি আমরাই। বিধানসভা নির্বাচনের সময় বিজেপি-র হাতে ভোট তুলে দিয়েছিল সিপিএম। লোকসভা নির্বাচনেও তাই করেছে। কখনও বিজেপি সিপিএমকে ভোট দেয়, কখনও সিপিএম বিজেপি-কে, কখনও বিজেপি-কে ভোট দেয় কংগ্রেস, কখনও আবার কংগ্রেস বিজেপি-কে। শিলিগুড়িতে অনেক উন্নয়ন হচ্ছে। শিলিগুড়ির সঙ্গে সরাসরি যোগাযোগ হচ্ছে নেপাল, ভুটান এবং বাংলাদেশের সঙ্গে। শিলিগুড়ির রাস্তা, ফ্লাইওভার, তিস্তা টাউন, ভোরের আলো সহ এমন সব নানা প্রকল্প আমরা নিয়েছি। একাধিক বিষয় নিয়ে তৃণমূলের সরকার কাজ করছে। এই জয় মানুষের। তবে যে কোনও জয় আমাদের আরও বেশি করে নম্র এবং মানবিক হতে সাহায্য করে। কোনও রকম প্ররোচনায় পা দেবেন না কেউ। শান্তির পক্ষে কাজ করতে হবে আমাদের।’

এদিন বাগডোগরা পৌঁছেও মুখ্যমন্ত্রী জানান, ‘শিলিগুড়ি সবার। নেপালিভাষী, হিন্দিভাষী, বাংলাভাষী সবার। এখানে সবাই খুব শান্তিপূর্ণ ভাবে বসবাস করছেন। এভাবেই থাকুন সবাই মিলেমিশে। শহরের উন্নয়ন নিয়েই কাজ করবে নতুন বোর্ড। শিলিগুড়ি খুব কনজেস্টেড হয়ে যাচ্ছে। নতুন নতুন রাস্তা করতে হবে, নতুন ফ্লাইওভার চাই, ভালো নিকাশির ব্যবস্থা চাই। শহরটাকেও খুব সুন্দর করে সাজাতে হবে। এটা শুধু দার্জিলিংয়ের মহকুমা শহর নয়, উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বারও। এখানেও শিল্প গড়তে হবে। সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নের কাজ করতে হবে।’ উল্লেখ্য শিলিগুড়ি পুরনিগমের ৪৭টি ওয়ার্ডের মধ্যে ৩৭টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী সোজা চলে যান উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পাশে পঞ্চানন বর্মা মূর্তির কাছে চলে যান। সেখানে তিনি পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে বলেন, ‘জয়ের জন্য মানুষের কাছে কৃতজ্ঞ। শিলিগুড়িতে অনেক উন্নয়ন করেছি। অনেক নতুন ফ্লাইওভার তৈরি করেছি। গাজলডোবায় ভোরের আলো তৈরি করেছি। রাস্তার কাজ শেষ হলে ৬ ঘন্টায় কলকাতায় পৌঁছে যাবেন। বাংলায় ২৬টা হেলিপ্যাড তৈরি করেছি। তিস্তা সিটিও তৈরি হচ্ছে। আমি শিলিগুড়িকে ঝকঝকে তকতকে দেখতে চাই। এমন ট্রাফিক প্ল্যান তৈরি করুন যাতে মানুষকে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে না হয়। গৌতম দেবকে আপনারা আশির্বাদ করেছেন। তাঁকে বলব সব ধর্ম-জাতের মানুষকে নিয়ে শিলিগুড়িকে আরও ঝকঝকে করতে হবে।’

আগামীকাল মুখ্যমন্ত্রী শিলিগুড়ি থেকে হেলিকপ্টারে করে কোচবিহারের উদ্দেশে রওনা দেবেন। সেখানে আগামিকাল তাঁর একটি প্রশাসনিক বৈঠক করার কথা আছে। কোচবিহারের সার্কিট হাউসে রাত্রি যাপন করে পরের দিন চিলা রায়ের জন্মদিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ফের ওই দিনই ফিরে আসবেন শিলিগুড়ি উত্তরকন্যাতে। ১৭ তারিখ দুপুরে তিনি কলকাতায় ফিরবেন। এর মধ্যে গৌতম দেব ও শিলিগুড়িতে নবনির্বাচিত দলীয় কাউন্সিলরদের নিয়ে মুখ্যমন্ত্রীর একটি বৈঠক করার কথা তৃণমূল সূত্রে জানা গিয়েছে। তবে সেই বৈঠকের স্থান, সময়, তারিখ এখনও চূড়ান্ত হয়নি। ১৭ তারিখ গৌতমবাবু মেয়র হিসাবে শপথ নিলে সেই শপথগ্রহণ অনুষ্ঠানে থাকতে পারেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানের পরেই তাঁর কলকাতায় ফেরার কথা জানা গিয়েছে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, রাতে হানা আয়কর বিভাগের

আগ্নেয়াস্ত্র দেখিয়ে চাষের জমি লুটের অভিযোগ শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

‘উনি কেন এখনও ফর্ম ফিলাপ করেননি?’, নাম না করে শান্তনুকে CAA খোঁচা মমতার

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ মিজানুর রহমানের বিরুদ্ধে জমি হাতানোর অভিযোগ

‘এখন থেকে আমি আর মোদিবাবুর নাম নেব না, বড্ড মিথ্যে কথা বলেন’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর