এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বড়দিনে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর! বিশেষ গুরুত্ব গোয়া-মেঘালয়কে

নিজস্ব প্রতিনিধি: আজ বড়দিন। তবে তার আগে প্রতি বারের মতো এ বারও ২৪ ডিসেম্বর মধ্যরাতে গির্জায় উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ দিলেন উপাসনাতেও। তবে এবারে তিনি সেন্ট পলস ক্যাথিড্রালে যাননি। পরিবর্তে গিয়েছিলেন বড়বাজারের ব্রেবোর্ন রোডের পর্তুগিজ গির্জা ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারিতে। সেখানেই তিনি যোগ দেন মধ্যরাতের উপাসনা ও ক্যারলে। মুখ্যমন্ত্রীকে সেখানে স্বাগত জানান আর্চ বিশপ। সেখানে ফিতে কেটে উৎসবের সূচনাও করেন তিনি। পরে টুইটে বিশেষ বার্তা দিলেন দেশবাসীকে। একই সঙ্গে তিনি বার্তা দিয়েছেন ফেসবুকেও।

টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সবাইকে বড়দিনের শুভেচ্ছা, ক্রিসমাসের শুভেচ্ছা। সবাই মিলে আনন্দ করুন। এই উৎসব সবার জীবন উষ্ণতা এবং আনন্দে পরিপূর্ণ হয়ে উঠুক। কোভিড বিধি মেনেই উৎসবের সুন্দর মুহূর্ত তৈরি হোক।’ অন্যদিকে ফেসবুকে তিনি লিখেছেন, ‘আজ আমি কলকাতার মোস্ট হোলি রোজারিতে গিয়েছিলাম। মধ্যরাতের প্রার্থনায় অংশ নিয়েছি। ভগবানের কাছে সকলের নিরাপত্তা ও মঙ্গল কামনা করছি। উৎসবের আলো এবং সকলের হাসিমুখ দেখে আমি আনন্দিত! উৎসবের সময় সকলেই কোভিড বিধি মেনে চলুন, এই আবেদনই করছি। সবসময় মাস্ক পড়ুন এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। সারাবিশ্বের সকল ভাইবোনেদের বড়দিনের শুভেচ্ছা জানাই। ভ্যাটিক্যান থেকে গোয়া, মেঘালয় থেকে কলকাতা, সকলকে উৎসবের মরশুমের শুভেচ্ছা। সকলে সুখ স্মৃতি বুনুন! ঈশ্বর সকলের মঙ্গল করুন।’ রাজনৈতিক কারনে এবার মুখ্যমন্ত্রীর এই ফেসবুক বার্তা বিশেষ ভাবে অনেকেরই নজর টেনেছে। কেননা কলকাতা ও বাংলার পাশাপাশি মুখ্যমন্ত্রী সেখানে গোয়া ও মেঘালয়ের কথাও বলেছেন।

বড়দিন উপলক্ষ্যে কার্যত গতকাল সন্ধ্যা থেকেই উৎসব নেমে এসেছে বাংলার বুকে। শহর হোক কী গ্রাম বঙ্গবাসী মেতেছে বড়দিনের আনন্দে। এদিন সকাল থেকেই রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে থাকা পিকনিক স্পট গুলি আমজনতার ভিড়ে মুখরিত হয়ে উঠেছে। মুকুটমণিপুর, দুর্গাপুর, হাজারদুয়ারি, তিলপাড়া, কোলাঘাট, মাইথন থেকে শুরু করে চুপির চর, সবুজ দ্বীপ, মায়াচর, টাকির মতো এলাকাও পিকনিক পার্টির আনন্দে সরগরম। কলকাতার বুকেও ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখান, ইকো পার্ক, নিক্কো পার্ক, ময়দান, সায়েন্স সিটি কচিকাঁচা থেকে আমজনতার ভিড়ে ছয়লাপ। ভিড় জমেছে শহরের নানা গির্জার পাশাপাশি পার্ক স্ট্রিটেও। তাই সর্বত্রই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরবর্তী দু’দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী বাড়ছে, জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক

১৯ মে নাগাদ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করছে বর্ষা: আবহাওয়া দফতর

অনুব্রত মণ্ডলকে জেলে ভরে ভোট আটকানো যাবে না, প্রমাণ করল জনতা: শতাব্দী রায়

লেশমাত্র টেনশন নেই, ভোটের দিন দেদার নিজস্বী তুলে সময় কাটালেন মহুয়া

নদিয়ায় ইভিএম বিভ্রাট, সব ভোট নাকি পড়ছে বিজেপিতে, তুমুল উত্তেজনা দিনভর

স্মৃতিচারণ থেকে কটাক্ষ, উনিশের সংঘর্ষ থেকে বন্দুকের কারখানা, নোয়াপাড়ায় ছুঁয়ে গেলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর