এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

১৫ লক্ষ সবুজসাথী সাইকেল পেতে চলেছে বাংলার স্কুল পড়ুয়ারা

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে স্কুলে স্কুলে মেয়েদের পড়াশোনা ছেড়ে দেওয়া ঠেকাতে এবং অবশ্যই বাল্যবিবাহ ঠেকাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) চালু করেন ‘কন্যাশ্রী’ প্রকল্প যা রাজ্যের তো চূড়ান্ত জনপ্রিয়তা অর্জন করে সেই সঙ্গে দেশ ও বিশ্বজুড়েও বন্দিত ও প্রশংসিত হয়। একই সঙ্গে মুখ্যমন্ত্রী চালু করেন ‘সবুজসাথী’ প্রকল্প(Sabuj Sathi Project) যার মাধ্যমে স্কুল পড়ুয়াদের(School Students) সাইকেল দেওয়া হয়। এবার সেই সবুজসাথী প্রকল্পের নবম দফার মাধ্যমে ১৫ লক্ষ সাইকেল(Cycle) বিলির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই সংখ্যক সাইকেল সরবরাহ করার জন্য ইতিমধ্যেই টেন্ডার হয়ে গিয়েছে। গতবারের চেয়ে এবার এই সংখ্যা কিছুটা বেড়েছে। স্কুলগুলি থেকে আসা রিপোর্ট পরীক্ষা করার পর কোন জেলায় কত সাইকেল পাঠানো হবে, সেটা ঠিক করা হয়েছে। তবে স্কুলে স্কুলে সাইকেল বিলির কাজ শুরু হতে আরও কিছুটা সময় লাগবে। কারণ যে সংস্থা সাইকেল সরবরাহ করার বরাত পাবে, তারা সেগুলি তৈরি করে পাঠাতে আরও কয়েক মাস নেবে।  

এবার সবুজসাথী প্রকল্পের মাধ্যমে স্কুল পড়ুয়াদের সাইকেল বণ্টনের জন্য প্রতিটি ব্লকে একটি করেই ‘ডেলিভারি পয়েন্ট’ চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ বিগত বছরগুলিতে দেখা গিয়েছে, একাধিক জায়গায় সাইকেল নামানোর ব্যবস্থা করার ফলে নানা রকমের জটিলতা তৈরি হয়েছিল। তাই এবার যাতে সেরকম পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, সে কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সবুজসাথী প্রকল্পের অষ্টম দফায় ১২ লক্ষ পড়ুয়াকে সাইকেল দেওয়ার কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত সাইকেল পেয়েছে ১১ লক্ষ ৩৩ হাজারের বেশি ছাত্রছাত্রী। আগের দফায় বেশ কিছু জেলায় ঘাটতি দেখা দেওয়ায় সবাইকে সাইকেল এখনও দেওয়া যায়নি। তাই যেখানে কম সাইকেল সরবরাহ হয়েছিল, সেখানে এবারে অতিরিক্ত সাইকেল দিয়ে ঘাটতি মিটিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে জেলাগুলি। সেই সূত্রেই এবার সাইকেলের সংখ্যা বেশি হচ্ছে।

তবে প্রতিবারের মত এবারও বাড়তি সাইকেল পড়ে থেকে থেকে নষ্ট যাতে না হয়, সেজন্য বাংলার শিক্ষার পোর্টাল থেকে উপভোক্তাদের সংখ্যার তালিকা স্কুলগুলি তাদের মতো করে মিলিয়ে পড়ুয়াদের নাম নথিভুক্ত করেছে। তাতে বেশ কিছু জেলায় লক্ষাধিক পড়ুয়াকে সাইকেল দিতে হবে। যেমন দক্ষিণ ২৪ পরগনায় এই সংখ্যা প্রায় ১ লক্ষ ১৮ হাজার পড়ুয়াকে সাইকেল দিতে হবে। উল্লেখ্য, ২০১৫-১৬ সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত ১১ কোটির বেশি সাইকেল বিলি করেছে সরকার। দেশের আর কোনও রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের হাতে এত সংখ্যক সাইকেল বছর বছর তুলে দেয় না। এই সাইকেল প্রদানের জেরে স্কুলছুটের পরিমাণ যে গ্রাম বাংলার বুকে অনেকটাই কমেছে, বিশেষ করে মেয়েদের সেটা নানা সমীক্ষায় ইতিমধ্যেই উঠে এসেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লক্ষ্মীর ভান্ডার বন্ধ হলে হাতা- খুন্তির লড়াই, হুঁশিয়ারি মমতার

মালদায় পুলিশি অভিযানে উদ্ধার ২৮ কোটির মাদক, ৩২ লাখ টাকা, গ্রেফতার ১

মহিলাদের অপমান করেছে বিজেপি, সন্দেশখালি নিয়ে সুর চড়ালেন অভিষেক

কনে যাত্রী নিয়ে যাওয়ার পথে শিলিগুড়িতে গাড়ি উল্টে মৃত্যু দু’জনের,আহত অন্তত ২৮

বহরমপুরের কিছু বুথে পুনরায় ভোটের দাবি কংগ্রেসের

বাইরে থেকে ইন্ডিয়া জোটকে সমর্থন, জানালেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর