এই মুহূর্তে




‘অসুরদের বিনাশ করো..’, এসআইআর নিয়ে মা দুর্গার কাছে আর্জি মমতার

নিজস্ব প্রতিনিধি : দুর্গা অঙ্গনের শিলান্যাস মঞ্চ থেকে SIR নিয়ে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, সবকিছু ভেঙে তছনছ করে দিচ্ছে। দেশে কে থাকবে, কে থাকবে না সেটা ঠিক করছে। বহু মানুষ আজ অসহায়। মা দুর্গাকে আহ্বান জানিয়ে তিনি বলেছেন, অশুভ শক্তির বিনাশ ও অসুরদের বিনাশ করুন মা। মানবিক পণ ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন তিনি। মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। ১ মাসে প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে। আত্মহত্যা করেছেন অনেকে। বাংলাতে থেকে মানুষকে প্রমাণ করতে হচ্ছে, সে দেশের নাগরিক।

হোটেলে বাংলাদেশি নাগরিকদের থাকা ও প্রবেশে নিষিদ্ধাজ্ঞা জারি হয়েছে উত্তরবঙ্গে। বিজ্ঞপ্তি জারি করেছে কোচবিহার হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন। এই নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলায় কথা বললে হোটেলে জায়গা পাওয়া যাবে না? দেশভাগের সময় বাংলাদেশ, পাকিস্তান, ভারত একসঙ্গে ছিল। ১৯৭১ সালের চুক্তি অনুযায়ী, ১৯৭১ সালের মার্চ পর্যন্ত যাঁরা এদেশে এসেছে, তাঁরা সকলেই ভারতীয়।

মুখ্যমন্ত্রীর কথায়, ১৭.২৮ একর জমির ওপরে তৈরি করা হচ্ছে দুর্গা অঙ্গন। বাংলার মুকুটে আরও একটি পালক। প্রতিদিন এখানে ১ লক্ষ মানুষ আসতে পারবেন। আনুমানিক ২৬২ কোটি টাকা ব্যায়ে তৈরি হতে চলেছে এই দুর্গা অঙ্গন। এই অনুষ্ঠানে হাজির রয়েছেন সব ধর্মের মানুষ। মঞ্চে রয়েছেন হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রীষ্টান সহ সব সম্প্রদায়ের মানুষ। ৩৬৫ দিন মা দুর্গার পুজো হবে। নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা যাবে প্রতিদিন।ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজকে সম্মান জানিয়ে তৈরি করা হচ্ছে এই দুর্গা অঙ্গন। জানা গিয়েছে, একটি মন্দিরের আদলে মূল ফটকটি তৈরি হবে। সেখান থেকে দু’দিকে সবুজ ঘাসের গালিচার  রাস্তা তৈরি হবে। তারপরেই পৌঁছে যাওয়া যাবে মন্দিরে। বাংলার শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের স্থায়ী কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এই দুর্গা অঙ্গন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দক্ষিণবঙ্গে হাড়কাঁপানো ঠাণ্ডা, বছর শেষে আর কতটা নামবে তাপমাত্রা?

কলকাতায় মেঘলা আকাশ , হালকা কুয়াশা আর কনকনে ঠান্ডা আপাতত ৪৮ ঘণ্টা ব্যাটিং করবে

শহরে ৩ দিনের সফরে পা রেখেই সল্টলেকে কোর কমিটির সঙ্গে বৈঠকে অমিত শাহ

বর্ষবরণের রাতে ঘরে ফেরার চিন্তা দূর করতে অতিরিক্ত মেট্রো চলবে শহরে

অন্তঃস্বত্তা মহিলা ও ৮৫ ঊর্ধ্ব সহ অসুস্থদের ডাকা যাবে না শুনানিতে , নির্দেশ কমিশনের

ময়দান স্টেশনে আপ লাইনে মেট্রোর সামনে ঝাঁপ, ব্যাহত পরিষেবা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ