এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ডাবগ্রাম-ফুলবাড়ির সভা থেকে মোদি-শাহ-বিজেপিকে নিশানা মমতার

Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: চৈত্র সংক্রান্তির দিনেই বাংলার(Bengal) বুকে বিজেপিকে ‘চৈত্র সংক্রান্তি’ বানিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-ফুলবাড়িতে নির্বাচনী সভা থেকে তিনি নিশানা বানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) ও বিজেপিকে(BJP)। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা, সন্দেশখালি নিয়ে মিথ্যা অভিযোগ, CAA-NRC নিয়ে উদ্বেগ এবং বাংলায় প্রচারে এসে মোদি ও শাহের নানা হুমকি ধমকির পাল্টা জবাব এদিন দেন মমতা।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচনের পর সবাইকে বেছে বেছে জেলে ভরব। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, লটকা দেঙ্গে। বলি কী বাংলায় এসব হয় না। গুজরাট, উত্তরপ্রদেশে হতে পারে। বাংলা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। ভোটের পর জেলে ভরব। উলটো করে ঝোলানো হবে। আমার দলে কেউ বললে না, দল থেকে তাড়িয়ে দিতাম। ১১’র ভোটে আমরা স্লোগান দিয়েছিলাম, বদলা নয় বদল চাই। আর দিল্লির উড়োপাখিগুলো এখানে এসে যতো দাঙ্গা করে, কী ভাষার ছিরি তাদের! আমরা বলেছিলাম বদলা নয় বদল চাই, আর ওরা বলছে বেছে বেছে জেলে ঢোকাবে। সবচেয়ে বড় চোর, ডাকু মাফিয়া বিজেপি তৈরি করে, ওদের পরিচালনা করে। আর আমি যত-ই চুরি করি, আমি যদি চুরি করে বিজেপিতে যাই, আমার সব দোষ মাফ! বেঙ্গালুরুতে একটা ঘটনা ঘটল। দু’ঘণ্টার জন্য মেদিনীপুরে লুকিয়ে ছিল। আমাদের পুলিশ খুঁজে দিয়েছে। ওদের বাড়ি কর্নাটকে। ২ দিন ধরে গদ্দারদের জায়গাতেই ছিল। ওদের একটা ফড়ে আছে। বলে দিল পশ্চিমবঙ্গ সেফ নয়। উন্নাও, হাথরসে কী হয়েছে? ভুলে গেছে, বেঙ্গালুরু আলাদা বাংলা আলাদা।’

এর পাশাপাশি মমতা বলেন, ‘ভোটের আগে একটা ছোট্ট সন্দেশ পেয়েছিল। ওখানে কোনও খুনও হয়নি। যা হয়েছিল, মিটিয়ে দিয়েছি। সব ফিরিয়ে দিয়েছি। আমাদের লোককে আমরা গ্রেফতার করেছি। কিন্তু, বিলকিস বানুর ঘটনায় কেন অপরাধীকে ছাড়়া হল! কেন হাথরাসের সময় আপনাকে দেখা যায়নি। মণিপুরে যখন মহিলাদের উপর অত্যাচার হচ্ছিল তখন কোথায় ছিলেন? আপনারা যে ভোট দিয়ে সবকটায় বিজেপিকে জেতালেন তারা কি করেছে বলতে পারেন? যা করেছি আমরা করেছি। যা উন্নয়ন আমরা করেছি। রেলমন্ত্রী থাকাকালীন আমি  উত্তরবঙ্গের সমস্ত রেল যোগাযোগ উন্নত ও নতুন রেল চলাচলের ব্যাবস্থা সবটাই আমি করে দিয়ে ছিলাম। এখন ক্যা ক্যা করে চেঁচাচ্ছে। এনআরসি করবে বলছে। মাছ দেখেছেন মাছ। মাছের ল্যাজাটা হল এই ক্যা আর মাথাটা হল এনআরসি। মুসলিম, রাজবংশী, হিন্দু, তফসিলি, আদিবাসী, খ্রিস্টানদের বিয়ের নানা পদ্ধতি আছে। কোনও ঐতিহ্য থাকবে না। সব কেড়ে নেবে। স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেই গেলেন, সবাইকে লটকে দেবেন।’

বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা প্রসঙ্গে মমতা বলেন, ‘আপনারা বলছেন বাংলাকে টাকা দেবেন না। তাহলে আমাদের থেকেও টাকা নেবেন না। কেন বাংলা থেকে টাকা নিয়ে যান? গত ৫ বছরে কেন্দ্র বাংলা থেকে ৬ লক্ষ ৮০ হাজার কোটি টাকা জিএসটি নিয়ে গিয়েছে। কেন বাংলা থেকে টাকা নিয়ে যাচ্ছেন। আগে ভাবতাম জিএসটি হলে আমাদের লাভ হবে। ৩০০ টিম পাঠিয়েও বাংলায় কোনও দুর্নীতি খুঁজে পায়নি। কেন বাংলায় টিম পাঠাচ্ছেন? কিছুই তো পাননি? সাহস থাকলে গুজরাটের একশো দিনের রিপোর্ট পেশ করুন। চোরের মায়ের বড় গলা। হিম্মত থাকলে গুজরাত, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের ১০০ দিনের কাজের রিপোর্ট পেশ করুন। কাজ করব আমরা আর ওঁরা শুধু একটা ধর্মের নাম করে যাবে, তাতে আপনার পেট ভরবে তো? মোদির গ্যারান্টি জুমলাবাজি। মোদি কা গ্যারান্টি মানে সব ভাঁওতাবাজি। ওরা ভোটপাখি। ওরা শুধু ধর্মের নামে ভাঁওতা দিয়ে ভোট নেয়। ওরা দুরাচারী, ভ্রষ্টাচারী, একটা মিথ্যাবাদীর দল। টাকা দেয় না। বিজেপিকে দেখলে বলবেন, ঘর ঘর মে শোর হ্যায়, বিজেপি চোর হ্যায়। সবচেয়ে বড় চোর-ডাকু বিজেপি। বিজেপিকে বাংলায় চৈত্র সংক্রান্তি করব। খেলা হবে। জিততে হবে। বিজেপিকে একটিও ভোট দেবেন না।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কেন্দ্রের সরকারই থাকবে কিনা সন্দেহ, আবার কেন্দ্রীয় নিরাপত্তা, হাসছে তামাম বাংলা

মালদায় মমতার পথ চেয়ে কিষান সম্প্রদায়, দাবি তপশিলী উপজাতি তকমার

ফের বঙ্গে তীব্র তাপপ্রবাহের ‘চরম সতর্কতা’ জারি করল আবহাওয়া দফতর

এবার দু ‘লক্ষেরও বেশি ভোটে জিতব নির্বাচনে : কাকলি ঘোষ দস্তিদার

‘সিপিএম কিনলে কংগ্রেস ফ্রি, কংগ্রেস কিনলে সিপিএম ফ্রি’, দাবি মমতার

‘মানুষ কাঁদছে, বিজেপি হারছে, বুক দুরুদুরু করছে’, দাবি মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর