এই মুহূর্তে

SIR আতঙ্কে মৃত্যু মেচেদার বৃদ্ধ ভোটার মৃত্যুঞ্জয় সরকারের

নিজস্ব প্রতিনিধি, মেচেদা: ফের SIR আতঙ্কে মৃত্যু পূর্ব মেদিনীপুরে।এস আই আর আতঙ্কে এবার মৃত্যু হল মেচেদার মৃত্যুঞ্জয় সরকারের(Mrityaunjoy Sarkar)।এসআইআর আতঙ্কে মৃত্যু হল পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর ২ নাম্বার গ্রাম পঞ্চায়েতের বরনান গ্রামের বছর ৭৩ এর মৃত্যুঞ্জয় সরকার। ওনার এক ছেলে ও তিন মেয়ে। ছেলে মন্টু সরকার শ্রমিকের কাজ করেন। ছেলে মন্টু সরকার জানান, SIR আতঙ্কেই বাবার মৃত্যু হয়েছে। ২০০২ সালের ভোটার লিস্টে নাম না থাকার কারণে উনি চিন্তিত হয়ে পড়েন। গত ৪ জানুয়ারি শহীদ মাতঙ্গিনী বিডিও(BDO) অফিসে হেয়ারিং- এর ডাক পড়ে।

প্রবল ঠান্ডায় ওনার ভাইপো বিশ্বজিৎ সরকার ওনাকে নিয়ে যায় ব্লক অফিসে। ওখানে উনি ১৯৭১ সালের দলিল দেখিয়েছিলেন। কিন্তু সেই দলিল তেমন গ্রহণযোগ্যতা না পাওয়ায় মৃত্যুঞ্জয় সরকার চিন্তায় অসুস্থ হয়ে পড়েন। সোমবার রাত্রিতে মৃত্যুঞ্জয় বাবুর বুকে ব্যথা হলে তাকে পরিবারের লোকজন তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে ওনাকে ভর্তি করে। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয় হাসপাতালে।। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশন ও বিজেপিকে দায়ী করছে। বিজেপি নেতারা জানিয়েছেন বয়স্ক জনিত কারনে মৃত্যুঞ্জয় সরকারের মৃত্যু হয়েছে। তৃণমূল অহেতুক রাজনীতি করছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।

এদিকে,আবারও SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ বৃদ্ধার।নাম-অনিতা বিশ্বাস (৭৫)।বাদুড়িয়া পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের ঘটনা ।অভিযোগ- SIR এর ফর্ম ফিলাপ করে জমা দেওয়ার পর অনিতা বিশ্বাসের হিয়ারিংয়ে ডাক আসে । গত ৫ তারিখ তিনি হেয়ারিং এ যান এবং কাগজপত্র দেখানোর পর সদুত্তর না পেয়ে অনিতা বিশ্বাস চিন্তিত হয়ে পড়েন এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। ৭ তারিখে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরিবারের লোক তড়িঘড়ি বসিরহাট জেলা হাসপাতালে(Bashirhat Hospital) নিয়ে আসলে সেখানে বিগত কদিন মৃত্যুর সঙ্গে লড়াই করতে থাকেন । রবিবার গভীর রাতে তার হাসপাতালেই মৃত্যু হয়। এই অভিযোগ করেন অনিতা বিশ্বাস (৭৫) – এর স্বামী বিরাজ বিশ্বাস । এখানকার স্থায়ী বাসিন্দা । কোন অজ্ঞাত কারণে ২০০২ সালের ভোটার লিস্টে স্বামী বিরাজ বিশ্বাস ও ছেলেদের নাম আসলেও অনিতা বিশ্বাস এর নাম আসেনি । 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘‌মোদি–শাহের সরকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে’‌, ‘মৃত’ ১০ জনকে মঞ্চে এনে তোপ অভিষেকের

কলকাতার এন্টালি থেকে গোটা দেশে পাচার ও মাদক তৈরির কিং পিন গ্রেফতার

‘‌কোচবিহার থেকে বিজেপিকে উপড়ে ফেলা সময়ের অপেক্ষা’‌, চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক

এবার SIR শুনানিতে ডাক পড়ল টুটু বসু সহ পরিবারের সদস্যদের

নিপা ভাইরাসে আক্রান্ত বারাসতের দুই নার্সের উপর ২৪ ঘণ্টা নজরদারি

‘‌গঙ্গাসাগর মেলার প্রতি কেন্দ্রীয় সরকারের নিদারুণ অবহেলার একদিন অবসান হবে’‌, বার্তা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ