24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:46 am
নিজস্ব প্রতিনিধি: গত রাজ্য বিধানসভা নির্বাচনে সিপিএম একজনও বিধায়ক পায়নি বাংলায়। ২০২১ সালে ভয়াবহভাবে পরাজিত হয়েছে দীর্ঘ ৩৫ বছর ধরে বাংলা শাসন করা এই রাজনৈতিক দল। এবার ধসের ছায়া সিপিএমের যুব সংগঠনেও। যুব সংগঠন ডিওয়াইএফআই’য়ের সদস্য সংখ্যা অনেকটা কমেছে। সিপিআইএম সূত্রে পাওয়া পরিসংখ্যানে এই ছবি ধরা পড়েছে।
২০১৯ এবং ২০২০ সালের তুলনায় ডিওয়াইএফআই’এর সদস্য সংখ্যা ২০২১ সালে কমেছে অনেকটাই। তবে পূর্ব মেদিনীপুর, বীরভূমের মত জেলাতে সদস্য সংখ্যা বেড়েছে। কিন্তু কলকাতাতে সেই সংখ্যা বেশ কম। প্রসঙ্গত আগামী ২১ নভেম্বর থেকে রাজ্যজুড়ে সদস্য সংগ্রহ অভিযানে নামছে ডিওয়াইএফআই। এই ক্যম্পেন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে সংগঠনের তরফে। যদিও তাতে এই দুর্দশার ছবি কতটা বদলাবে তা আগাম বলা যাচ্ছে না।
সিপিআইএম সূত্রে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী এক নজরে বিভিন্ন জেলায় যুব সংগঠনের সদস্য সংখ্যা।
জেলা সাল সদস্য সংখ্যা
কলকাতা ২০১৯ ১৮১১৭০
২০২০ ১৮৮৮২৭
২০২১ ১৮১৪০০
জেলা সাল সদস্য সংখ্যা
উত্তর ২৪ পরগনা ২০১৯ ৩৭৫৭০২
২০২০ ৩৯০৭৯১
২০২১ ৩৮৫৪৪০
জেলা সাল সদস্য সংখ্যা
দক্ষিণ ২৪ পরগনা ২০১৯ ২০৯৭৬৮
২০২০ ২১০১১২
২০২১ ১৯১৬১৯
জেলা সাল সদস্য সংখ্যা
বীরভূম ২০১৯ ১১১৭২৫
২০২০ ১১৪১২৯
২০২১ ১১৪৪৮৪
জেলা সাল সদস্য সংখ্যা
পূর্ব মেদিনীপুর ২০১৯ ১৫০৩৯৬
২০২০ ১৫৫৮৬৯
২০২১ ১৬৬০৬৯
দলের যুব সংগঠনের সদস্য সংখ্যা কেন কমছে সিপিআইএমের? সূত্রের খবর, বঙ্গ সিপিএমকে ইতিমধ্যে কেন্দ্রীয় সিপিএম নেতৃত্ব সতর্ক করেছে বিষয়টি নিয়ে। চলছে চুলচেরা বিশ্লেষণও। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বাংলার সিপিআইএম নেতারা কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে তুলনামূলক কম সরব। যতটা সময় তাঁরা রাজ্য সরকারের বিরোধিতায় ব্যয় করেন, তার থেকে কম সময় বিজেপি বিরোধিতায় ব্যয় করেন। আর এই অন্ধভাবে তৃণমূল বিরোধিতা সিপিএমের যুব সংগঠনের গ্রহণযোগ্যতা কমিয়েছে।