এই মুহূর্তে




রাজ্যজুড়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বিশেষ ক্যাম্প




নিজস্ব প্রতিনিধি: বাংলার মেধাবী যুবক-যুবতীরা যাতে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হন তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোয়াপাধ্যায় বাংলায় চালু করেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড(Student Credit Card)। এই প্রকল্পের মাধ্যমে উচ্চশিক্ষার জন্য বাংলার তরুণ-তরুণিদের মাত্র ৪ শতাংশ হারে সুদের বিনিময়ে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। সেই ঋণ পরবর্তী ১৫ বছর ধরে শোধ করা যায়। ৪০ বছর বয়স পর্যমত এই ঋণের জন্য আবেদন করা যায়। বাংলায় এখনও পর্যন্ত প্রায় ২৪ হাজার ছাত্রছাত্রী এই প্রকল্পের মাধ্যমে ঋণ পেয়েছে, যার মূল্য আনুমানিক ৬৫০ কোটি টাকা। পাশাপাশি প্রাথমিক ছাড়পত্র দেওয়া হয়েছে প্রায় ১৯ হাজার আবেদনকারীকে। যার মূল্য প্রায় ৬০০ কোটি টাকা। এখনও যে ৪৫ হাজার আবেদন বিভিন্ন ব্যাঙ্কের কাছে পড়ে আছে, তার নিষ্পত্তি আগামী ৩০ জুনের মধ্যে করার জন্য এবার নির্দেশ আগেই দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এবার সামনে এসেছে যে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার রাজ্যজুড়ে ছাত্র ছাত্রীদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেতে সাহায্য করতে বিশেষ ক্যাম্প করবে রাজ্য সরকার(State Government)।

জানা গিয়েছে, আগামিকাল যে ক্যাম্পগুলি করা হবে সেগুলিকে বলা হচ্ছে মবিলাইসেশন ক্যাম্প(Mobilization Camp)। রাজ্যজুড়ে ছড়িয়ে থাকা প্রায় চার হাজার বিভিন্ন ব্যাঙ্কের শাখায়(Bank Branches) এই ক্যাম্প করা হবে। ওই ক্যাম্পে গিয়ে ছাত্রছাত্রীরা(Students) স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দেবে। প্রাথমিক অনুমোদন পাওয়া সত্ত্বেও যারা পরবর্তী স্তরে পদক্ষেপের জন্য এখনও কাগজপত্র জমা দেননি, তাঁদেরকেও এই বিশেষ ক্যাম্প থেকে প্রয়োজনীয় সাহায্য করা হবে বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে। ২৮ মে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে একটি বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠকেই নির্দেশ দেওয়া হয়েছিল আগামী ৩০ জুনের মধ্যে আরও ৪৫ হাজার আবেদন যা বিভিন্ন ব্যাঙ্কের কাছে পরে আছে তা দ্রুত নিষ্পত্তি করার জন্য। মনে করা হচ্ছে সেই লক্ষ্যেই এই মবিলাইসেশন ক্যাম্প করা হচ্ছে রাজ্যজুড়ে। যদিও ১দিনের মধ্যেই সবাই প্রয়োজনীয় নথি জমা দিতে পারবে কিনা তা নিয়ে একতি খটকা আছে। তাই মনে করা হচ্ছে আরও অন্তত একটি দিন এই মবিলাইসেশন ক্যাম্পের আয়োজন করা হতে পারে, আর সেটা এই জুনে মাসেই।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে স্পিডবোট উল্টে জলে পড়লেন জেলাশাসক-সাংসদ

ডিভিসি’র ছাড়া জলে প্লাবিত হুগলি ও মেদিনীপুর, কেশপুরে ১০ বছরের নাবালকের মৃত্যু

ডিভিসি জল ছাড়ায় ভয়াবহ পরিস্থিতি পূর্ব বর্ধমানের জামালপুরে, প্লাবিত বহু এলাকা

সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল নিরাপত্তা বেষ্টনী পরিদর্শন পুলিশ সুপারের

মহারাষ্ট্রে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু

পাঁশকুড়াতে কাঁসাই নদীর জল বেড়ে বাঁধ ভেঙে একের পর এক বাড়ি ভেঙে পড়ছে

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর