এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পাহাড়ে বড় সাফল্য রাজ্যের, ঐক্যশ্রীর আওতায় ২৩ হাজার পড়ুয়া

নিজস্ব প্রতিনিধি: পাহাড় আর সমতলের দূরত্ব ঘোচার ইঙ্গিত মিলেছিল বছর ৫ আগেই মিরিকের পুরসভায় তৃণমূলের(TMC) নিরঙ্কুশ জয়ের মধ্যে দিয়ে। যদিও সেবার বোর্ড গড়তে পারেনি জোড়াফুল। তার আগেই পাহাড়ে অশান্তির আগুন লাগিয়ে দিয়েছিলেন বিমল গুরুং(Bimal Gurung)। তারপর তিস্তা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। এখন সেই গুরুংয়ের দিকেও ফিরে তাকায় না পাহাড়ের জনতা। রাজনৈতিক ভাবে শুধু গুরুংই নয়, কার্যত সব গুরুত্ব, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা হারিয়ে বসে আছেন গোর্খা জনমুক্তি মোর্চা, জিএনএলএফ সহ অধিকাংশ দলের নেতারা। কার্যত পাহাড় এখন অনীত থাপার(Anit Thapa) দখলে। সেই পাহাড়েই কিছুটা হলেও গুরুত্ব রয়ে গিয়েছে হামরো পার্টির অজয় এডওয়ার্ডের। আর কদর বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) তৃণমূলের। এই অবস্থাতেই দেখা গেল পাহাড়ের বাসিন্দাদের কাছে রাজ্য সরকারের কদরও বাড়ছে। তার প্রমাণ ঐক্যশ্রী প্রকল্পের(Aikyashree Scholarship) সাফল্য।

আরও পড়ুন মোদিকে বাংলার আম পাঠাচ্ছেন মমতা, নেপথ্যে সৌজন্যের রাজনীতি

রাজ্যে ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পাহাড়ের সংখ্যালঘু পড়ুয়াদের ঐক্যশ্রী প্রকল্পের আওতায় আনতে চেয়েছিল। সেই লক্ষ্যেই টার্গেট নেওয়া হয়েছিল পাহাড় সহ দার্জিলিং জেলায়(Darjeeling District) ১ বছরের মধ্যে ২২ হাজার পড়ুয়ায়কে(Students) ঐক্যশ্রী প্রকল্পের আওতায় আনা হবে। কিন্তু এক বছর পূর্ণ হওয়ার আগেই দেখা যাচ্ছে মাত্র ৮ মাসের মধ্যেই জেলায় প্রায় সাড়ে ২৩ হাজার পড়ুয়া চলে এসেছে ঐক্যশ্রী প্রকল্পের আওতায়। কেউ পাচ্ছে প্রি-ম্যাট্রিক, কেউ পোস্ট-ম্যাট্রিক, আবার কেউ উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ পাচ্ছে। আর এই সাফল্যের নেপথ্য কাজ করছে পাহাড়ের পড়ুয়াদের এই প্রকল্পের আওতায় আসার ঘটনা। দার্জিলিং জেলা প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, ২০২২-’২৩ আর্থিক বছর ঐক্যশ্রী প্রকল্পের আওতায় ২২ হাজার ৪০০ পড়ুয়াকে আনার টার্গেট রাখা হয়েছিল। দেখা যাচ্ছে সেই লক্ষ্যপূরণের সময়সীমা শেষ হওয়ার ৪ মাস আগেই লক্ষ্যমাত্রা অতিক্রম করে যাওয়া গিয়েছে। ২০২২ সালের জুলাই মাস থেকে ফর্ম বিলি শুরু করা হয়। ফর্ম গ্রহণ করা হয় চলতি বছরের মার্চ মাস পর্যন্ত। নির্দিষ্ট সময়কালের মধ্যে আবেদন জমা পড়ে ২৩ হাজার ৮৫৩টি। তা খতিয়ে দেখে উপভোক্তা হিসেবে বাছাই করা হয়েছে ২৩ হাজার ৪৫৭ জনকে।

আরও পড়ুন বঙ্গ বিজেপিতে বড় ধাক্কা শুভেন্দুর, গুরুত্ব হ্রাস দিলীপেরও

দার্জিলিং জেলার মধ্যে সব থেকে বেশি পড়ুয়া যে ব্লক থেকে ঐক্যশ্রী প্রকল্পের আওতায় এসেছে তা হল ফাঁসিদেওয়া ব্লক। সেখানকার ৭ হাজার ৫৫১জন পড়ুয়া এই প্রকল্পের আওতায় এসেছে। এরমধ্যে এখানে প্রি-ম্যাট্রিক স্কলারশিপ পাচ্ছে ৬ হাজার ৪২৭ জন। দার্জিলিং পুরসভা এলাকায় উপভোক্তার সংখ্যা ৩৩৪৭ জন। এর বাইরে শিলিগুড়ি শহরে ২৭৫৯ জন, দার্জিলিং পুলবাজারে ১০৩৫ জন, জোরবাংলো-সুখিয়াপোখরিতে ১৫৪৭ জন, খড়িবাড়িতে ৭৯১ জন, কার্শিয়াং গ্রামীণে ৮৩০ জন, মাটিগাড়ায় ১৫২৫ জন, মিরিকে ৭৭৪ জন, নকশালবাড়িতে ১৩৮৫ জন, রংলি-রংলিয়টে ১১৪৭ জন, কার্শিয়াং পুরসভায় ৭৬৬ জন উপভোক্তা রয়েছে। সব মিলিয়ে পাহাড়েই উপভোক্তার মোট সংখ্যা ৯,৪৪৬জন।ইতিমধ্যে সংশ্লিষ্ট উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্কলারশিপের অর্থ ঢুকতে শুরু করেছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীরা প্রি-ম্যাট্রিক স্কলারশিপে ১ হাজার ১০০ টাকা এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীরা হস্টেল খরচ সহ সাড়ে ৫ হাজার টাকা পর্যন্ত পাবে। একাদশ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপে হস্টেল খরচ, টিউশন ফি সহ ১০ হাজার টাকার ওপরে পাবে।

আরও পড়ুন কৃষকবন্ধু প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত মমতার সরকারের

দার্জিলিং জেলা প্রশাসনের আধিকারিকদের দাবি, পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের জেরে পাহাড়ের জনতা রাজ্য সরকারের কোনও প্রকল্পে চট করে অংশ নিতে চাইত না। মূলত পাহাড়ের নেতারাই সেই সুযোগ করে দিত না। চলত হুমকি-ধমকি। কিন্তু গুরুং যেভাবে পাহাড় অচল করে দিয়ে নিজে বেপাত্তা হয়েছিলেন এবং পাহাড়বাসীকে অশেষ দূর্গতির মুখে ফেলে দিয়েছিলেন তা আর পাহাড়ের জনতা মুখ বুজে মেনে নিতে চাইছে না। একই সঙ্গে অনীত থাপাও চান না পাহাড়বাসী রাজ্য সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকুক। তাই রাজ্যের প্রকল্পে পাহাড়বাসীর যোগদানের ঘটনা বাড়ছে, আগামী দিনে তা আরও বাড়বে। রাজ্যের সঙ্গে বা সমতলের সঙ্গে পাহাড়ের যে দূরত্ব ছিল সেই দূরত্ব এবার উল্লেখযোগ্য ভাবে কমবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কোন্নগরে বৃদ্ধার মৃতদেহ আগলে বসে স্ত্রী-মেয়ে, এলাকায় ছড়াল দুর্গন্ধ

তিন দিন ধরে আত্মজার মৃতদেহ আগলে, অবশেষে বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন গর্ভধারিনী

তৃণমূল-কংগ্রেসের মধ্যে সংঘর্ষ, চলল গুলি ! ভোটের আগেই উত্তপ্ত খড়গ্রাম   

রায়গঞ্জে ভোঁতা হল ভিক্টর অস্ত্র, সংখ্যালঘুরা জোড়াফুলেই

‘চোরে চোরে মাসতুতো ভাই’, অধীরকে তোপ অভিষেকের

‘ইন্ডিয়া’র বড় গদ্দার উনি, সকালে বিজেপির পা ধরেন, বিকেলে সিপিএমের পা ধরেন’, আক্রমণ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর