এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

যোগী রাজ্যে উচ্ছেদের মুখে ১০ হাজার বাঙালি

নিজস্ব প্রতিনিধি: বাঙালি বিদ্বেষ আগে থেকেই মজুত ছিল। বাংলার বুকে একুশের বিধানসভা নির্বাচনে তা বার বার বেআব্রু হয়েছে। ‘আপকে বার ২০০ পার’ শ্লোগান তুলে বাংলা দখল করতে আসা গেরুয়া ব্রিগেডকে বার বার বাংলা(Bengal) ও বাঙালি বিরোধী শ্লোগান থেকে দাবি তুলতেও শোনা গিয়েছে। বাংলার মানুষ কিন্তু সেই সব কথায় কান দেননি। বরঞ্চ গেরুয়া ব্রিগেডকে তাঁরা মাত্র ৭৭ আসনেই থামিয়ে দেওয়ার পাশাপাশি বাংলার দায়দায়িত্ব বাংলার মেয়ের হাতেই তুলে দিয়েছেন। সেই ধাক্কা এখনও হজম করে উঠতে পারেননি গেরুয়া ব্রিগেডের কর্তারা। কেন্দ্র সরকারের একের পর এক প্রকল্পের টাকা আটকে দিয়েছিল। এখন কিছু কিছু করে সেই টাকা ছাড়া হলেও বাংলা ও বাঙালি বিদ্বেষ থেকে গেরুয়া শিবির যে বার হবে না তার নমুনা মিলছে যোগীভূম উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বুকে। সেখানে প্রায় ১০ হাজার বাঙালিকে উচ্ছেদের পথে হাঁটা দিয়েছে যোগী আদিত্যনাথের সরকার(Yogi Aditya Nath Government)।

আরও পড়ুন মোরবিকাণ্ডে গোখেলের গ্রেফতারি, টুইট ক্ষুব্ধ ব্রায়েনের

যোগীরাজ্যের হস্তিনাপুরের(Hastinapur) নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির(Nikhil Bharat Bangali Samanay Samiti) অভিযোগ, ওই রাজ্যে জোর করে বাঙালি উদ্বাস্তুদের জমি কেড়ে নেওয়া হয়েছে। গত শুক্রবার বিনা নোটিসেই হস্তিনাপুরের প্রায় ২০ একর জমির ওপর বুলডোজার চালিয়ে দিয়েছে যোগীরাজ্যের পুলিশ। ওই এলাকায় কয়েকশ বাঙালি পরিবারের বসবাস। েখন চলছে তাঁদের উৎখাত করার ষড়যন্ত্র। অভিযোগ, স্থানীয় বিধায়কের কাছ থেকেও এ ব্যাপারে কোনওরকম সহযোগিতা পাওয়া যায়নি। ওই সংগঠনের দাবি, সামগ্রিক পরিস্থিতির উল্লেখ করে ইতিমধ্যেই তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি পাঠিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট জেলাশাসককেও স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু তাঁদের দিক থেকে কোনও সাড়াই মেলেনি।

আরও পড়ুন পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে উত্তরবঙ্গে রেল অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি জানিয়েছে, দীর্ঘদিন ধরেই হস্তিনাপুরের চেতাওয়ালা মকবুলপুর, কৃষ্ণনগর কান্তি ফার্ম, আকবরপুর গড়ি, ভদ্রা কালী, গুড়হা কলোনি, নাংলা গোসাই, খানপুর গড়িখড়কালি, শিবনগর, সেকেন্দেরপুর কালীনগরের মতো খানদশেক গ্রামে উদ্বাস্তু বাঙালিদের একটি বড় অংশ বসবাস করছেন। ওই গ্রামগুলিতে ১০ হাজারেরও বেশি উদ্বাস্তু বাঙালি রয়েছেন। জমি মাফিয়ারা দীর্ঘদিন ধরেই তাঁদের উৎখাত করার ষড়যন্ত্র করছে। তাঁদের সঙ্গে যুক্ত বেশ কিছু ব্যবসায়ী। এই সম্মিলিত ষড়যন্ত্রেই গত ২ ডিসেম্বর বিনা নোটিসে প্রশাসনের উপস্থিতিতেই প্রায় ২০ একর জমি নষ্ট করে দেওয়া হয়েছে। ওই সব এলাকার বাসিন্দাদের অধিকাংশের কাছেই ভোটার এবং রেশন কার্ড আছে। কিন্তু জমির পাট্টা পাওয়া যায়নি। প্রধানত এটিই ওই অংশের উদ্বাস্তু বাঙালিদের উৎখাত করার অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। বিগত কয়েক বছর ধরেই তাঁরা এহেন পরিস্থিতির শিকার। বিজেপি সরকার কোনও সহযোগিতা করছে না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪ বারের চেষ্টায় ইউপিএসসিতে সফল, তাক লাগিয়ে দিলেন শ্রীরামপুরের মেয়ে

সুন্দরবনের রায়মঙ্গল নদী বাঁধে ৩০০ ফুট চওড়া ফাটল, আতঙ্কে গ্রামবাসীরা

ইসলামপুরে একসাথে পাঁচ শিশু কন্যার জন্ম দিলেন তাহেরা বেগম

‘দেশ থেকে গণতন্ত্র মুছে যাবে’, বাংলায় এসে মোদিকে তোপ খাড়গের

ভারত – বাংলাদেশ সীমান্তে মাদকসহ দিল্লি পুলিশের হাতে গ্রেফতার বিএসএফ আধিকারিক

ইভিএম মেশিনে কারচুপির আশঙ্কা, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর