এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

অর্জুনগড়ে শুটআউট, ছেলের গুলিতে খুন মা

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই শুটআউট(Shootout)। সেটাও আবার খাস অর্জুনগড়ে। রবিবার সকালে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার ব্যারাকপুর(Barrackpore) মহকুমার ভাটপাড়া(Bhatpara) পুরসভা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে ছেলের(Son) গুলিতে খুন হয়ে গেলেন মা(Mother)। ভাটপাড়া পুরসভার কাঁকিনাড়া নয়াবাজার ৫ নম্বর সাইডিং এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। যদিও ঘটনার পরে পরেই আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হয়েছে ঘাতক ছেলে। মৃতের নাম সালিমা বিবি।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম মহম্মদ নিশার। সে কোনও কাজকর্ম করত না। কিন্তু নিত্যদিনই সে নেশা করত। আর সেই নেশার জন্যই সে টাকা চাইত তার মা সালিমা বিবির কাছ থেকে। এই ঘটনায় নিত্যদিন মা ও ছেলের ঝগড়া অশান্তি হত বলে এদিন প্রতিবেশীরা দাবি করেছেন। রবিবার সকাল ৮টা নাগাদ নিশার তার মায়ের কাছ থেকে নেশার জন্য টাকা চাইলেও সালিমা বিবি এদিন তা দিতে চাননি। অভিযোগ, তখনই নিজের মাকে গুলি করে খুন করে নিশার। ঘটনার পরে ক্ষুব্ধ প্রতিবেশীরা কার্যত নিজেদের জীবনের জুঁকি নিয়ে নিশারকে ধরে আগ্নেয়াস্ত্র সহ আটক করে। তাঁরাই এই ঘটনার খবর দেন ভাটপাড়া থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাঁরা আগ্নেয়াস্ত্র সহ নিশারকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। সেই সঙ্গে সালিমা বিবির দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ এখন দেখতে চাইছে নিশার আগ্নেয়াস্ত্র পেয়েছিল কোথা থেকে।

ভাটপাড়া সহ কার্যত গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রায়শ ঘটে চলেছে খুনের ঘটনা। তার জেরে ইতিমধ্যেই বদল করা হয়েছে ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের কমিশনারকে। কিন্তু তার পরেও অবস্থার উন্নতি কোথাও সেভাবে চোখে পড়ছে না। সব থেকে বেশি খুনের ঘটনা এখন ঘটছে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের খাস তালুক হিসাবে চিহ্নিত ভাটপাড়া পুরসভা এলাকাতেই। আর তার জেরে একদিকে সেখানে যেমন আমজনতা চূড়ান্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন তেমনি রাজনৈতিক ভাবেও শাসক বিরোধী সুর ক্রমশ চড়ে চলেছে বিরোধী শিবিরে। কোথা থেকে এত আগ্নেয়াস্ত্র আসছে, কোথা থেকেই বা তা কেনার টাকা আসছে এবং সর্বোপরি কীভাবে কমবয়সীদের হাতে সেই আগ্নেয়াস্ত্র চলে আসছে তা নিয়ে বার বার প্রশ্ন উঠছে। যদিও সেই সব প্রশ্নের কোনও সমাধানই আজ অবধি করে উঠতে পারেনি পুলিশ। ঘটনা ঘটার পরে পুলিশ অবশ্যই তদন্ত করছে, দ্রুত অভিযুক্তদের ধরতেও পারছে। কিন্তু ঘটনা ঘটা আটকাতে পারছে না পুলিশ। আর তাই প্রশ্ন উঠেছে পুলিশের ইনফর্মারদের নিয়ে, তাঁদের কাজকর্ম নিয়ে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪৮ লাখ টাকার গয়না, ২টি গাড়ি, আর কী কী সম্পত্তি রয়েছে রচনার?

বহিষ্কৃত বিজেপি নেতাকে নিয়ে চা চক্রে যোগ দিয়ে বিতর্কে দিলীপ

প্রথম দিনেই বিক্ষোভের মুখে রেখা পাত্র, প্রচারে বিঘ্ন

রেকর্ড ভাঙা গরম,  দেশের সর্বোচ্চ তাপমাত্রার তালিকায় বাংলার দুই জেলা

মালদায় মমতার পথ চেয়ে কিষান সম্প্রদায়, দাবি তপশিলী উপজাতি তকমার

ফের বঙ্গে তীব্র তাপপ্রবাহের ‘চরম সতর্কতা’ জারি করল আবহাওয়া দফতর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর