এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

৪৮ লাখ টাকার গয়না, ২টি গাড়ি, আর কী কী সম্পত্তি রয়েছে রচনার?

নিজস্ব প্রতিনিধি: তিনি বাংলার ‘দিদি নং ১’। লোকসভা নির্বাচনের হুগলির তৃণমূল প্রার্থী। রাজনীতিতে নবাগতা হলেও তাঁর হাবভাব একেবারে দাপুটে। গত বছর নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দেখা করতে যাওয়া, দিদি নং ১-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশ, সবটাই এই জল্পনাকে আরও তুঙ্গে পৌঁছে দেয়। অবশেষে জল্পনার অবসান হয় ১০ মার্চ। ব্রিগেডের ‘জনগর্জন’ সভায় রচনাকে হুগলির তৃণমূল প্রার্থী হিসেবে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই হুগলি মাতিয়ে রাখছেন রচনা। প্রায় প্রতিদিনই সেখানে প্রচারে যাচ্ছেন অভিনেত্রী, নিজের মতো জনসংযোগ করছেন। স্থানীয়দের উদ্দেশ্যে নানা বার্তা দিচ্ছেন। সঙ্গে এক একটা কাণ্ডও ঘটাচ্ছেন। কখনও হুগলির দইয়ের স্বাদ নিচ্ছেন, আবার কখনও হুগলির ঘুগনির প্রেমে পড়ছেন। আবার হুগলির নতুন ধরনের জল খাবারে বুঁদ হয়ে যাচ্ছেন। তবে এত কিছু খেলেও এখনও চন্দননগরের প্রসিদ্ধ ‘জলভরা’ সন্দেশ তাঁর কপালে জোটেনি। কারণ প্রতিদিনই তাঁকে স্থানীয়রা নানারকম খাবার খাওয়াচ্ছেন, যার ফলে প্রচার শেষে পেট ভরিয়ে বাড়ি ফিরছেন তিনি।

এদিকে তাঁর বিরোধী প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও রাজনীতির বাইরে তাঁরা বন্ধুই। যাই হোক, এখন তাঁর প্রচারপর্ব শেষ, এবার তিনি হলফনামা জমা করলেন মহাসমারোহে। দিলেন সম্পত্তির হিসেব পত্র। নির্বাচনের কাছে সকল নেতাদেরই তাঁদের হিসেবপত্র দিতে হয়। রচনাও তাঁর নিয়ম মতো তাঁর জমা খরচের হিসেব দিলেন। আর তার সম্পত্তির হিসেব দেখে চোখ কপালে উঠবে সবার। দেখা গেল, বছরে বছরে তাঁর আয় বেড়েছে ধাপে ধাপে। বাংলা ছবিতে একসময় রাজ করতেন রচনা। তার সঙ্গে ১৪ বছর ধরে দিদি নং ১-এর সঞ্চালিকা তিনি। সঙ্গে আছে শাড়ি এবং বিউটি প্রোডাক্টের ব্যবসা। সুতরাং তাঁর আয়ের উৎস অনেক।

রচনার সম্পত্তির হিসেব বলছে, ২০২২ থেকে ২৩ সালের মধ্যে তাঁর রোজগারের পরিমাণ ৩,১১,২২,০৮০ টাকা। ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে রচনার আয় ছিল ২,৪১,৩১,৩৮০ টাকা। তার আগের বছর তাঁর রোজগার ছিল ২,৩৩,৭৪,১৪০ টাকা। রচনার স্বামী প্রবাল বসু ২০২২-২৩ সালে আয় করেছেন ২,৩৯,২৪০ টাকা, ২০২১-২২ সালে আয় করেছেন ৬৩ হাজার ৮১০ টাকা, ২০২০-২১-এ আয় করেছেন ৪, ২০, ৫১০ টাকা, ২০১৯-২০ তে আয় করেছেন ৪, ৯২, ৪০০ টাকা। তিনি হলফনামায় ছেলে প্রনীল বসুর দায়ভার উল্লেখ করেছেন রচনা। ২৯ এপ্রিল পর্যন্ত তাঁর হলফনামায় দেখা গিয়েছে, তাঁর হাতে এই মূহুর্তে রয়েছে লাখ দেড়েক টাকা এবং স্বামীর হাতে রয়েছে ৫০ হাজার টাকা।

এদিকে রচনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেকগুলি। যার মধ্যে আছে, ৪ টি সেভিংস অ্যাকাউন্ট, যাতে রয়েছে ৭৫ লাখ ২৫ হাজার টাকা। কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে ৩ টি। যার মধ্যে টাকা রয়েছে ২১ লাখ টাকার অধিক। এছাড়াও তাঁর ৭০ টি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ আছে। ১৩ টি বন্ড, পিপিএফ, পোস্ট অফিসেও টাকা আছে রচনার। ৭ টি জীবন বীমায় বিনিয়োগ রয়েছে। সব মিলিয়ে রচনার অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৮ কোটি ১৬ লাখ ৭১ হাজার ৭৭৩.৭১ টাকা। তবে রচনার কোনও চাষের জমি নেই। তবে অ-কৃষি জমি রয়েছে ২ টি। তাঁর চারটি অ্যাপার্টমেন্ট রয়েছে, স্থাবর সম্পত্তি রয়েছে ১৪,৭০,৫৪,৩৫১। রচনার গাড়ি রয়েছে ২ টি। যার মধ্যে একটি ৯ লাখের গাড়ি, একটি ১২ লাখের গাড়ি। রচনার ৪৮ লাখের কাছাকাছি মূল্যের গয়নাগাটি রয়েছে। আর তাঁর স্বামী সোনা-রুপো আছে ৫ লাখ টাকার মতো। এতদিন পর্যন্ত কোনও ব্যাংক লোন নেই তাঁর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ধামাখালিতে অস্থায়ী শিবির খুললেন সিবিআই এর আধিকারিকরা

লক্ষ্মী ভান্ডারকে পাথেয় করে নববারাকপুরে ঘরে ঘরে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য

প্রতিহিংসা !পূর্ব মেদিনীপুরের দুই তৃণমূল নেতার বাড়িতে সিবিআই হানা

২২ দিনের লড়াই শেষ! প্রয়াত গায়িকা মোনালি ঠাকুরের মা

শেষ ইচ্ছেপূরণ, ভোট দিয়েই মৃত্যু হাওড়ার বৃদ্ধার

সিএএতে আবেদন করলে ভোটের পরে জেলে ভরে দেবে, দাবি মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর