এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

গ্রামোন্নয়নে স্বীকৃতি বাংলার, Incentive ৪০০ কোটি, দিচ্ছে NABARD

নিজস্ব প্রতিনিধি: আবারও বাংলার(Bengal) জয়জয়কার দেশের বুকে। গ্রামোন্নয়নের(Rural Development) সামগ্রিক কাজের স্বীকৃতি হিসেবে বাংলাকে অতিরিক্ত ৪০০ কোটি টাকা Incentive হিসাবে দিতে চলেছে NABARD। আর এই সিদ্ধান্ত তথা পদক্ষেপ অস্বস্তিতে ফেলে দিয়েছে মোদি সরকারকে। কেননা NABARD রয়েছে কেন্দ্রের অধীনে। আর সেই কেন্দ্রের ক্ষমতায় থাকা মোদি সরকার(Modi Government) বাংলার গ্রামোন্নয়ন সংক্রান্ত একাধিক প্রকল্পের টাকা আটকে রেখে দিয়েছে। তার মধ্যে যেমন আছে ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা তেমনি আছে আবাস যোজনার টাকাও। কিন্তু এত কিছু করেও বাংলার সাফল্য কিছুতেই ঢাকতে পারছে না নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। তাই একের পর এক সাফল্যের কথা যেমন সামনে আসছে তেমনি বাংলার ঝুলিতে পুরস্কারের পাশাপাশি বাড়তি বরাদ্দও জুটছে। ঠিক এখন যেমন NABARD বাংলাকে অতিরিক্ত ৪০০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গ্রাম বাংলায় গ্রামোন্নয়নের ক্ষেত্রে ভাল কাজ হওয়ায়।

আরও পড়ুন অভিষেককে জানাতেই ১২ লক্ষ টাকা ফেরত পেলেন নন্দদুলাল বাগ

নবান্ন সূত্রে জানা গিয়েছে, National Bank for Agriculture and Rural Development বা NABARD গ্রামোন্নয়নের সামগ্রিক কাজের স্বীকৃতি হিসেবে বাংলাকে যে অতিরিক্ত ৪০০ কোটি টাকা Incentive দিচ্ছে তা গ্রামবাংলায় কৃষি, সড়ক, বিদ্যুৎ, প্রাণিসম্পদ বিকাশ, মহিলা ও শিশু কল্যাণের পরিকাঠামো উন্নয়নের কাজে ব্যবহার করা হবে। রাজ্যের গৃহীত গ্রামোন্নয়ন প্রকল্প এবং তার বাস্তবায়নের রীতিমত সুখ্যাতি করেছেন নাবার্ড কর্তারা। সেই সঙ্গে ভালো কাজের ‘পুরস্কার’ হিসেবেই চলতি অর্থবর্ষে Rural Infrastructure Development Fund বা RIDF খাতে অতিরিক্ত ৪০০ কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছে এই কেন্দ্রীয় সংস্থা। এর ফলে ২০২২-২৩ অর্থবর্ষে এই খাতে মোট ২,২০০ কোটি টাকা পাচ্ছে রাজ্য। আগে দেওয়া ১৮০০ কোটি টাকায় শুরু হওয়া কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছে নাবার্ড কর্তৃপক্ষ। তবে গল্পটা এখানেই শেষ হয়ে যাচ্ছে না। কেননা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার চলতি অর্থবর্ষের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করে আগামী অর্থবর্ষের জন্য অন্তত ৩ হাজার কোটি টাকা পাওয়ার টার্গেট রেখেছে।

 আরও পড়ুন ৩০ মার্চের মধ্যেই গ্রামীণ রাস্তা তৈরির কাজ শেষের নির্দেশ মুখ্যসচিবের

তবে NABARD’র এই সিদ্ধান্তে এখন রীতিমত মুখ পুড়ছে মোদি সরকারের। কেননা অনিয়ম বা দুর্নীতির কথা বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক একাধিক প্রকল্পে বাংলার প্রাপ্য দিচ্ছে না। অথচ কেন্দ্রেরই অধীন সংস্থা সেই ক্ষেত্রে ভালো কাজের জন্য রাজ্যকে ‘পুরস্কার’ দিচ্ছে—এই ঘটনা স্পষ্টতই দ্বিচারিতা বলে মত ওয়াকিবহাল মহলের। এই ঘটনা আদতে রাজ্যের শাসক দলের এতদিনের অভিযোগকেই মান্যতা দিল বলে মনে করছে তাঁরা। ঘটনার জেরে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারের নেতামন্ত্রীরাই বলছেন, ওরাই (কেন্দ্র) তো প্রমাণ করে দিল যে স্রেফ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন খাতে বাংলার হকের টাকা আটকে রাখা হয়েছে। ঘটনার জেরে রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘আমাদের কিছু করতে হল না। নাবার্ডই প্রমাণ করে দিল যে আমাদের টাকা কেন্দ্র অনৈতিকভাবে আটকে রেখেছে। এসব গেরুয়া শিবিরের চক্রান্ত। এই বঞ্চনার জবাব রাজ্যের মানুষ আগামী পঞ্চায়েত নির্বাচনে ব্যালটের মাধ্যমেই দেবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘এখন থেকে আমি আর মোদিবাবুর নাম নেব না, বড্ড মিথ্যে কথা বলেন’

বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করেই মৃত্যু মাধ্যমিক উত্তীর্ণ  ছাত্রীর

তেহট্টে বিজেপিকে কাঠগড়ায় তুলে মহুয়ার হয়ে ব্যাটন ধরলেন মমতা

IAS, IPS অফিসারদের ফোন করে চাপ বিজেপি হয়ে কাজ করার জন্য, বিস্ফোরক অভিযোগ মমতার

হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে চলল গুলি, নামল র‍্যাফ

রেজাল্ট ভালো হবে না এই আশঙ্কা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর